ETV Bharat / state

মালদায় কোরোনা আক্রান্তের সংখ্যা 300 ছাড়াল

মালদা জেলায় আরও 51 জনের শরীরে মিলল কোরোনা সংক্রমণের হদিস। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 300 ছাড়াল।

more than 300 people tested corona positive in malda
more than 300 people tested corona positive in malda
author img

By

Published : Jun 14, 2020, 5:25 PM IST

Updated : Jun 14, 2020, 6:49 PM IST

মালদা, 14 জুন: মালদা জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 300 ছাড়াল। গতকাল নতুন করে আরও 51 জনের দেহে কোরোনা সংক্রমণের হদিস মেলে। এই নিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 312। আক্রান্তদের কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি বিভাগে 487 জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে 66 জনের লালারসের নমুনায় কোরোনার হদিস মিলেছে। 25 জনের লালারসের নমুনা পরীক্ষা চলছে। আক্রান্তদের মধ্যে 51 জন মালদার বাসিন্দা। আটজন উত্তর দিনাজপুরের ও বাকি সাতজন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা।

জেলার আক্রান্তদের মধ্যে গাজোল ব্লকের 38 জন, হবিবপুর ব্লকের 1 জন, মানিকচক ব্লকের 4 জন, ইংরেজবাজার ব্লকের 1 জন, চাঁচল 1 ও 2 ব্লকের 5 জন রয়েছেন। পুরাতন মালদা, রতুয়া 1 ব্লকের একজন করে সংক্রমিত হয়েছেন।

একদিনে জেলায় সর্বাধিক সংক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়ে। মালদা মেডিকেল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মালদা মেডিকেলে 25 হাজার 975 জনের লালারসের নমুনার পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে 507 জনের লালারসের নমুনার রিপোর্ট পজ়িটিভ এসেছে। গতকাল পর্যন্ত মালদা মেডিকেলে ব্যাকলগের সংখ্যা 74।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী জানান, “জেলায় নতুন করে 51 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সকলকে এখনও চিহ্নিত করা যায়নি। প্রতিটি ব্লকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত কোরোনা সংক্রমিতদের আইসোলেশন সেন্টার কিংবা কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হবে।”

মালদা, 14 জুন: মালদা জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 300 ছাড়াল। গতকাল নতুন করে আরও 51 জনের দেহে কোরোনা সংক্রমণের হদিস মেলে। এই নিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 312। আক্রান্তদের কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি বিভাগে 487 জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে 66 জনের লালারসের নমুনায় কোরোনার হদিস মিলেছে। 25 জনের লালারসের নমুনা পরীক্ষা চলছে। আক্রান্তদের মধ্যে 51 জন মালদার বাসিন্দা। আটজন উত্তর দিনাজপুরের ও বাকি সাতজন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা।

জেলার আক্রান্তদের মধ্যে গাজোল ব্লকের 38 জন, হবিবপুর ব্লকের 1 জন, মানিকচক ব্লকের 4 জন, ইংরেজবাজার ব্লকের 1 জন, চাঁচল 1 ও 2 ব্লকের 5 জন রয়েছেন। পুরাতন মালদা, রতুয়া 1 ব্লকের একজন করে সংক্রমিত হয়েছেন।

একদিনে জেলায় সর্বাধিক সংক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়ে। মালদা মেডিকেল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মালদা মেডিকেলে 25 হাজার 975 জনের লালারসের নমুনার পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে 507 জনের লালারসের নমুনার রিপোর্ট পজ়িটিভ এসেছে। গতকাল পর্যন্ত মালদা মেডিকেলে ব্যাকলগের সংখ্যা 74।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী জানান, “জেলায় নতুন করে 51 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সকলকে এখনও চিহ্নিত করা যায়নি। প্রতিটি ব্লকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত কোরোনা সংক্রমিতদের আইসোলেশন সেন্টার কিংবা কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হবে।”

Last Updated : Jun 14, 2020, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.