মালদা, 1 ফেব্রুয়ারি: আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, তাতে বিভিন্ন সামগ্রীর দাম বেড়েছে বা কমেছে ৷ মূলত এর দিকেই নজর থাকে আমআদমির ৷ তবে বাজেটে সেভাবে কর্মসংস্থানের দিশা দেখানো হয়নি বলে দাবি করছেন অর্থনীতিবিদদের একাংশ ৷ আবার আয়কর সীমা বাড়িয়ে নির্মলা সীতারমন মধ্যবিত্তদের কাছে পৌঁছনোর চেষ্টা করেছেন ৷ ব্যাংকে সেভিংসের ক্ষেত্রে মহিলাদের কিছুটা সুবিধে দিয়ে পৌঁছনোর চেষ্টা করেছেন হেঁশেলেও ৷ অর্থাৎ সরাসরি না হলেও এবারের বাজেটের অনেকটা অংশ জুড়েই রয়েছে চব্বিশের লোকসভা নির্বাচন ৷ তেমনটাই ধারণা করছেন মালদাবাসীর একাংশ (Reaction on Union Budget 2023) ৷
কেন্দ্রীয় বাজেট 2023: আজ বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2023) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) ৷ আগেই অনুমান করা হয়েছিল, চব্বিশের লোকসভা ভোটকে সামনে রেখে এবার বাজেট পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ বাজেট বক্তৃতার শুরুতেই বিশ্বের আঙিনায় দেশের বর্তমান অর্থনীতির অবস্থান নিয়ে প্রশংসা করেন লন্ডন স্কুল অফ ইকনমিক্সের এই ছাত্রী ৷
তিনি জানিয়ে দেন, দেশের অর্থনীতি সুদৃঢ় করতে তাঁর আর্থিক সংস্কার নীতি বহাল থাকবে ৷ এবারের বাজেটকে 'সপ্তঋষির বাজেট' আখ্যা দিয়েছেন তিনি ৷ জোর দেওয়া হয়েছে সাতটি ক্ষেত্রে ৷ সমাজের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের দিকে নজর দিয়ে এই বাজেট তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী ৷ বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির মানুষজনের দিকে নজর রেখে এবারের বাজেট তৈরি করা হয়েছে বলে তাঁর দাবি ৷
বণিকসভার প্রতিক্রিয়া: এবারের কেন্দ্রীয় বাজেট নিয়ে জেলার বণিকসভা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু ইটিভি ভারতকে বলেন, "আজ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আয়করের ঊর্ধ্বসীমা পাঁচ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছেন ৷ পরবর্তী স্ল্যাবগুলিতে পাঁচ থেকে 30 শতাংশ পর্যন্ত কর ধার্য করা হয়েছে ৷ করের এমন পরিকাঠামোয় মধ্যবিত্ত মানুষের সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীরাও উপকৃত হবেন ৷ আমরা আশা করেছিলাম, এবারের কেন্দ্রীয় বাজেটে আয়করে একটা বড় ধরনের ছাড় হবে ৷ অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় আমাদের আশা পূরণ হয়েছে ৷"
আরও পড়ুন: কর ছাড়ে আয়ের ঊর্ধ্বসীমা বেড়ে 7 লক্ষ, মধ্যবিত্তদের জন্য 'দরাজ দিল' নির্মলা
তিনি জানান, নির্মলা সীতারমন সেভিংসের ক্ষেত্রে মহিলাদের কিছু সুবিধে দিয়েছেন ৷ দেশে 157টি নতুন নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র তৈরির ঘোষণা করা হয়েছে ৷ এতে মহিলাদের একাংশের কর্মসংস্থান হবে ৷ বাজেটে নতুন কিছু প্রকল্পের ঘোষণাও করা হয়েছে ৷ এতে নিশ্চিতভাবেই কর্মসংস্থান বাড়বে ৷ কিন্তু উত্তরবঙ্গের মানুষের জন্য বাজেটে তেমন কিছুই নেই ৷ এই অঞ্চলে শিল্প স্থাপনে কোনও সুযোগ সুবিধের কথা বাজেটে বলা হয়নি ৷ এতে উত্তরবঙ্গে শিল্প স্থাপনে আগ্রহীরা হতাশ হয়েছেন ৷
জয়ন্ত বলেন, "এবারের বাজেটে রেলে বেশ কিছু নতুন প্রকল্পের কথা বলা হয়েছে ৷ আমরা আশা করব, মালদা তথা উত্তরবঙ্গের জন্যও নতুন কিছু রেল প্রকল্প ঘোষণা করা হবে ৷ এবারের বাজেটে মোবাইল ফোন, এলইডি টিভির দাম কমানোর ইঙ্গিত দেওয়া হয়েছে ৷ এটা একটা ভালো দিক ৷ তবে আমরা আশা করব, ব্যবসায়ীদের জন্য কিছু পরবর্তী ক্ষেত্রে আরও কিছু সুবিধে ঘোষণা করা হবে ৷ কারণ, জিএসটি থেকে সরকারের আর্থিক সঙ্কুলান আগের থেকে প্রচুর বৃদ্ধি পেয়েছে ৷ ব্যবসায়ীদের ব্যাংক ঋণের বিষয়টি এই বাজেটে প্রতিফলিত হয়নি ৷ এই বাজেটে আমরা খুব বেশি, তবে কর্মসংস্থানের লক্ষ্য দেখতে পাইনি ৷ তবু আমরা এই বাজেটকে ভালো বলেই আখ্যা দেব ৷"
আরও পড়ুন: মহিলা ও সিনিয়র সিটিজেনদের জন্য একগুচ্ছ ঘোষণা, মধ্যবিত্তের মন ছোঁয়ার চেষ্টা নির্মলার