মালদা, 17 এপ্রিল : লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আট থেকে আশি প্রত্যেকে ৷ গাইলেন জাতীয় সংগীত । আর শপথ নিলেন, একসঙ্গে লড়াই করার ৷ দুস্থদের মধ্যে খাবার বিলির আগে এভাবেই তাঁদের মনোবল বাড়ানোর চেষ্টা করল মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থা ৷
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে ৷ 3 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন প্রধানমন্ত্রী ৷ সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা ৷ এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে সরকারের সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও ৷ তবে শুধু খাবার বিলি নয় , তাদের মনোবল বাড়ানোও প্রয়োজন । তাই দুস্থ পরিবারের মধ্যে খাবার বিলি করার আগে তাদের মনোবল বাড়ানোরও চেষ্টা করল এক সংস্থা ৷ সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় সংগীত গাইলেন সকলে ৷ শিশু থেকে প্রবীণ একসঙ্গে লড়াই করার প্রতিজ্ঞা করলেন ৷
আজ ওই সংস্থার সদস্যরা গিয়েছিলেন হাবিবপুরের খুঁজিপুর ও বানপুর নামে দু'টি গ্রামে ৷ ওই এলাকার প্রায় 400টি পরিবারকে খাবার খাওয়ান তাঁরা ৷ শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতনও করেন ৷ সংস্থার সদস্য তারাশংকর রায় বলেন, "লকডাউন চলছে ৷ অভাবে রয়েছে দিন আনা দিন খাওয়া মানুষ ৷ সরকারের পক্ষ থেকে দেওয়া খাদ্যসামগ্রী যথেষ্ট নয় ৷ কয়েকদিনেই তা ফুরিয়ে যাচ্ছে ৷ আমরা সংস্থার পক্ষ থেকে প্রতিদিনই বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিলি করছি ৷ সামাজিক দূরত্ব মেনেই আমরা খাদ্য বিলি করি ৷ আমরা চেষ্টা করছি খাবার বিলির পাশাপাশি মানুষের মনোবল বাড়ানোরও ৷"