ETV Bharat / state

Mamata on TMC Future: তৃণমূলের 'ভবিষ্যৎ' কাদের হাতে, জানিয়ে দিলেন মমতা - অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলে নবজোয়ার কর্মসূচি অংশ হিসেবে বৃহস্পতিবার মালদার ইংরেজবাজারে সভা হয় ৷ সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর লড়াই আগামিদিনে বজায় রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমদের মতো তৃণমূল নেতারা ৷

Mamata on TMC Future
Mamata on TMC Future
author img

By

Published : May 4, 2023, 8:50 PM IST

Updated : May 4, 2023, 9:50 PM IST

জনসংযোগ কর্মসূচিতে একসঙ্গে মঞ্চে মমতা ও অভিষেক

ইংরেজবাজার (মালদা), 4 মে: তৃণমূলের জনসংযোগ কর্মসূচি নবজোয়ারে এই প্রথম একসঙ্গে মঞ্চে মমতা ও অভিষেক ৷ বৃহস্পতিবার মালদার ইংরেজবাজারের সুস্থানি মোড়ে নবজোয়ারের অধিবেশন মঞ্চে দেখা মিলেছে তৃণমূলের দুই শীর্ষ নেতা-নেত্রীর ৷ সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিমও৷ তবে আজ বক্তব্য রাখার জন্য পিসিকেই মঞ্চ ছেড়ে দেন ভাইপো অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ আর মমতা বন্দ্যোপাধ্য়ায়ও জানিয়ে দেন যে তাঁর পর তৃণমূলের হাল ধরবেন অভিষেক-ফিরহাদের মতো পরবর্তী প্রজন্মের নেতারা ৷

মমতা বলেন, ‘‘আমার মৃত্যুর পরেও পরবর্তী প্রজন্ম সেই কাজ করবে ৷ ববি, অভিষেকদের কি এমনি তৈরি করছি ! এরা আমার মৃত্যুর পরেও এদের গেঁথে দেবে ৷ এই বাংলাতেই নেতাজি সুভাষ, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, কবি নজরুলের জন্ম৷ গান্ধিজিও বাংলাতেই পড়ে থাকতেন ৷ বাবাসাহেব আম্বেদকর বাংলা থেকেই নির্বাচিত হয়েছিলেন ৷ তাই বাংলার গুরুত্ব অনেক বেশি ৷”

Mamata on TMC Future
মালদার ইংরেজবাজারে একমঞ্চে মমতা-অভিষেক

নিজের বক্তব্যে দলের ইতিহাস বর্ণনার সঙ্গে বিজেপি-সহ বিরোধীদের নানা ইস্যুতে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, “এই নবজোয়ার আন্দোলন গণচেতনা ও গণ জাগরণের একটা পদ্ধতি ৷ অভিষেক দু’মাস ধরে এই আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছিল ৷ আমরা বারণ করলেও ও শোনেনি৷ ওরা রাস্তায় নেমে মানুষকে চেনার চেষ্টা করছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘আমি এই রাজ্যে অনাহার দেখেছি ৷ দেখেছি, মাওবাদীদের ভয়ে মানুষ কীভাবে সন্ত্রস্ত থাকে ৷ অথচ তাদের ঘরে খাবার নেই ৷ হাসপাতাল, স্কুল, কলেজ, থানা, রাস্তা, জল কিছুই নেই ৷ আমলাশোলের কথা মনে পড়ে ? আমি সবাইকে বলব, দলের ইতিহাস জানুন ৷ কত সংগ্রামে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে জানুন ৷ পৃথিবীর ইতিহাসে এমন সংগ্রাম করে কোনও দল তৈরি হয়েছে কি না সন্দেহ রয়েছে ৷’’

বিরোধী নেত্রী থাকাকালীন তিনি কতবার আক্রান্ত হয়েছেন, কীভাবে তাঁকে হেনস্তা করা হয়েছে, সেই সব কথা আবার তিনি তুলে ধরেন তৃণমূলের কর্মী সমর্থকদের সামনে ৷ পাশাপাশি সিপিএম আমলে কী ধরনের অত্যাচার হয়েছিল, সেই নিয়েও নানা অভিযোগ করেন তিনি ৷ তাই কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘‘এসব জানতে আমার লেখা বই পড়ুন ৷’’

Mamata on TMC Future
মালদার ইংরেজবাজারে মমতা-অভিষেক

বিরোধীদেরও কটাক্ষ করেন মমতা ৷ বলেন, “কয়েকটা টিভি বড় শোতে প্রতিদিন বক্তৃতা দেখাচ্ছে ৷ টিভিতে মিথ্যে কথা বলা হচ্ছে ৷ এরা দৃশ্য দূষণ পার্টি ৷ শব্দ দূষণ পার্টি ৷ কিম্ভুতকিমাকার পার্টি ৷ আমি জুতোকে অসম্মান করি না ৷ কিন্তু পুরোনো লোকেরা বলেন, জুতো পায়েই শোভা পায় ৷ মাথায় কেউ পরে না ৷ তাই জুতোকে জুতোর মতো রাখুন ৷ সবাই চোর, আর ওনারা ভগবান ৷ মাঝেমাঝেই এজেন্সি দেখাচ্ছে ৷’’

আরও পড়ুন: কালিয়াগঞ্জ থেকে কালিয়াচক, মুখ্যমন্ত্রীর তোপের মুখে পুলিশ-প্রশাসন

তিনি আরও বলেন, ‘‘ওই ক্যাশ বেলুন ফেটে যাবে ৷ সাগরদিঘিতে কে, কাকে, কীভাবে টাকা দিয়েছে, আমি জানি ৷ ওদের দেখে মনে হচ্ছে, ভগবান যেন ওদের জমিদারি করতে পাঠিয়েছে ৷’’ বিজেপি শাসিত রাজ্যগুলিতে দুর্নীতির অভিযোগ তুলেও তিনি সরব হন ৷ বাংলাতেই বেশি করে কেন্দ্রীয় দল পাঠায় বলে তিনি অভিযোগ করেন ৷ বলেন, ‘‘আমি দানবিক রাজনীতি করি না, মানবিক রাজনীতি করি ৷ এরা মহম্মদ বিন তুঘলগের ঠাকুরদা ৷ সীমান্তের 50 কিলোমিটারের মধ্যে যাঁরা আছেন, তাঁদের এরা চাপ দিয়ে বিজেপি করানোর চেষ্টা করবে ৷” মমতার বক্তব্য, “আমি মৃত্যু পর্যন্ত এদের বিরুদ্ধে লড়ে যাব ৷’’

জনসংযোগ কর্মসূচিতে একসঙ্গে মঞ্চে মমতা ও অভিষেক

ইংরেজবাজার (মালদা), 4 মে: তৃণমূলের জনসংযোগ কর্মসূচি নবজোয়ারে এই প্রথম একসঙ্গে মঞ্চে মমতা ও অভিষেক ৷ বৃহস্পতিবার মালদার ইংরেজবাজারের সুস্থানি মোড়ে নবজোয়ারের অধিবেশন মঞ্চে দেখা মিলেছে তৃণমূলের দুই শীর্ষ নেতা-নেত্রীর ৷ সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিমও৷ তবে আজ বক্তব্য রাখার জন্য পিসিকেই মঞ্চ ছেড়ে দেন ভাইপো অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ আর মমতা বন্দ্যোপাধ্য়ায়ও জানিয়ে দেন যে তাঁর পর তৃণমূলের হাল ধরবেন অভিষেক-ফিরহাদের মতো পরবর্তী প্রজন্মের নেতারা ৷

মমতা বলেন, ‘‘আমার মৃত্যুর পরেও পরবর্তী প্রজন্ম সেই কাজ করবে ৷ ববি, অভিষেকদের কি এমনি তৈরি করছি ! এরা আমার মৃত্যুর পরেও এদের গেঁথে দেবে ৷ এই বাংলাতেই নেতাজি সুভাষ, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, কবি নজরুলের জন্ম৷ গান্ধিজিও বাংলাতেই পড়ে থাকতেন ৷ বাবাসাহেব আম্বেদকর বাংলা থেকেই নির্বাচিত হয়েছিলেন ৷ তাই বাংলার গুরুত্ব অনেক বেশি ৷”

Mamata on TMC Future
মালদার ইংরেজবাজারে একমঞ্চে মমতা-অভিষেক

নিজের বক্তব্যে দলের ইতিহাস বর্ণনার সঙ্গে বিজেপি-সহ বিরোধীদের নানা ইস্যুতে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, “এই নবজোয়ার আন্দোলন গণচেতনা ও গণ জাগরণের একটা পদ্ধতি ৷ অভিষেক দু’মাস ধরে এই আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছিল ৷ আমরা বারণ করলেও ও শোনেনি৷ ওরা রাস্তায় নেমে মানুষকে চেনার চেষ্টা করছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘আমি এই রাজ্যে অনাহার দেখেছি ৷ দেখেছি, মাওবাদীদের ভয়ে মানুষ কীভাবে সন্ত্রস্ত থাকে ৷ অথচ তাদের ঘরে খাবার নেই ৷ হাসপাতাল, স্কুল, কলেজ, থানা, রাস্তা, জল কিছুই নেই ৷ আমলাশোলের কথা মনে পড়ে ? আমি সবাইকে বলব, দলের ইতিহাস জানুন ৷ কত সংগ্রামে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে জানুন ৷ পৃথিবীর ইতিহাসে এমন সংগ্রাম করে কোনও দল তৈরি হয়েছে কি না সন্দেহ রয়েছে ৷’’

বিরোধী নেত্রী থাকাকালীন তিনি কতবার আক্রান্ত হয়েছেন, কীভাবে তাঁকে হেনস্তা করা হয়েছে, সেই সব কথা আবার তিনি তুলে ধরেন তৃণমূলের কর্মী সমর্থকদের সামনে ৷ পাশাপাশি সিপিএম আমলে কী ধরনের অত্যাচার হয়েছিল, সেই নিয়েও নানা অভিযোগ করেন তিনি ৷ তাই কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘‘এসব জানতে আমার লেখা বই পড়ুন ৷’’

Mamata on TMC Future
মালদার ইংরেজবাজারে মমতা-অভিষেক

বিরোধীদেরও কটাক্ষ করেন মমতা ৷ বলেন, “কয়েকটা টিভি বড় শোতে প্রতিদিন বক্তৃতা দেখাচ্ছে ৷ টিভিতে মিথ্যে কথা বলা হচ্ছে ৷ এরা দৃশ্য দূষণ পার্টি ৷ শব্দ দূষণ পার্টি ৷ কিম্ভুতকিমাকার পার্টি ৷ আমি জুতোকে অসম্মান করি না ৷ কিন্তু পুরোনো লোকেরা বলেন, জুতো পায়েই শোভা পায় ৷ মাথায় কেউ পরে না ৷ তাই জুতোকে জুতোর মতো রাখুন ৷ সবাই চোর, আর ওনারা ভগবান ৷ মাঝেমাঝেই এজেন্সি দেখাচ্ছে ৷’’

আরও পড়ুন: কালিয়াগঞ্জ থেকে কালিয়াচক, মুখ্যমন্ত্রীর তোপের মুখে পুলিশ-প্রশাসন

তিনি আরও বলেন, ‘‘ওই ক্যাশ বেলুন ফেটে যাবে ৷ সাগরদিঘিতে কে, কাকে, কীভাবে টাকা দিয়েছে, আমি জানি ৷ ওদের দেখে মনে হচ্ছে, ভগবান যেন ওদের জমিদারি করতে পাঠিয়েছে ৷’’ বিজেপি শাসিত রাজ্যগুলিতে দুর্নীতির অভিযোগ তুলেও তিনি সরব হন ৷ বাংলাতেই বেশি করে কেন্দ্রীয় দল পাঠায় বলে তিনি অভিযোগ করেন ৷ বলেন, ‘‘আমি দানবিক রাজনীতি করি না, মানবিক রাজনীতি করি ৷ এরা মহম্মদ বিন তুঘলগের ঠাকুরদা ৷ সীমান্তের 50 কিলোমিটারের মধ্যে যাঁরা আছেন, তাঁদের এরা চাপ দিয়ে বিজেপি করানোর চেষ্টা করবে ৷” মমতার বক্তব্য, “আমি মৃত্যু পর্যন্ত এদের বিরুদ্ধে লড়ে যাব ৷’’

Last Updated : May 4, 2023, 9:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.