ETV Bharat / state

Panchayat Elections 2023: ভোট পরবর্তী হিংসায় মালদায় গুলিবিদ্ধ এক, আহত বেশ কয়েকজন - Trinamool and congress clash in Malda

ভোট শেষ হলেও একের পর এক হিংসার ঘটনা অব্যাহত মালদা জেলায় ৷ এবার কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর ৷ গুলিবিদ্ধ হলেন এক রাজনৈতিক কর্মী ৷

Bengal post poll violence
কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ
author img

By

Published : Jul 9, 2023, 8:12 PM IST

ভোট পরবর্তী হিংসায় মালদায় গুলিবিদ্ধ এক

মালদা, 9 জুলাই: ভোট পরবর্তী হিংসার ছবি মালদায় । শনিবার রাতভর দফায় দফায় চলতে থাকে বোমা-গুলির লড়াই । রবিবার সকালেও সেই ছবি ধরা পড়েছে । কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে একাধিক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ । গুলিবিদ্ধ হন এক ব্যক্তি । আহত হন আরও বেশ কয়েকজন ।

শনিবার পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সারাদিন ধরে উত্তাপ ছিল জেলাজুড়ে । হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের 125 নম্বর বুথে ব্যালট বক্স পুড়িয়ে দেওয়া হয় । হরিশ্চন্দ্রপুর 2 ব্লকেও শাসকদল ও কংগ্রেস সমর্থকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ছবি উঠে । ভোট পর্ব মেটার পরেও রাতভর বোমাবাজি ও গুলির লড়াইয়ের অভিযোগও উঠে এসেছে ।

আজ সকালেও ভোটের উত্তাপ লক্ষ্য করা গিয়েছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের জহুরপুর এলাকায় । অভিযোগ, সকাল থেকে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । সেই সময় প্রায় আট রাউন্ড গুলি চালানো হয় । সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি । আহত হয়েছেন আরও বেশ কয়েকজন । তবে এখন গুলিবিদ্ধ কিংবা আহতদের নাম পরিচয় জানা যায়নি । কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গুলিবিদ্ধ ও আহত ব্যক্তিরা তাদের দলের কর্মী । আহতদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আরও পড়ুন: কর্মীকে মৃতদেহ সাজিয়ে গণতন্ত্রের হত্যার অভিযোগ, মালদায় জাতীয় সড়ক অবরোধ কংগ্রেসের

কংগ্রেস কর্মী বেলাল শেখ বলেন, "ভোট হওয়ার পর ব্যালট বক্স স্ট্রং রুমে নিয়ে যাওয়ার সময় তৃণমূলের লোকজন ঝামেলা করে । রাতে বোমাবাজিও করে শাসকদলের লোকজন । আজ সকালেও তৃণমূলের লোকজন আমাদের ওপর হামলা চালায় । প্রায় সাত-আট রাউন্ড গুলি চালায় শাসকদের দুষ্কৃতীরা । আমাদের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন । মাথা ফেটে গিয়েছে আরও এক কর্মীর । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । ওদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে ।"

ভোট পরবর্তী হিংসায় মালদায় গুলিবিদ্ধ এক

মালদা, 9 জুলাই: ভোট পরবর্তী হিংসার ছবি মালদায় । শনিবার রাতভর দফায় দফায় চলতে থাকে বোমা-গুলির লড়াই । রবিবার সকালেও সেই ছবি ধরা পড়েছে । কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে একাধিক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ । গুলিবিদ্ধ হন এক ব্যক্তি । আহত হন আরও বেশ কয়েকজন ।

শনিবার পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সারাদিন ধরে উত্তাপ ছিল জেলাজুড়ে । হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের 125 নম্বর বুথে ব্যালট বক্স পুড়িয়ে দেওয়া হয় । হরিশ্চন্দ্রপুর 2 ব্লকেও শাসকদল ও কংগ্রেস সমর্থকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ছবি উঠে । ভোট পর্ব মেটার পরেও রাতভর বোমাবাজি ও গুলির লড়াইয়ের অভিযোগও উঠে এসেছে ।

আজ সকালেও ভোটের উত্তাপ লক্ষ্য করা গিয়েছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের জহুরপুর এলাকায় । অভিযোগ, সকাল থেকে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । সেই সময় প্রায় আট রাউন্ড গুলি চালানো হয় । সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি । আহত হয়েছেন আরও বেশ কয়েকজন । তবে এখন গুলিবিদ্ধ কিংবা আহতদের নাম পরিচয় জানা যায়নি । কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গুলিবিদ্ধ ও আহত ব্যক্তিরা তাদের দলের কর্মী । আহতদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আরও পড়ুন: কর্মীকে মৃতদেহ সাজিয়ে গণতন্ত্রের হত্যার অভিযোগ, মালদায় জাতীয় সড়ক অবরোধ কংগ্রেসের

কংগ্রেস কর্মী বেলাল শেখ বলেন, "ভোট হওয়ার পর ব্যালট বক্স স্ট্রং রুমে নিয়ে যাওয়ার সময় তৃণমূলের লোকজন ঝামেলা করে । রাতে বোমাবাজিও করে শাসকদলের লোকজন । আজ সকালেও তৃণমূলের লোকজন আমাদের ওপর হামলা চালায় । প্রায় সাত-আট রাউন্ড গুলি চালায় শাসকদের দুষ্কৃতীরা । আমাদের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন । মাথা ফেটে গিয়েছে আরও এক কর্মীর । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । ওদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.