ETV Bharat / state

Mongoose Meat: বেজির মাংস খেয়ে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট! গ্রেফতার যুবক - Mongoose Meat

বেজির মাংস খেয়ে বন দফতরের হাতে গ্রেফতার অভিযুক্ত যুবক (Man arrested over consume mongoose meat) ৷ ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয় বন দফতরের তরফে।

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Dec 6, 2022, 9:10 PM IST

মালদা, 6 ডিসেম্বর: বিলুপ্তপ্রায় বেজির মাংস খেয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে গ্রেফতার যুবক (Man arrested over consume mongoose meat) । বন দফতরের দাবি, কেবল বেজি ধরে আনাই নয়, সেটিকে মেরে মাংস খাওয়ার প্রমাণও রয়েছে তাদের হাতে। ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয় বন দফতরের তরফে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিপেন মাল । বাড়ি পুরাতন মালদার নারায়ণপুরের ঝাঁঝরা গ্রামে। কয়েকদিন আগে অভিযুক্ত যুবক একটি বেজি ধরে তার মাংস খাওয়ার কথা বলে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল । সেই ভিডিয়ো ভাইরাল হতেই ঘটনার তদন্ত শুরু করে বন দফতর । তদন্ত নেমেই ওই যুবকের খোঁজ পান বন দফতরের আধিকারিকরা । অভিযুক্ত ওই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেজি মেরে খাওয়ার কথাও স্বীকার করে নেয়। এরপর উপযুক্ত প্রমাণ মিলতেই ওই যুবককে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: কচ্ছপের মাংস বিক্রিতে বাধা বনদফতরের

এই প্রসঙ্গেই মালদা জেলা ফরেস্ট রেঞ্জের অফিসার সুজিতকুমার চট্টোপাধ্যায় জানান, এক যুবক বেজি ধরে তার মাংস খাওয়ার কথা বলে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেছিল। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট দেখে তদন্ত শুরু করে বন দফতরের আধিকারিকরা । জেরায় ধৃত যুবক বেজি মেরে খাওয়ার কথা স্বীকার করে । উপযুক্ত প্রমাণ সংগ্রহ করেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন রেঞ্জ অফিসার সুজিতকুমার চট্টোপাধ্যায় । তাঁর কথায়, বেজি বিলুপ্তপ্রায় প্রাণী । তাই প্রাণী ধরা, মারা, মাংস খাওয়া সমস্ত কিছু ওয়াইল্ড লাইফ 1972 অ্যাক্টের মধ্যে পড়ে । যা দণ্ডনীয় অপরাধ ৷

মালদা, 6 ডিসেম্বর: বিলুপ্তপ্রায় বেজির মাংস খেয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে গ্রেফতার যুবক (Man arrested over consume mongoose meat) । বন দফতরের দাবি, কেবল বেজি ধরে আনাই নয়, সেটিকে মেরে মাংস খাওয়ার প্রমাণও রয়েছে তাদের হাতে। ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয় বন দফতরের তরফে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিপেন মাল । বাড়ি পুরাতন মালদার নারায়ণপুরের ঝাঁঝরা গ্রামে। কয়েকদিন আগে অভিযুক্ত যুবক একটি বেজি ধরে তার মাংস খাওয়ার কথা বলে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল । সেই ভিডিয়ো ভাইরাল হতেই ঘটনার তদন্ত শুরু করে বন দফতর । তদন্ত নেমেই ওই যুবকের খোঁজ পান বন দফতরের আধিকারিকরা । অভিযুক্ত ওই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেজি মেরে খাওয়ার কথাও স্বীকার করে নেয়। এরপর উপযুক্ত প্রমাণ মিলতেই ওই যুবককে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: কচ্ছপের মাংস বিক্রিতে বাধা বনদফতরের

এই প্রসঙ্গেই মালদা জেলা ফরেস্ট রেঞ্জের অফিসার সুজিতকুমার চট্টোপাধ্যায় জানান, এক যুবক বেজি ধরে তার মাংস খাওয়ার কথা বলে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেছিল। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট দেখে তদন্ত শুরু করে বন দফতরের আধিকারিকরা । জেরায় ধৃত যুবক বেজি মেরে খাওয়ার কথা স্বীকার করে । উপযুক্ত প্রমাণ সংগ্রহ করেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন রেঞ্জ অফিসার সুজিতকুমার চট্টোপাধ্যায় । তাঁর কথায়, বেজি বিলুপ্তপ্রায় প্রাণী । তাই প্রাণী ধরা, মারা, মাংস খাওয়া সমস্ত কিছু ওয়াইল্ড লাইফ 1972 অ্যাক্টের মধ্যে পড়ে । যা দণ্ডনীয় অপরাধ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.