ETV Bharat / state

তাজিয়ায় লাঠিখেলা দেখতে গিয়ে গুলিবিদ্ধ নাবালক - মালদায় তাজিয়ায় লাঠিখেলা দেখতে গিয়ে গুলিবিদ্ধ নাবালক

।  আজ সন্ধেবেলা মহরম উপলক্ষ্যে একটি তাজিয়া আবদুলের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল৷ পরিবারের লোকজনের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে তাজিয়া দেখছিল আবদুলও ৷ সেইসময় হঠাৎ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে । তার পরিবারের সদস্যরা দেখে, বুকের পাশে ও পায়ে গুলি লেগেছে আবদুলের৷ তড়িঘড়ি তাকে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি করা হয় ৷

তাজিয়ায় লাঠিখেলা দেখতে গিয়ে গুলিবিদ্ধ নাবালক
author img

By

Published : Sep 10, 2019, 9:19 PM IST

মালদা, 10 সেপ্টেম্বর : মহরমের তাজিয়ায় লাঠিখেলা দেখতে গিয়ে গুলিবিদ্ধ হল নাবালক৷ নাম আবদুল রাজ্জাক (7) ৷ রাতুয়ার বাহারাল গ্রাম পঞ্চায়েতের হাজিপুর গ্রামের মধ্য সাহাপুর এলাকার ঘটনা ৷ বর্তমানে সে মালদা শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন৷

আবদুল বাহারাল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র । ওই এলাকাতেই তার বাড়ি । আজ সন্ধেবেলা মহরম উপলক্ষ্যে একটি তাজিয়া আবদুলের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল৷ পরিবারের লোকজনের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে তাজিয়া দেখছিল আবদুলও ৷ সেইসময় হঠাৎ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে । তার পরিবারের সদস্যরা দেখে, বুকের পাশে ও পায়ে গুলি লেগেছে আবদুলের৷ তড়িঘড়ি তাকে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি করা হয় ৷

আবদুলের আব্বা শেখ আফসার বলেন, "বাড়ির সামনে দিয়ে মহরমের তাজিয়া বের হয়েছিল । আমরা অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে তাজিয়া দেখছিলাম৷ হঠাৎ প্রতিবেশীরা জানায়, আবদুলের গুলি লেগেছে ৷ দেখি, ওর দুটি গুলি লেগেছে৷ আমরা আবদুলকে উদ্ধার করে প্রথমে রতুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি করি৷"

খবর পেয়ে ঘটনা স্থানে যায় রাতুয়া থানার পুলিশ ৷ রতুয়া থানার OC কুণাল দাস বলেন, "এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি৷ তবে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷"

মালদা, 10 সেপ্টেম্বর : মহরমের তাজিয়ায় লাঠিখেলা দেখতে গিয়ে গুলিবিদ্ধ হল নাবালক৷ নাম আবদুল রাজ্জাক (7) ৷ রাতুয়ার বাহারাল গ্রাম পঞ্চায়েতের হাজিপুর গ্রামের মধ্য সাহাপুর এলাকার ঘটনা ৷ বর্তমানে সে মালদা শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন৷

আবদুল বাহারাল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র । ওই এলাকাতেই তার বাড়ি । আজ সন্ধেবেলা মহরম উপলক্ষ্যে একটি তাজিয়া আবদুলের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল৷ পরিবারের লোকজনের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে তাজিয়া দেখছিল আবদুলও ৷ সেইসময় হঠাৎ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে । তার পরিবারের সদস্যরা দেখে, বুকের পাশে ও পায়ে গুলি লেগেছে আবদুলের৷ তড়িঘড়ি তাকে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি করা হয় ৷

আবদুলের আব্বা শেখ আফসার বলেন, "বাড়ির সামনে দিয়ে মহরমের তাজিয়া বের হয়েছিল । আমরা অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে তাজিয়া দেখছিলাম৷ হঠাৎ প্রতিবেশীরা জানায়, আবদুলের গুলি লেগেছে ৷ দেখি, ওর দুটি গুলি লেগেছে৷ আমরা আবদুলকে উদ্ধার করে প্রথমে রতুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি করি৷"

খবর পেয়ে ঘটনা স্থানে যায় রাতুয়া থানার পুলিশ ৷ রতুয়া থানার OC কুণাল দাস বলেন, "এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি৷ তবে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷"

Intro:মালদা, ১০ সেপ্টেম্বরঃ মহরমের শোভাযাত্রায় লাঠিখেলা দেখতে গিয়ে গুলিবিদ্ধ হল ৭ বছরের এক কিশোর৷ গুলিবিদ্ধ ওই কিশোর বর্তমানে মালদা শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন৷ আজ সন্ধেয় ঘটনাটি ঘটেছে রতুয়ার বাহারাল গ্রাম পঞ্চায়েতের হাজিপুর গ্রামের মধ্য সাহাপুর এলাকায়৷ Body:গুলিবিদ্ধ কিশোরের নাম আবদুল রাজ্জাক৷ সে বাহারাল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। এলাকাতেই তার বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধেয় মহরমের একটি শোভাযাত্রা আবদুলের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল৷ পরিবারের লোকজনের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে আবদুলও মহরমের শোভাযাত্রা উপভোগ করছিল৷ শোভাযাত্রা চলাকালীন হঠাৎ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে।পরিবারের লোকজন দেখে, আবদুলের বুকের পাশে ও পায়ে গুলি লেগেছে৷ তড়িঘড়ি তাকে মালদা শহরের একটি নার্সিংহোমে নিয়ে আসা হয়৷ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন আবদুল৷ এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় পুলিশবাহিনী৷ এলাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে৷
আবদুলের আব্বা শেখ আফসার জানান, "বাড়ির সামনে দিয়ে মহরমের শোভাযাত্রা বের হয়েছিল। আমরা অন্যান্য প্রতিবেশীদের সঙ্গেই রাস্তার ধারে দাঁড়িয়ে শোভাযাত্রা দেখছিলাম৷ হঠাৎ প্রতিবেশীরা জানায়, আবদুলের গুলি লেগেছে৷ দেখি, ছেলের দুটি গুলি লেগেছে৷ আমরা আবদুলকে উদ্ধার করে প্রথমে রতুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি করি৷ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আবদুল৷"
Conclusion:রতুয়া থানার ওসি কূণাল দাস জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি৷ তবে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.