মালদা, 4 এপ্রিল: দুর্নীতির প্রশ্নে শাসকদলের সঙ্গে প্রশাসনিক কর্তাদেরও এক সুতোয় গেঁথে ফেললেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযান সফল করতে তিনি মঙ্গলবার মালদায় একাধিক সভা করছেন ৷ রতুয়ায় গিয়ে তিনি দুর্নীতির প্রশ্নে বিঁধেছেন বিডিওদেরও ৷ এদিন মীনাক্ষী এলাকার এক কংগ্রেস কর্মীর বাড়িতেও যান ৷ পুলিশ ও তৃণমূলের ভয়ে ওই কংগ্রেস কর্মী বর্তমানে ঘরছাড়া হয়ে রয়েছেন ৷
মীনাক্ষীর বলেন, "এই রাজ্যের সরকার শূন্য পদে কোনও স্থায়ী নিয়োগ করছে না ৷ যা নিয়োগ করছে, সবই চুক্তিভিত্তিক ৷ আমাদের দাবি, শূন্য পদে স্থায়ী নিয়োগ করতে হবে ৷ একইসঙ্গে স্থায়ী নতুন পদ তৈরি করতে হবে ৷ তবে এখন গ্রামে 100 দিনের কাজ থেকে শুরু করে ইঞ্জিনিয়ার নিয়োগ, সব ক্ষেত্রেই দুর্নীতি ৷ এই এলাকায় একটি অঞ্চলে আবাস প্রকল্পের বাড়ি করে দেবে বলে তৃণমূলের প্রধান নিজে প্রত্যেকের কাছ থেকে 10 হাজার টাকা করে নিয়েছে ৷ বিডিওকে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত ওই পঞ্চায়েত প্রধানকে বরখাস্ত করা হয়নি ৷ বিডিও নিজে এতবড় দুর্নীতির শরিক হয়ে গিয়েছেন ৷ তাঁর বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷"
তিনি দাবি করেন, উলটে পুলিশ গুণ্ডাদের পক্ষ নিয়ে গরিব মানুষকে ভয় দেখাচ্ছে ৷ রাতের অন্ধকারে মানুষকে ভয় দেখাচ্ছে, পেটাচ্ছে ৷ যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, তাদেরই গ্রেফতার করা হয়েছে ৷ মানুষের ক্ষোভকে তারা দমাতে চাইছে ৷ মীনাক্ষী আরও জানান, এসব দুর্নীতি ও বিভাজনের রাজনীতির প্রতিবাদে আগামী 13 এপ্রিল তাঁরা উত্তরকন্যা অভিযান করছেন ৷ এটা রাজ্যের মানুষের মন থেকে ভয় দূর করে তাঁদের সাহস জোগানোর অভিযান ৷
তাঁর অভিযোগ, তৃণমূল এখন রক্ত ঝরাতে চাইছে ৷ কারণ, ওরা কোনও কাজ করেনি ৷ এখন তো মানুষকে জবাব দিতে হবে ৷ তাই ওরা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে ৷ রক্ত ঝরাচ্ছে ৷ এটাই ওদের নীতি, আদর্শ ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ডিওয়াইএফআই তাদের বন্ধুদের সাহায্য করবে ৷ তৃণমূল নিজেরাই বলছে, ওদের আমলে দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে ৷ তার জন্যই প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন ৷ আর সিপিএম যদি চিরকুটে চাকরি দেয়, তবে শাস্তি দিক বলে দাবি করেন মীনাক্ষী ৷
এদিন রতুয়া 2 নম্বর ব্লকের মীরজাতপুর সংলগ্ন চাঁদপুর গ্রামে এক কংগ্রেস কর্মীর বাড়িতে যান মীনাক্ষী ৷ সম্প্রতি ওই এলাকায় কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ হয়েছিল ৷ সংঘর্ষে তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ সাত কর্মী আহত হন ৷ ওই ঘটনায় বেশ কয়েকজন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে পুখুরিয়া থানায় এফআইআর করা হয় ৷ সেই কংগ্রেস কর্মীদের একজন ইমরান শেখ এখন পুলিশ ও তৃণমূলের ভয়ে ঘর ছাড়া ৷ মীনাক্ষী আজ ইমরানের স্ত্রীর সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দেন ৷
পরে ইমরানের স্ত্রী কুরসিয়া বিবি বলেন, "আমার স্বামীর ভোটে দাঁড়ানোর কথা ছিল ৷ সেটা জানার পর তৃণমূলের লোকজন আমাদের উপর নজর রাখতে শুরু করে ৷ সম্প্রতি দুই দলের ঝামেলায় আমার স্বামীর নামে থানায় মিথ্যে এফআইআর করা হয় ৷ এখন তৃণমূলের লোকজন আমাদের বাড়িতে অত্যাচার চালাচ্ছে ৷ হুমকি দিচ্ছে, ওরা আমার স্বামীকে ভোটে দাঁড়াতে দেবে না ৷ হাতে বোমা নিয়ে বাড়ির দরজায় চলে আসছে ৷ বাড়িতে বোমা ফাটানোর হুমকি দিচ্ছে ৷ খুন করবে বলেও হুঁশিয়ারি দিচ্ছে ৷ শুধু তৃণমূলের লোকজন নয়, পুলিশও আমাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছে ৷ আমার স্বামী বাড়ি থেকে পালিয়ে রয়েছে ৷ আজ মীনাক্ষী এসেছিলেন ৷ তিনি আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷"