মালদা, 29 অগস্ট: কনস্টেবল পদে ইন্টারভিউয়ে ডাক পাওয়া চাকরি প্রার্থীদের মনোবল বাড়াতে মক ইন্টারভিউয়ের (Mock interview) আয়োজন করল মালদা জেলা পুলিশ (Malda Police)। দু-তিনটি পর্যায়ে এই মক ইন্টারভিউ পর্ব করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে (Malda news)।
আজ দুপুরে মালদা জেলা পুলিশ লাইনে এই মক ইন্টারভিউয়ের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, ডেপুটি পুলিশ সুপার (আইনশৃঙ্খলা) আজহারুদ্দিন খান-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । ইন্টারভিউ পর্ব শুরু হওয়ার আগে চাকরি প্রার্থীদের কী করণীয়, তা তাঁদের সামনে তুলে ধরেন পুলিশ সুপার । পুলিশ আধিকারিকদের সামনে একাধিক প্রশ্ন করেন চাকরি প্রার্থীরাও ।
আরও পড়ুন: পিস্তল নিয়ে সারা গ্রামে দুষ্কৃতী তাণ্ডব চালানোয় গ্রেফতার এক
পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, যে সব চাকরি প্রার্থী কনস্টেবল পদে ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন, "আমরা তাঁদের জন্য মক ইন্টারভিউয়ের আয়োজন করেছি । আজ 116 জন পুরুষ ও মহিলা এই মক ইন্টারভিউয়ে অংশগ্রহণ করেছেন । চাকরি প্রার্থীদের স্নায়ুর চাপ ধরে রাখতে শেখানো, মূল ইন্টারভিউয়ে মনোবল বাড়ানো, নিজেদের দক্ষতা তুলে ধরতে শেখানো এই মক ইন্টারভিউয়ের উদ্দেশ্য ।"