ETV Bharat / state

ভরা বাজারে মোবাইল কেড়ে দৌড়, অভিযুক্তকে গণধোলাই

ক্ষিপ্ত জনতার রোষ আছড়ে পড়ে ওই যুবকের উপর ৷ বেধড়ক মারধর করা হয় তাকে ৷ খবর পেয়ে ঘটনাস্থান থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় চাঁচল থানার পুলিশ ৷

চাঁচল বাজারে ধরা পড়ল চোর
চাঁচল বাজারে ধরা পড়ল চোর
author img

By

Published : Oct 22, 2020, 5:55 PM IST

মালদা, 22 অক্টোবর : ভরা বাজারে এক ব্যক্তির হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে দৌড় চোরের ৷ তবে শেষরক্ষা হল না ৷ ধরে পড়ে জুটল বেধড়ক মারধর ৷ ঘটনাটি চাঁচলের ৷ আপাতত তাকে নিজেদের হেপাজতে নিয়েছে চাঁচল থানার পুলিশ ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, উৎসব মরশুমে এলাকায় দুষ্কৃতী দমনে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ তবে এ সব বন্ধ করতে মানুষকেও সতর্ক থাকতে হবে ৷

আজ সকালে চাঁচল দৈনিক বাজারে ক্লাবের দুর্গাপুজোর বাজার করতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সমীর ভট্টাচার্য ৷ তিনি বলেন, "বাজার করার সময় ক্লাবের এক সদস্য আমাকে ফোন করে ৷ আমি মোবাইলে কথা বলছিলাম ৷ তখনই একটি ছেলে ফোনটা কেড়ে দৌড়ে পালিয়ে যায় ৷ সঙ্গে সঙ্গে আমি চিৎকার শুরু করি ৷ বাজারের লোকজনও ওই ছেলেটিকে তাড়া করে ৷ শেষে চাঁচল বাসস্ট্যান্ডে সে ধরা পড়ে ৷ তখন অবশ্য তার হাতে আমার মোবাইল ফোনটি ছিল না ৷ ততক্ষণে সে ফোন পাচার করে দিয়েছিল ৷ তাকে চেপে ধরা হলে সে একজনকে ফোন করে ৷ সেখানে উপস্থিত হয় একটি বাচ্চা ছেলে ৷ তার কাছ থেকে আমার মোবাইল ফোনটি উদ্ধার হয় ৷ বাচ্চাটির হাতে আরও তিনটি মোবাইল ফোন ছিল ৷ আমাদের ধারণা, সে সব তারা চুরি করেছে ৷ আমরা দু’জনকেই চাঁচল থানার পুলিশের হাতে তুলে দিয়েছি ৷"

এদিকে ভরা বাজারে হাতেনাতে মোবাইল চোর ধরা পড়ায় ক্ষিপ্ত জনতার রোষ আছড়ে পড়ে ওই যুবকের উপর ৷ তাকে বেধড়ক মারধর করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থান থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় চাঁচল থানার পুলিশ ৷ চাঁচল থানার IC সুকুমার ঘোষ জানিয়েছেন, "ওই যুবককে আটক করা হয়েছে ৷ তাকে জেরা করে আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে কি না তা জানার চেষ্টা চলছে ৷ পুজোর মুখে মানুষের নিরাপত্তার জন্য আমরা সবরকম ব্যবস্থা নিয়েছি ৷ তবে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বন্ধ করতে মানুষকেও সতর্ক থাকতে হবে ৷"

মালদা, 22 অক্টোবর : ভরা বাজারে এক ব্যক্তির হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে দৌড় চোরের ৷ তবে শেষরক্ষা হল না ৷ ধরে পড়ে জুটল বেধড়ক মারধর ৷ ঘটনাটি চাঁচলের ৷ আপাতত তাকে নিজেদের হেপাজতে নিয়েছে চাঁচল থানার পুলিশ ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, উৎসব মরশুমে এলাকায় দুষ্কৃতী দমনে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ তবে এ সব বন্ধ করতে মানুষকেও সতর্ক থাকতে হবে ৷

আজ সকালে চাঁচল দৈনিক বাজারে ক্লাবের দুর্গাপুজোর বাজার করতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সমীর ভট্টাচার্য ৷ তিনি বলেন, "বাজার করার সময় ক্লাবের এক সদস্য আমাকে ফোন করে ৷ আমি মোবাইলে কথা বলছিলাম ৷ তখনই একটি ছেলে ফোনটা কেড়ে দৌড়ে পালিয়ে যায় ৷ সঙ্গে সঙ্গে আমি চিৎকার শুরু করি ৷ বাজারের লোকজনও ওই ছেলেটিকে তাড়া করে ৷ শেষে চাঁচল বাসস্ট্যান্ডে সে ধরা পড়ে ৷ তখন অবশ্য তার হাতে আমার মোবাইল ফোনটি ছিল না ৷ ততক্ষণে সে ফোন পাচার করে দিয়েছিল ৷ তাকে চেপে ধরা হলে সে একজনকে ফোন করে ৷ সেখানে উপস্থিত হয় একটি বাচ্চা ছেলে ৷ তার কাছ থেকে আমার মোবাইল ফোনটি উদ্ধার হয় ৷ বাচ্চাটির হাতে আরও তিনটি মোবাইল ফোন ছিল ৷ আমাদের ধারণা, সে সব তারা চুরি করেছে ৷ আমরা দু’জনকেই চাঁচল থানার পুলিশের হাতে তুলে দিয়েছি ৷"

এদিকে ভরা বাজারে হাতেনাতে মোবাইল চোর ধরা পড়ায় ক্ষিপ্ত জনতার রোষ আছড়ে পড়ে ওই যুবকের উপর ৷ তাকে বেধড়ক মারধর করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থান থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় চাঁচল থানার পুলিশ ৷ চাঁচল থানার IC সুকুমার ঘোষ জানিয়েছেন, "ওই যুবককে আটক করা হয়েছে ৷ তাকে জেরা করে আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে কি না তা জানার চেষ্টা চলছে ৷ পুজোর মুখে মানুষের নিরাপত্তার জন্য আমরা সবরকম ব্যবস্থা নিয়েছি ৷ তবে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বন্ধ করতে মানুষকেও সতর্ক থাকতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.