মালদা, 11 মে : জোড়া দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে মালদায় ফিরলেন মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন ৷ আজ সড়কপথে তিনি কলকাতা থেকে মোথাবাড়ি এসে পৌঁছান ৷ ফরাক্কা টাউনশিপ মোড়ে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিল মালদা জেলার বহু তৃণমূল নেতা ও কর্মী ৷ মিছিল করে তাঁরা সাবিনাকে এলাকায় নিয়ে যান ৷ মিছিল এত দীর্ঘ ছিল যে, মিনিট পনেরোর পথ আসতে ঘণ্টা খানেক সময় লেগে যায় ৷
এবারের নির্বাচনে মালদা জেলায় অসাধারণ ফল করেছে তৃণমূল ৷ মালদায় শূন্য থেকে একলাফে আটটি আসন পেয়েছে শাসকদল ৷ ফলে জেলার তৃণমূল নেতৃত্ব ভেবেছিল এই অভূতপূর্ব সাফল্যের পুরস্কার হিসাবে তিনজনকে মালদা থেকে মন্ত্রী করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু সেই আশা পূরণ হয়নি ৷ কোনও পূর্ণমন্ত্রী জেলা থেকে করেননি মুখ্যমন্ত্রী ৷ তাঁর মন্ত্রিসভায় জেলা থেকে একটিই মুখ, সাবিনা ইয়াসমিন ৷ অন্য সবাইকে ছেড়ে সাবিনাকে তিনি সেচ ও জল পরিবহণ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী করেছেন ৷ আর সেই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী ৷ তবে, প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেও মন্ত্রী হিসাবে তিনি কাজ করতে পারবেন বলেই মনে করছেন মোথাবাড়ির বিধায়ক ৷
আরও পড়ুন : মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বাড়াতে কেন্দ্রকে চিঠি রাজ্যের
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হতে পেরে খুব খুশি সাবিনা ইয়াসমিন ৷ আজ মালদায় ফিরে সাবিনা বলেন, “আমার মন্ত্রিত্ব প্রাপ্তিতে মোথাবাড়ি সহ মালদা জেলার মানুষ খুব খুশি ৷ মানুষের খুশিতে আমিও খুশি ৷ তবে কাজ করার জন্যই আমি মন্ত্রী হয়েছি ৷ মালদার বেশ কিছু কাজ বিভিন্ন কারণে আটকে রয়েছে ৷ সেগুলির জট ছাড়াতে হবে ৷ এই জেলায় বন্যা ও ভাঙনের সমস্যা রয়েছে ৷ ভাঙন রোধের জন্য কী করা যায়, তা দেখব ৷ আর আমার মাথার উপর খোদ মুখ্যমন্ত্রী রয়েছেন ৷ দিদির অধীনে কাজ করাটাও আমার পক্ষে সুবিধের হবে ৷ তিনি আমার উপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা আমাকে দিতেই হবে’’ ৷