মালদা, 13 ডিসেম্বর : NRC ও CAB-র বিরোধিতা করলেও জাতীয় নাগরিকপঞ্জিতে নাম না থাকা অসমবাসীকে বাংলায় আশ্রয় দেওয়া হবে কি না তা নিয়ে বিশেষ কিছু বললেন না পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ গতকাল জেলা প্রশাসনিক ভবন চত্বরে আয়োজিত NRC বিরোধী সভায় অংশ নিতে মালদায় আসেন তিনি ৷ তিনি ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর, গৌরচন্দ্র মণ্ডল, সাবিত্রী মিত্র, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি সহ জেলা তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রীরা ৷ এদিনের সভায় কয়েক হাজার তৃণমূলকর্মী অংশগ্রহণ করেন ৷
নাগরিকত্ব সংশোধনী বিল ও নাগরিকপঞ্জি প্রসঙ্গে গৌতম দেব বলেন, "কেন্দ্র হিন্দুদের সমর্থনে কথা বলে ৷ অথচ অসমে 14 লক্ষ হিন্দুকে দেশছাড়া করার পরিকল্পনা করেছে তারা ৷ ওই রাজ্যের সরকারও সেখানে NRC প্রয়োগ করার চেষ্টা করছে ৷ কিন্তু এই রাজ্যে আমরা তা হতে দেব না ৷ এই মুহূর্তে অসম থেকে যাতায়াতকারী ট্রেনগুলিকে বাতিল করে দেওয়া হচ্ছে ৷''
তাঁর মত, অসম ও ত্রিপুরার মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছে ৷ গত 40 বছরের মধ্যে বর্তমান সময়ে দেশে বেকারত্বের হার সবচেয়ে বেশি ৷ দেশে নতুন করে শিল্পস্থাপন হচ্ছে না ৷ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ অনেক সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে ৷ GDP-র হার লজ্জাজনক অবস্থায় এসে দাঁড়িয়েছে ৷ দ্রব্যমূল্য বৃদ্ধির হার এই সময়ে সবচেয়ে বেশি ৷ এসব থেকে মানুষের নজর ঘোরাতেই BJP সরকার এখন NRC নিয়ে পড়েছে ৷ মানুষ এদের ক্ষমা করবেন না ৷
সভা শেষে সাংবাদিকদের গৌতমবাবু বলেন, "অসমের কিছু জায়গায় সেনা ও আধাসেনা নেমেছে ৷ কাশ্মীর থেকে আরও সেনা সেখানে নিয়ে যাওয়া হচ্ছে ৷ সেটাও আমরা শুনতে পাচ্ছি ৷ আমি আগামী 14 তারিখ অসম সীমান্তের আলিপুরদুয়ারে যাচ্ছি ৷ মানুষ এখন চরম হয়রানির শিকার হচ্ছে ৷ অসম এই রাজ্যের সঙ্গে সংযুক্ত ৷ জনগণ পুরোপুরি বিপর্যস্ত ৷ আমরা বাংলা সীমান্ত পেরিয়ে অসমে কিছু করতে পারব না তা ঠিক ৷ তবে বাংলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, অসম থেকে এই রাজ্যে আসা প্রত্যেক মানুষকে সাহায্য করা হবে ৷ অসমের মানুষের সমস্যা আমরা বুঝতে পারছি ৷ আমি নিজেও একজন উদ্বাস্তু ৷ জানি, উদ্বাস্তুদের কতটা সমস্যার মধ্যে পড়তে হয় ৷''
গৌতম দেবের কথায়, এই রাজ্যে শরণার্থীদের যথাসাধ্য সহায়তা করা হবে ৷ তবে অসমের উদ্বাস্তুদের বাংলায় বসবাসে সহায়তা করার প্রশ্নটি নীতিগত ৷ এই প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন না ৷ মুখ্যমন্ত্রীই এই প্রশ্নের উত্তর দিতে পারেন ৷ তিনি ইতিমধ্যেই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ৷ তবে অসম আর বাংলার বিষয়টি আলাদা ৷ অসম সরকার এই আইনের পক্ষে, আর মুখ্যমন্ত্রী এর বিপক্ষে ৷ রাজ্যের প্রতিটি মানুষকে নিয়ে আমরা NRC-র বিরুদ্ধে নামব ৷ CAB এবং NRC মুদ্রার এপিঠ আর ওপিঠ ৷"