মালদা, 13 অগস্ট : স্বাধীনতা দিবসের আগে অত্যন্ত সতর্ক মালদা জেলা পুলিশ ৷ যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে বদ্ধপরিকর তারা ৷ নাশকতা এড়াতে চলছে জায়গায় জায়গায় তল্লাশি, রাস্তার মোড়ে মোড়ে নাকা চেকিং ৷ শপিং মল থেকে সাধারণ দোকান, বাজার, সর্বত্রই সকলকে সচেতন করছেন পুলিশের কর্মী ও আধিকারিকরা ৷ বম্ব স্কোয়াড, স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর নিয়ে জেলাজুড়ে চলছে অভিযান ৷ শুক্রবার সেই কর্মকাণ্ড ঘুরে দেখেন জেলা পুলিশের ডেপুটি সুপার (হেড কোয়ার্টার) প্রশান্ত দেবনাথ ৷
আরও পড়ুন : Sniffer Dogs : স্বাধীনতা দিবসের আগে তৎপর লাইকা-জোজো
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের সময় প্রতিবছরই পুলিশের রুটিন তল্লাশি চলে ৷ কয়েক দিনের জন্য জারি থাকে হাই অ্যালার্ট ৷ শহরের ব্যস্ততম এলাকাগুলিতে চলে পুলিশের অভিযান ৷ জেলায় ঢোকা ও বেরোনোর সমস্ত রাস্তায় নাকা চেকিং করা হয় ৷ আগামী রবিবার স্বাধীনতা দিবস ৷ তার আগে ফের সক্রিয় মালদা জেলা পুলিশ ৷ এদিন ডেপুটি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) প্রশান্ত দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল মালদা শহরের সমস্ত শপিং মলে রুটিন টহলদারি চালায় ৷
আরও পড়ুন : Security Checking : স্বাধীনতা দিবসের আগে এনজেপি স্টেশনে কড়া নজরদারি
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডেপুটি পুলিশ সুপার জানান, স্বাধীনতা দিবসের আগে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানা এলাকায় রুটিন তল্লাশি চালানো হয় ৷ শপিং মল, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন-সহ সেই সমস্ত জায়গায়, যেখানে প্রচুর মানুষের ভিড় হয়, সেইসব জায়গায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে ৷ মালদা শহরে ঢোকা ও বেরোনোর সমস্ত রাস্তায় নাকা চেকিং শুরু করা হয়েছে ৷ এখন মালদা শহরের শপিং মলগুলির নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে ৷ পাশাপাশি, শপিং মল কর্তৃপক্ষকেও অত্যন্ত সতর্ক থাকতে বলা হচ্ছে ৷ শপিং মলে যে সমস্ত মালপত্র ঢুকছে, সেগুলি ভাল করে পরীক্ষা করে তবেই ভিতরে ঢোকাতে বলা হয়েছে ৷ মলে ঢোকার আগে সবাইকে তল্লাশি করা এবং করোনাবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করতে বলা হয়েছে ৷ ট্রায়াল রুমগুলির দিকেও বাড়তি নজর রাখতে বলা হয়েছে ৷