ETV Bharat / state

Malda Women Tortured: পাকুয়াহাটের ঘটনায় আলোচনার জন্য লোকসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি সাংসদ খগেনের

পাকুয়াহাটের ঘটনা আলোচনা হোক লোকসভায় ৷ এমনটা চেয়ে স্পিকারের পরামর্শে লোকসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি দিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷

Etv Bharat
ধরনায় খগেন মুর্মু
author img

By

Published : Jul 26, 2023, 12:39 PM IST

মালদা, 26 জুলাই: সংসদ চত্বরে গান্ধিমূর্তির সামনে বিক্ষোভ দেখানোর সময় তিনি জানিয়েছিলেন, পাকুয়াহাটের ঘটনা লোকসভায় উত্থাপন করবেন ৷ তাঁর হুমকি যে খুব একটা ফাঁকা ছিল না, তার প্রমাণ দিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷ লোকসভার জিরো আওয়ারে পাকুয়াহাটে নারী নির্যাতনের ঘটনা নিয়ে আলোচনার জন্য তিনি লোকসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়েছেন ৷ যদিও কবে এই বিষয়টি নিয়ে লোকসভায় আলোচনা হবে, তা এখনও জানা যায়নি ৷ সাংসদের দাবি, লোকসভার স্পিকারের পরামর্শেই তিনি সেক্রেটারি জেনারেলকে এই চিঠি দিয়েছেন ৷

পাকুয়াহাটে প্রকাশ্যে দুই মহিলাকে নির্যাতনের ঘটনা জেনে ফেলেছে সারা দেশ ৷ এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ না খুললেও তাঁর মন্ত্রীসভার সদস্য শশী পাঁজা জানিয়েছেন, এসব সামান্য ঘটনা ৷ তৃণমূল নেতৃত্ব অনেক বেশি গুরুত্ব দিচ্ছে মণিপুরে নারী নির্যাতনের ঘটনাকে ৷ চলতি সপ্তাহেই সে রাজ্যে যেতে পারে 26টি বিরোধী দলের জোটের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ৷ মণিপুরের ঘটনা নিয়ে আজ লোকসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে 'ইন্ডিয়া' জোট ৷ তাই মণিপুরের ঢাল হিসাবে পাকুয়াহাটের ঘটনাকে বিজেপি যে সামনে আনার চেষ্টা করে যাবে, তা প্রথম থেকেই বোঝা গিয়েছিল ৷ বাস্তবেও সেটাই হয়েছে ৷

Khagen Murmu
সাংসদ খগেন মুর্মুর সেক্রেটারি জেনারেলকে পাঠানো চিঠির প্রথম পাতা

বিষয়টি নিয়ে দিল্লি থেকে সাংসদ খগেন মুর্মু বলেন, "পাকুয়াহাটের ঘটনায় মালদার পুলিশ সুপারের ভূমিকা নিয়ে আমি লোকসভার স্পিকার ওম বিড়লাকে অভিযোগ জানাই ৷ ওই ঘটনার পর আমি পুলিশ সুপারকে সাতবার ফোন করি ৷ কিন্তু তিনি ফোন ধরেননি ৷ পুলিশ সুপারের দফতরে গিয়ে তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম ৷ কিন্তু আমাকে তাঁর দফতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি ৷ 22 জুলাই দুপুর দু'টো থেকে পরদিন বেলা তিনটে পর্যন্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করার জন্য তাঁর দফতরের সামনে ধরনায় বসি ৷ তবু তিনি আমার সঙ্গে দেখা করেননি ৷ তিনি আমার সঙ্গে দেখা না করে কার্যত লোকসভাকেই অপমান করেছেন ৷ তাঁর এত ঔদ্ধত্য হয় কীভাবে ?"

তিনি আরও বলেন, "পুলিশ সুপারের ভূমিকা নিয়ে সোমবার আমি লোকসভার স্পিকারকে প্রথমে মৌখিক অভিযোগ জানিয়েছিলাম ৷ সব শুনে তিনি আমাকে লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেন ৷ আমি তাঁর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি ৷ তার সঙ্গে পাকুয়াহাটের ঘটনা যাতে সংবিধানের 193 নম্বর ধারা অনুযায়ী লোকসভায় উত্থাপন করা হয়, তার জন্য লোকসভার সেক্রেটারি জেনারেলকেও চিঠি পাঠিয়েছি ৷"

আরও পড়ুন : পাকুয়াহাটের ঘটনায় রাতভর পুলিশ সুপারের দফতর ঘেরাও বিজেপির

মালদা, 26 জুলাই: সংসদ চত্বরে গান্ধিমূর্তির সামনে বিক্ষোভ দেখানোর সময় তিনি জানিয়েছিলেন, পাকুয়াহাটের ঘটনা লোকসভায় উত্থাপন করবেন ৷ তাঁর হুমকি যে খুব একটা ফাঁকা ছিল না, তার প্রমাণ দিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷ লোকসভার জিরো আওয়ারে পাকুয়াহাটে নারী নির্যাতনের ঘটনা নিয়ে আলোচনার জন্য তিনি লোকসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়েছেন ৷ যদিও কবে এই বিষয়টি নিয়ে লোকসভায় আলোচনা হবে, তা এখনও জানা যায়নি ৷ সাংসদের দাবি, লোকসভার স্পিকারের পরামর্শেই তিনি সেক্রেটারি জেনারেলকে এই চিঠি দিয়েছেন ৷

পাকুয়াহাটে প্রকাশ্যে দুই মহিলাকে নির্যাতনের ঘটনা জেনে ফেলেছে সারা দেশ ৷ এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ না খুললেও তাঁর মন্ত্রীসভার সদস্য শশী পাঁজা জানিয়েছেন, এসব সামান্য ঘটনা ৷ তৃণমূল নেতৃত্ব অনেক বেশি গুরুত্ব দিচ্ছে মণিপুরে নারী নির্যাতনের ঘটনাকে ৷ চলতি সপ্তাহেই সে রাজ্যে যেতে পারে 26টি বিরোধী দলের জোটের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ৷ মণিপুরের ঘটনা নিয়ে আজ লোকসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে 'ইন্ডিয়া' জোট ৷ তাই মণিপুরের ঢাল হিসাবে পাকুয়াহাটের ঘটনাকে বিজেপি যে সামনে আনার চেষ্টা করে যাবে, তা প্রথম থেকেই বোঝা গিয়েছিল ৷ বাস্তবেও সেটাই হয়েছে ৷

Khagen Murmu
সাংসদ খগেন মুর্মুর সেক্রেটারি জেনারেলকে পাঠানো চিঠির প্রথম পাতা

বিষয়টি নিয়ে দিল্লি থেকে সাংসদ খগেন মুর্মু বলেন, "পাকুয়াহাটের ঘটনায় মালদার পুলিশ সুপারের ভূমিকা নিয়ে আমি লোকসভার স্পিকার ওম বিড়লাকে অভিযোগ জানাই ৷ ওই ঘটনার পর আমি পুলিশ সুপারকে সাতবার ফোন করি ৷ কিন্তু তিনি ফোন ধরেননি ৷ পুলিশ সুপারের দফতরে গিয়ে তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম ৷ কিন্তু আমাকে তাঁর দফতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি ৷ 22 জুলাই দুপুর দু'টো থেকে পরদিন বেলা তিনটে পর্যন্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করার জন্য তাঁর দফতরের সামনে ধরনায় বসি ৷ তবু তিনি আমার সঙ্গে দেখা করেননি ৷ তিনি আমার সঙ্গে দেখা না করে কার্যত লোকসভাকেই অপমান করেছেন ৷ তাঁর এত ঔদ্ধত্য হয় কীভাবে ?"

তিনি আরও বলেন, "পুলিশ সুপারের ভূমিকা নিয়ে সোমবার আমি লোকসভার স্পিকারকে প্রথমে মৌখিক অভিযোগ জানিয়েছিলাম ৷ সব শুনে তিনি আমাকে লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেন ৷ আমি তাঁর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি ৷ তার সঙ্গে পাকুয়াহাটের ঘটনা যাতে সংবিধানের 193 নম্বর ধারা অনুযায়ী লোকসভায় উত্থাপন করা হয়, তার জন্য লোকসভার সেক্রেটারি জেনারেলকেও চিঠি পাঠিয়েছি ৷"

আরও পড়ুন : পাকুয়াহাটের ঘটনায় রাতভর পুলিশ সুপারের দফতর ঘেরাও বিজেপির

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.