মালদা, 27 জুন: এক হাতে 9 মিলিমিটার পিস্তল, আরেক হাতে কখনও পেটো, কখনও পেট্রল বোমা, কখনও বা অ্যাসিড ভর্তি বোতল । ভিডিয়োতে কখনও পুলিশকে আবার কখনও বা সংবাদমাধ্যমকে খুনের হুমকি দিয়ে চলেছেন এক ব্যক্তি । শুধু তাই নয়, নিজেই সেই ভিডিয়ো বার্তা ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় । সেটা তিনি নিজেই বলছেন । যদিও ইটিভি ভারত সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি । এই ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার ওই ব্যক্তি(malda police arrested person due to viral video)। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নেমুয়া এলাকায় । ধৃতের হেফাজত থেকে পিস্তল, কয়েকটি পেট্রোল বোমা আর পেটো-সহ একটি অ্যাসিডের বোতলও বাজেয়াপ্ত করেছে পুলিশ ।
ধৃতের নাম দেব বল্লভ । বয়স 46 বছর । একসময় এলাকায় বিজেপি নেতা হিসাবে পরিচিত ছিলেন । গত পঞ্চায়েত নির্বাচনে স্ত্রী রীতা বল্লভ বিজেপির টিকিটে জিতে পঞ্চায়েত সদস্যও হন । কিন্তু বছর দু'য়েক আগে তিনি তৃণমূলে যোগ দেন । এই নিয়ে দেববাবুর সঙ্গে তাঁর বিশাল ঝামেলাও হয় বলে স্থানীয় সূত্রে খবর । এরপর একমাত্র সন্তান নিয়ে স্বামীকে ছেড়ে চলে যান রীতাদেবী । এরপর থেকেই নাকি মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন দেববাবু । তার জেরেই কি দেববাবুর এহেন সোশ্যাল মিডিয়ায় বার্তা ? উঠছে প্রশ্ন ।
আরও পড়ুন : অন্য ছেলের সঙ্গে সম্পর্কের কারণে প্রেমিকাকে খুন ! অকপট প্রেমিক
যদিও এই ঘটনায় সকলে দেববাবুর পাশেই আছেন ৷ তাঁরা দেববাবুর এই পরিস্থিতির জন্য ওনার স্ত্রীকেই দায়ী করেছেন । এক গ্রামবাসী প্রমীলা মণ্ডল বলেন, "দেব খুব ভালো মানুষ ছিল । বউ ওকে ছেড়ে চলে গেলেও তবু ও বউকে কিছু বলেনি । কিন্তু ছেলেটাকে ওর বউ নিয়ে চলে যাওয়ার পরেই ওর মাথাটা খারাপ হয়ে যায় । আমরা ওকে অনেক বুঝিয়েছি । কিন্তু ওর একটাই কথা, ওর ছেলেকে চাই । ও এনিয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল । বিডিওকেও বলেছিল । কিন্তু কেউ ওকে সাহায্য করেনি । তারপরেই কয়েকদিন আগে ও এসব কাজ করেছে । কার উপর ওর রাগ, তা আমরা জানি না ।"
মালদা থানার পুলিশ জানিয়েছে, ধৃতের হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্র, কয়েকটি পেট্রোল বোমা, দুটি সুতলি বোমা ও এক বোতল অ্যাসিড বাজেয়াপ্ত করা হয়েছে । কোথা থেকে এসব সংগ্রহ করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
আরও পড়ুন : ভাইকে গলা কেটে খুনের হুমকি সোশ্যাল মিডিয়ায়, মালদায় গ্রেফতার যুবক