মালদা, 8 ডিসেম্বর: সভামঞ্চ থেকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জামা খুলে পশ্চিমবঙ্গের সংস্কৃতি শেখানোর হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতির । যদিও পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নন, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে সংস্কৃতি শেখানোর কথা বলেন তিনি ।
100 দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকা আদায়ের দাবিতে আজ শুক্রবার মালদা জেলা তৃণমূলের তরফে বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করা হয় । বিকেলে মালদা শহরের পোস্ট অফিস মোড় থেকে কালো জামা-কাপড় পড়ে তৃণমূলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন । তাতে পা মেলান জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি, বিধায়ক সমর মুখোপাধ্যায়, জেলা সহ সভাপতি দুলাল সরকার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী-সহ অন্যান্যরা । পরে মালদা শহরের রথবাড়ি এলাকায় জনসভা করে জেলা তৃণমূল নেতৃত্ব ।
সেখানেই সভামঞ্চ থেকে রহিমবক্সি বলেন, "আজকের মিছিলে মানুষ কোদাল-ঝুড়ি নিয়ে হেঁটেছেন । কোদাল ঝুড়ি নিয়ে শ্রমিক ভাইয়েরা বলছেন, আমাদের হকের পুরোনো টাকার সঙ্গে আমাদের 100 দিনের কাজ দাও । মায়েরা থালা-বাটি বাজাতে বাজাতে বিক্ষোভ প্রকাশ করেছেন । তাঁরা বলতে চেয়েছেন, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দাও ৷ আমাদের পেটে ভাত দাও । এই সরকার পশ্চিমবঙ্গকে শেষ করতে উঠে পড়ে লেগেছে । ইডি-সিবিআই পিছনে লাগিয়ে সাংসদদের সাসপেন্ড করে আমাদের আন্দোলন থামাতে চাইছে । আমাদের নেতৃত্বদের জেলে ঢোকানোর ষড়যন্ত্র করছে । পশ্চিমবঙ্গের মানুষ লাঠিপেটা করে বিশ্বাসঘাতক বিজেপিকে তাড়াবে ।"
তিনি আরও বলেন, "কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও নরেন্দ্র মোদি তুমি জেনে রাখো, বাংলার মাটি তথা মালদার মাটিতে পেলে তোমার জামা খুলে প্রমাণ করে দেব মালদার মাটি-পশ্চিমবঙ্গের মাটি অসভ্য বর্বরতা সহ্য করে না । আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানোর ষড়যন্ত্র করা হচ্ছে । আমরা তৈরি বুকের রক্ত দিয়ে জেলখানা ভরে দিতে । আমরা দেখতে চাই কেন্দ্রীয় সরকারের ইডি-সিবিআইয়ের শক্তি বেশি না আমাদের নেতাকর্মীদের জোর বেশি । ইংরেজদের বিরুদ্ধে যেমন বাংলা থেকে স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল, তেমনই কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাত করার লড়াইও বাংলা থেকেই শুরু হবে ।"
যদিও পরে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এমন মন্তব্য করার বিষয়টি মানতে চাননি মালতিপুরের বিধায়ক । তিনি বলেন, "না আমি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে কোনও কথা বলিনি । কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং যে, মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার সাহস দেখায় সামনে পেলে তার জামা খুলে নেওয়ার কথা বলেছি । আমি বলেছি, এই দেশ প্রধানমন্ত্রীর বাবার নয়, এই দেশ তাঁদের যারা নিজেদের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন ।"
আরও পড়ুন :
1 ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে, অঞ্চল চেয়ারম্যানকে বহিষ্কার সভাপতির
2 দেড় বিঘা জমির দখল ঘিরে কাকাকে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের !
3 39 বছরেও অনুমোদন না-মেলায় স্কুলের জমি বিক্রির সিদ্ধান্ত, আন্দোলনে গ্রামবাসীরা