ETV Bharat / state

লোহার বেড়ি পায়ে, অমানবিক দৃশ্য মালদা এসপি বাংলোর সামনে

author img

By

Published : Dec 31, 2020, 9:58 PM IST

আজ মালদা শহরে দু'পায়ে শেকল পরানো অবস্থায় এক ব্যক্তিকে পুলিশ সুপারের বাড়ির সামনে ফেলে পালায় কেউ ৷

man-chained-to-two-legs-left-in-front-of-police-super-house-in-malda
man-chained-to-two-legs-left-in-front-of-police-super-house-in-malda

মালদা, 31 ডিসেম্বর : দুই পায়ে লোহার বেড়ি ৷ তাতে আবার তালা লাগানো ৷ পায়ে দীর্ঘদিনের শিকল বাঁধার দাগ স্পষ্ট ৷ মুখে, ঠোঁটেও আঘাতের চিহ্ন ৷ এই অবস্থায় ডিসেম্বরের কনকনে ঠান্ডায় পুলিশ সুপারের বাড়ির সামনে এক ব্যক্তিকে ফেলে গেল কেউ বা কারা ৷ বর্ষশেষের সন্ধ্যায় এমনই অমানবিক দৃশ্যের সাক্ষী থাকল মালদা শহর ৷

আজ সন্ধ্যায় মালদা শহরের বাঁধ রোডে পুলিশ সুপারের বাংলোর সামনে ঘোরাঘুরি করতে দেখা যায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ৷ স্থানীয় কয়েকজনের নজরে পড়লেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি ৷ শেষে হবিবপুরের দাল্লা চন্দ্রমোহন হাইস্কুলের প্রধান শিক্ষক জয়দেব লাহিড়ি ইংরেজবাজার থানায় খবর দেন ৷ পুলিশ এসে ওই ব্যক্তির পায়ের বেড়ি খুলে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় ৷ তবে ওই ব্যক্তি নিজের সম্পর্কে এখনও কিছু বলতে পারেননি ৷ শুধু পুরাতন মালদা বলতে পেরেছেন ৷ ওই ব্যক্তির ঠিকানা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে ইংরেজবাজার থানার পুলিশ ৷

ভাঙা হচ্ছে পায়ের শিকলের তালা
ভাঙা হচ্ছে পায়ের শিকলের তালা

জয়দেব লাহিড়ি বলেন, "বিকেল পৌনে 5টা নাগাদ হাঁটতে হাঁটতে রামকৃষ্ণ মিশনে যাচ্ছিলাম ৷ তখনই দেখি পুলিশ সুপারের বাংলোর সামনে একটি লোক হাঁটছে ৷ তাঁর দুই পায়ে শিকল বাঁধা ৷ শিকলে দুই পায়ে তালাও দেওয়া রয়েছে ৷ তা দেখে আমি পথচলতি মানুষজনকে থামানোর চেষ্টা করি ৷ কিন্তু কেউ দাঁড়ায়নি ৷ শেষ পর্যন্ত পরিচিত একজনকে দেখে দাঁড় করাই ৷ ওই ব্যক্তিকে আটকে রাখার চেষ্টা করি ৷ মাঝেমধ্যেই মারমুখী হয়ে উঠছিলেন ৷ আমাকে মারার চেষ্টাও করেন ৷" তিনি আরও বলেন, "পরে ইংরেজবাজার থানায় খবর দিই ৷ পুলিশকর্মীরাই তালা ভাঙার লোক নিয়ে আসে ৷ ওই ব্যক্তির মুখে, ঠোঁটে চোটের দাগ রয়েছে ৷ পায়ের ক্ষতচিহ্ন দেখে বোঝা যায় দীর্ঘদিন ধরেই পায়ে শেকল পরানো রয়েছে ৷ এটা মানবতার অপমান ৷ মানুষ এখন যেন পিশাচ হয়ে যাচ্ছে ৷ বিষয়টি পৌর প্রশাসক নীহাররঞ্জন ঘোষকে জানিয়েছি ৷ তিনি জেলাশাসকের সঙ্গেও এনিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন ৷"

পুলিশ সুপারের বাংলোর সামনে মধ্যবয়সি ব্যক্তিকে ফেলে পালায় কেউ

মালদা, 31 ডিসেম্বর : দুই পায়ে লোহার বেড়ি ৷ তাতে আবার তালা লাগানো ৷ পায়ে দীর্ঘদিনের শিকল বাঁধার দাগ স্পষ্ট ৷ মুখে, ঠোঁটেও আঘাতের চিহ্ন ৷ এই অবস্থায় ডিসেম্বরের কনকনে ঠান্ডায় পুলিশ সুপারের বাড়ির সামনে এক ব্যক্তিকে ফেলে গেল কেউ বা কারা ৷ বর্ষশেষের সন্ধ্যায় এমনই অমানবিক দৃশ্যের সাক্ষী থাকল মালদা শহর ৷

আজ সন্ধ্যায় মালদা শহরের বাঁধ রোডে পুলিশ সুপারের বাংলোর সামনে ঘোরাঘুরি করতে দেখা যায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ৷ স্থানীয় কয়েকজনের নজরে পড়লেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি ৷ শেষে হবিবপুরের দাল্লা চন্দ্রমোহন হাইস্কুলের প্রধান শিক্ষক জয়দেব লাহিড়ি ইংরেজবাজার থানায় খবর দেন ৷ পুলিশ এসে ওই ব্যক্তির পায়ের বেড়ি খুলে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় ৷ তবে ওই ব্যক্তি নিজের সম্পর্কে এখনও কিছু বলতে পারেননি ৷ শুধু পুরাতন মালদা বলতে পেরেছেন ৷ ওই ব্যক্তির ঠিকানা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে ইংরেজবাজার থানার পুলিশ ৷

ভাঙা হচ্ছে পায়ের শিকলের তালা
ভাঙা হচ্ছে পায়ের শিকলের তালা

জয়দেব লাহিড়ি বলেন, "বিকেল পৌনে 5টা নাগাদ হাঁটতে হাঁটতে রামকৃষ্ণ মিশনে যাচ্ছিলাম ৷ তখনই দেখি পুলিশ সুপারের বাংলোর সামনে একটি লোক হাঁটছে ৷ তাঁর দুই পায়ে শিকল বাঁধা ৷ শিকলে দুই পায়ে তালাও দেওয়া রয়েছে ৷ তা দেখে আমি পথচলতি মানুষজনকে থামানোর চেষ্টা করি ৷ কিন্তু কেউ দাঁড়ায়নি ৷ শেষ পর্যন্ত পরিচিত একজনকে দেখে দাঁড় করাই ৷ ওই ব্যক্তিকে আটকে রাখার চেষ্টা করি ৷ মাঝেমধ্যেই মারমুখী হয়ে উঠছিলেন ৷ আমাকে মারার চেষ্টাও করেন ৷" তিনি আরও বলেন, "পরে ইংরেজবাজার থানায় খবর দিই ৷ পুলিশকর্মীরাই তালা ভাঙার লোক নিয়ে আসে ৷ ওই ব্যক্তির মুখে, ঠোঁটে চোটের দাগ রয়েছে ৷ পায়ের ক্ষতচিহ্ন দেখে বোঝা যায় দীর্ঘদিন ধরেই পায়ে শেকল পরানো রয়েছে ৷ এটা মানবতার অপমান ৷ মানুষ এখন যেন পিশাচ হয়ে যাচ্ছে ৷ বিষয়টি পৌর প্রশাসক নীহাররঞ্জন ঘোষকে জানিয়েছি ৷ তিনি জেলাশাসকের সঙ্গেও এনিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন ৷"

পুলিশ সুপারের বাংলোর সামনে মধ্যবয়সি ব্যক্তিকে ফেলে পালায় কেউ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.