ETV Bharat / state

জোড়া দফতরের প্রতিমন্ত্রী হয়ে মালদার উন্নয়ন পাখির চোখ সাবিনা ইয়াসমিনের - মালদা

মালদায় শূন্য থেকে একলাফে আটটি আসন পেয়েছে শাসকদল ৷ তার পুরস্কার স্বরূপ মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেই সঙ্গে সেচ ও জল পরিবহণ দফতরের প্রতিমন্ত্রীও করা হয়েছে তাঁকে ৷

mla of mothabari Sabina Yasmin became the state minister of the two department of west bengal government
জোড়া দফতরের প্রতিমন্ত্রী হয়ে মালদার উন্নয়ন পাখির চোখ সাবিনা ইয়াসমিনের
author img

By

Published : May 11, 2021, 6:16 PM IST

মালদা, 11 মে : জোড়া দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে মালদায় ফিরলেন মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন ৷ আজ সড়কপথে তিনি কলকাতা থেকে মোথাবাড়ি এসে পৌঁছান ৷ ফরাক্কা টাউনশিপ মোড়ে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিল মালদা জেলার বহু তৃণমূল নেতা ও কর্মী ৷ মিছিল করে তাঁরা সাবিনাকে এলাকায় নিয়ে যান ৷ মিছিল এত দীর্ঘ ছিল যে, মিনিট পনেরোর পথ আসতে ঘণ্টা খানেক সময় লেগে যায় ৷

এবারের নির্বাচনে মালদা জেলায় অসাধারণ ফল করেছে তৃণমূল ৷ মালদায় শূন্য থেকে একলাফে আটটি আসন পেয়েছে শাসকদল ৷ ফলে জেলার তৃণমূল নেতৃত্ব ভেবেছিল এই অভূতপূর্ব সাফল্যের পুরস্কার হিসাবে তিনজনকে মালদা থেকে মন্ত্রী করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু সেই আশা পূরণ হয়নি ৷ কোনও পূর্ণমন্ত্রী জেলা থেকে করেননি মুখ্যমন্ত্রী ৷ তাঁর মন্ত্রিসভায় জেলা থেকে একটিই মুখ, সাবিনা ইয়াসমিন ৷ অন্য সবাইকে ছেড়ে সাবিনাকে তিনি সেচ ও জল পরিবহণ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী করেছেন ৷ আর সেই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী ৷ তবে, প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেও মন্ত্রী হিসাবে তিনি কাজ করতে পারবেন বলেই মনে করছেন মোথাবাড়ির বিধায়ক ৷

আরও পড়ুন : মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বাড়াতে কেন্দ্রকে চিঠি রাজ্যের

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হতে পেরে খুব খুশি সাবিনা ইয়াসমিন ৷ আজ মালদায় ফিরে সাবিনা বলেন, “আমার মন্ত্রিত্ব প্রাপ্তিতে মোথাবাড়ি সহ মালদা জেলার মানুষ খুব খুশি ৷ মানুষের খুশিতে আমিও খুশি ৷ তবে কাজ করার জন্যই আমি মন্ত্রী হয়েছি ৷ মালদার বেশ কিছু কাজ বিভিন্ন কারণে আটকে রয়েছে ৷ সেগুলির জট ছাড়াতে হবে ৷ এই জেলায় বন্যা ও ভাঙনের সমস্যা রয়েছে ৷ ভাঙন রোধের জন্য কী করা যায়, তা দেখব ৷ আর আমার মাথার উপর খোদ মুখ্যমন্ত্রী রয়েছেন ৷ দিদির অধীনে কাজ করাটাও আমার পক্ষে সুবিধের হবে ৷ তিনি আমার উপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা আমাকে দিতেই হবে’’ ৷

মালদা, 11 মে : জোড়া দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে মালদায় ফিরলেন মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন ৷ আজ সড়কপথে তিনি কলকাতা থেকে মোথাবাড়ি এসে পৌঁছান ৷ ফরাক্কা টাউনশিপ মোড়ে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিল মালদা জেলার বহু তৃণমূল নেতা ও কর্মী ৷ মিছিল করে তাঁরা সাবিনাকে এলাকায় নিয়ে যান ৷ মিছিল এত দীর্ঘ ছিল যে, মিনিট পনেরোর পথ আসতে ঘণ্টা খানেক সময় লেগে যায় ৷

এবারের নির্বাচনে মালদা জেলায় অসাধারণ ফল করেছে তৃণমূল ৷ মালদায় শূন্য থেকে একলাফে আটটি আসন পেয়েছে শাসকদল ৷ ফলে জেলার তৃণমূল নেতৃত্ব ভেবেছিল এই অভূতপূর্ব সাফল্যের পুরস্কার হিসাবে তিনজনকে মালদা থেকে মন্ত্রী করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু সেই আশা পূরণ হয়নি ৷ কোনও পূর্ণমন্ত্রী জেলা থেকে করেননি মুখ্যমন্ত্রী ৷ তাঁর মন্ত্রিসভায় জেলা থেকে একটিই মুখ, সাবিনা ইয়াসমিন ৷ অন্য সবাইকে ছেড়ে সাবিনাকে তিনি সেচ ও জল পরিবহণ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী করেছেন ৷ আর সেই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী ৷ তবে, প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেও মন্ত্রী হিসাবে তিনি কাজ করতে পারবেন বলেই মনে করছেন মোথাবাড়ির বিধায়ক ৷

আরও পড়ুন : মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বাড়াতে কেন্দ্রকে চিঠি রাজ্যের

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য হতে পেরে খুব খুশি সাবিনা ইয়াসমিন ৷ আজ মালদায় ফিরে সাবিনা বলেন, “আমার মন্ত্রিত্ব প্রাপ্তিতে মোথাবাড়ি সহ মালদা জেলার মানুষ খুব খুশি ৷ মানুষের খুশিতে আমিও খুশি ৷ তবে কাজ করার জন্যই আমি মন্ত্রী হয়েছি ৷ মালদার বেশ কিছু কাজ বিভিন্ন কারণে আটকে রয়েছে ৷ সেগুলির জট ছাড়াতে হবে ৷ এই জেলায় বন্যা ও ভাঙনের সমস্যা রয়েছে ৷ ভাঙন রোধের জন্য কী করা যায়, তা দেখব ৷ আর আমার মাথার উপর খোদ মুখ্যমন্ত্রী রয়েছেন ৷ দিদির অধীনে কাজ করাটাও আমার পক্ষে সুবিধের হবে ৷ তিনি আমার উপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা আমাকে দিতেই হবে’’ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.