ETV Bharat / state

শওহরের দ্বিতীয় নিকাহ রুখতে ধরনায় বিবি

author img

By

Published : Jul 26, 2019, 10:24 PM IST

দ্বিতীয় নিকাহের প্রস্তুতি নিচ্ছে শওহর ৷ বিয়ে আটকাতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেছেন বিবি ৷ অভিযোগ দায়ের করেছেন থানায় ৷

সোনিয়া খাতুন

মালদা, ২৬ জুলাই : বিবিকে লুকিয়ে দ্বিতীয় নিকাহ করার পরিকল্পনা নিয়েছিল শওহর ওয়াসিম আখতার ৷ সেকথা জানতে পেরেই সোজা মোতাবাড়ি থানার কমলপুরে শ্বশুরবাড়িতে চলে আসে বিবি সোনিয়া খাতুন ৷ কিন্তু তাঁকে বাড়িতে ঢুকতে দেননি শওহর কিংবা তাঁর শ্বশুরবাড়ির কেউ ৷ শওহরের দ্বিতীয় নিকাহ আটকাতে শেষ পর্যন্ত শ্বশুরবাড়ির গেটে ধরনায় বসেছেন বিবি ৷ অভিযোগ দায়ের করেছেন মোথাবাড়ি থানাতেও৷

ঝামেলা মেটাতে গ্রামবাসীদের উদ্যোগে বসে সালিশি সভা ৷ সভায় উপস্থিত রথবাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঋষি জানিয়েছেন, এই ইশুতে এলাকার মানুষ সোনিয়ার পক্ষে৷ ওয়াসিম কিংবা তাঁর পরিবারের সদস্যরা যা করতে চলেছেন তা অন্যায়৷ তাঁরা এই অন্যায় কাজকে প্রশ্রয় দেবেন না৷ শওহর ও তাঁর পরিবারের সদস্যরা সভার রায় মৌখিকভাবে মেনে নিলেও এখনও পর্যন্ত সোনিয়াকে বাড়িতে ঢুকতে দেননি ৷

গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে মোথাবাড়ি থানার পুলিশ ৷ সোনিয়াকে বাড়িতে ঢুকতে না দিলে ওয়াসিম আখতারকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন মোথাবাড়ি থানার OC সোমজিৎ মল্লিক ৷

বাবলা কমলপুর গ্রামের বাসিন্দা ওয়াসিম আখতার পেশায় বেসরকারি সংস্থার কর্মী ৷ কর্মসূত্রে তিনি দীর্ঘদিন বেঙ্গালুরুতে ছিলেন৷ সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় নদিয়ার বাসিন্দা সোনিয়া খাতুনের ৷ দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ 2014 সালের 29 জুন তাঁরা নিকাহ করেন ৷ তাঁদের কোনও সন্তান হয়নি৷

পারিবারিক কারণে 2018 সালে ওয়াসিম নিজের বাড়িতে ফিরে আসেন৷ শওহরের সঙ্গে শ্বশুরবাড়িতে চলে আসেন সোনিয়াও৷ কিন্তু সন্তান না হওয়ার জন্য শ্বশুরবাড়ির সদস্যরা সোনিয়াকে মানসিক নির্যাতন করতে শুরু করেন বলে অভিযোগ৷ পুলিশকে সোনিয়া জানিয়েছেন, সেই নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আব্বার বাড়ি চলে যেতে বাধ্য হন ৷ তারপর থেকে শওহর বা শ্বশুরবাড়ির কেউ তাঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি ৷

wife sat on dharna
তখন সুখের সময় ৷ এক সাথে সোনিয়া ও ওয়াসিম ৷

শওহরের সঙ্গে সংসার করার জন্য দু'বার শ্বশুরবাড়ি এসেছিলেন সোনিয়া৷ অভিযোগ শ্বশুরবাড়ি থেকে দু'বারই তাঁকে তাড়িয়ে দেওয়া হয়৷ সম্প্রতি তিনি জানতে পারেন, ওয়াসিম ফের নিকাহে‌র প্রস্তুতি নিচ্ছে৷ তাই আজ ভোরে শ্বশুরবাড়ি চলে আসেন৷ ফের তাঁকে তাড়িয়ে দেওয়া হয় ৷ শেষ পর্যন্ত তিনি মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন । তারপর শওহরের বাড়ির সামনে ধরনায় বসেন ৷

যদিও এনিয়ে মুখে কুলুপ এঁটেছেন ওয়াসিম ও তাঁর আব্বা গোলাম মোস্তাফা৷

মালদা, ২৬ জুলাই : বিবিকে লুকিয়ে দ্বিতীয় নিকাহ করার পরিকল্পনা নিয়েছিল শওহর ওয়াসিম আখতার ৷ সেকথা জানতে পেরেই সোজা মোতাবাড়ি থানার কমলপুরে শ্বশুরবাড়িতে চলে আসে বিবি সোনিয়া খাতুন ৷ কিন্তু তাঁকে বাড়িতে ঢুকতে দেননি শওহর কিংবা তাঁর শ্বশুরবাড়ির কেউ ৷ শওহরের দ্বিতীয় নিকাহ আটকাতে শেষ পর্যন্ত শ্বশুরবাড়ির গেটে ধরনায় বসেছেন বিবি ৷ অভিযোগ দায়ের করেছেন মোথাবাড়ি থানাতেও৷

ঝামেলা মেটাতে গ্রামবাসীদের উদ্যোগে বসে সালিশি সভা ৷ সভায় উপস্থিত রথবাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঋষি জানিয়েছেন, এই ইশুতে এলাকার মানুষ সোনিয়ার পক্ষে৷ ওয়াসিম কিংবা তাঁর পরিবারের সদস্যরা যা করতে চলেছেন তা অন্যায়৷ তাঁরা এই অন্যায় কাজকে প্রশ্রয় দেবেন না৷ শওহর ও তাঁর পরিবারের সদস্যরা সভার রায় মৌখিকভাবে মেনে নিলেও এখনও পর্যন্ত সোনিয়াকে বাড়িতে ঢুকতে দেননি ৷

গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে মোথাবাড়ি থানার পুলিশ ৷ সোনিয়াকে বাড়িতে ঢুকতে না দিলে ওয়াসিম আখতারকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন মোথাবাড়ি থানার OC সোমজিৎ মল্লিক ৷

বাবলা কমলপুর গ্রামের বাসিন্দা ওয়াসিম আখতার পেশায় বেসরকারি সংস্থার কর্মী ৷ কর্মসূত্রে তিনি দীর্ঘদিন বেঙ্গালুরুতে ছিলেন৷ সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় নদিয়ার বাসিন্দা সোনিয়া খাতুনের ৷ দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ 2014 সালের 29 জুন তাঁরা নিকাহ করেন ৷ তাঁদের কোনও সন্তান হয়নি৷

পারিবারিক কারণে 2018 সালে ওয়াসিম নিজের বাড়িতে ফিরে আসেন৷ শওহরের সঙ্গে শ্বশুরবাড়িতে চলে আসেন সোনিয়াও৷ কিন্তু সন্তান না হওয়ার জন্য শ্বশুরবাড়ির সদস্যরা সোনিয়াকে মানসিক নির্যাতন করতে শুরু করেন বলে অভিযোগ৷ পুলিশকে সোনিয়া জানিয়েছেন, সেই নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আব্বার বাড়ি চলে যেতে বাধ্য হন ৷ তারপর থেকে শওহর বা শ্বশুরবাড়ির কেউ তাঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি ৷

wife sat on dharna
তখন সুখের সময় ৷ এক সাথে সোনিয়া ও ওয়াসিম ৷

শওহরের সঙ্গে সংসার করার জন্য দু'বার শ্বশুরবাড়ি এসেছিলেন সোনিয়া৷ অভিযোগ শ্বশুরবাড়ি থেকে দু'বারই তাঁকে তাড়িয়ে দেওয়া হয়৷ সম্প্রতি তিনি জানতে পারেন, ওয়াসিম ফের নিকাহে‌র প্রস্তুতি নিচ্ছে৷ তাই আজ ভোরে শ্বশুরবাড়ি চলে আসেন৷ ফের তাঁকে তাড়িয়ে দেওয়া হয় ৷ শেষ পর্যন্ত তিনি মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন । তারপর শওহরের বাড়ির সামনে ধরনায় বসেন ৷

যদিও এনিয়ে মুখে কুলুপ এঁটেছেন ওয়াসিম ও তাঁর আব্বা গোলাম মোস্তাফা৷

Intro:মালদা, ২৬ জুলাই : বিবিকে লুকিয়ে দ্বিতীয় নিকাহ্‌ করার পরিকল্পনা নিয়েছিলেন শওহর৷ সেকথা জানতে পেরেই সোজা শ্বশুরবাড়িতে চলে আসেন বিবি৷ কিন্তু তাঁকে বাড়িতে ঢুকতে দেননি শওহর কিংবা তাঁর শ্বশুরবাড়ির কেউ৷ শওহরের দ্বিতীয় নিকাহ্‌ আটকাতে শেষ পর্যন্ত শ্বশুরবাড়ির গেটে ধরনায় বসেন বিবি৷ অভিযোগ দায়ের করেন স্থানীয় থানাতেও৷ এদিকে পুলিশের আগেই এই ঝামেলা মেটাতে তৎপর হয় গ্রামবাসীরা৷ তাদের উদ্যোগে বিকেলে থানার অদূরে বসে সালিশি সভা৷ সেই সভায় সিদ্ধান্ত হয়, বিবি থাকতেও দ্বিতীয় নিকাহ্‌ করার উদ্যোগ নিয়ে ভুল করেছেন শওহর৷ তাঁকে প্রথম বিবির সঙ্গেই ঘর করতে হবে৷ শওহর কিংবা তাঁর পরিবারের সদস্যরা সভায় রায় মৌখিকভাবে মেনে নিলেও এখনও পর্যন্ত বিবিকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি৷ গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রেখেছে পুলিশ৷ বিবিকে ঘরে না তুললে শওহরকে গ্রেফতার করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন থানার ওসি৷ গোটা ঘটনা নিয়ে আজ কৌতুহল ছড়িয়েছে কালিয়াচক ২ ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা কমলপুর গ্রামে৷Body:         মোথাবাড়ি থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবলা কমলপুর গ্রামের বাসিন্দা ওয়াসিম আখতার পেশায় বেসরকারি সংস্থার কর্মী৷ কর্মসূত্রে তিনি দীর্ঘদিন বেঙ্গালুরুতে ছিলেন৷ সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় নদীয়ার বাসিন্দা সোনিয়া খাতুনের৷ সোনিয়াও বেঙ্গালুরুর ওই একই সংস্থায় কাজ করতেন৷ দু'জনের মধ্যে একসময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ শেষ পর্যন্ত ২০১৪ সালের ২৯ জুন তাঁরা দু'জন নিকাহ্‌ করেন৷ বেঙ্গালুরুতেই একসঙ্গে থাকতেন তাঁরা৷ তাঁদের কোনও সন্তান হয়নি৷ কিন্তু পারিবারিক কারণে ২০১৮ সালে ওয়াসিম নিজের বাড়িতে ফিরে আসেন৷          শওহরের সঙ্গে শ্বশুরবাড়িতে চলে আসেন সোনিয়াও৷ কিন্তু সন্তান না হওয়ার জন্য শ্বশুরবাড়ির সদস্যরা সোনিয়াকে নানা কথা শোনাতে শুরু করেন বলে অভিযোগ৷ তাঁরা নাকি সোনিয়ার উপর মানসিক নির্যাতনও শুরু করেন৷ মোথাবাড়ি থানার পুলিশকে সোনিয়া জানিয়েছেন, সেই নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আব্বার ঘরে চলে যেতে বাধ্য হন৷ তারপর থেকে তাঁর শওহর কিংবা শ্বশুরবাড়ির কেউ তাঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি৷ তবু তিনি শওহরের সঙ্গে সংসার করার জন্য দু'বার শ্বশুরবাড়ি এসেছিলেন৷ কিন্তু তাঁকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি৷ দু'বারই দুর্ব্যবহার করে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়৷ সম্প্রতি তিনি জানতে পারেন, ওয়াসিম ফের নিকাহে্‌র প্রস্তুতি নিচ্ছে৷ সেকথা জানতে পেরেই তিনি আজ ভোরে শ্বশুরবাড়ি চলে আসেন৷ ফের তাঁকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয়৷ শ্বশুরবাড়ির গেট বন্ধ করে দেওয়া হয়৷ শেষ পর্যন্ত তিনি মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন৷ শওহরের বাড়ির গেটে ধরনায় বসেন৷
         সোনিয়ার কাহিনি ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় কৌতুহল ছড়িয়ে পড়ে৷ গ্রামবাসীরাও সোনিয়ার পাশে এসে দাঁড়ান৷ তাঁরাও সাফ জানিয়ে দেন, এক বিবি থাকতে তাঁরা কেউ ওয়াসিমের দ্বিতীয় নিকাহ্‌ মেনে নেবেন না৷ এরপরেই গ্রামবাসীরা পুলিশ প্রশাসনকে জানিয়ে সামাজিকভাবে এই ঝামেলার মীমাংসা করার চেষ্টা করেন৷ থানার অদূরে বসে গ্রাম্য সালিশি সভা৷ সভায় সিদ্ধান্ত হয়, প্রথম বিবি থাকতে ওয়াসিমের দ্বিতীয় নিকাহ্‌ কিছুতেই মেনে নেওয়া হবে না৷ সভায় উপস্থিত রথবাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঋষি জানিয়েছেন, এই ইশ্যুতে এলাকার সমাজ সোনিয়ার পক্ষে৷ ওয়াসিম কিংবা তাঁর পরিবারের সদস্যরা যা করতে চলেছেন তা অন্যায়৷ তাঁরা এই অন্যায় কাজকে প্রশ্রয় দেবেন না৷ তাঁরা সামাজিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন৷ ওয়াসিম ও তাঁর বাড়ির লোকজন মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন, সোনিয়াকে তাঁরা ঘরে তুলে নেবেন৷ তবে এখনও তা করা হয়নি৷ তাঁরা এখনও অপেক্ষা করছেন৷ এদিকে মোথাবাড়ি থানার ওসি সোমজিৎ মল্লিক জানিয়েছেন, এলাকার মানুষজন সামাজিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করছে৷ তাঁরা ঘটনাবলির উপর নজর রাখছেন৷ সোনিয়াকে তাঁর শ্বশুরবাড়িতে ঢুকতে দেওয়া না হলে প্রয়োজনে ওয়াসিমকে গ্রেফতার করা হবে৷Conclusion:         যদিও এনিয়ে মুখে এখনও কুলুপ এঁটে রয়েছেন ওয়াসিম কিংবা তাঁর আব্বা গোলাম মোস্তাফা৷ তবে প্রশ্ন উঠেছে, লোকসভায় তিন তালাক বিল পাশ হলেও বাবলা কমলপুর গ্রামের মতো প্রত্যন্ত এলাকায় কি এখনই তার কোনও প্রভাব পড়বে?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.