ETV Bharat / state

মালদায় বাড়িতে ঢুকে পিটিয়ে খুন ব্যক্তিকে - crime

মালদায় বাড়িতে ঢুকে পিটিয়ে খুন ৷ কাঠগড়ায় প্রাক্তন প্রেমিকা ও তাঁর বাড়ির সদস্যরা ৷

মালদায় বাড়িতে ঢুকে পিটিয়ে খুন
author img

By

Published : Aug 20, 2019, 11:32 AM IST

Updated : Aug 20, 2019, 11:47 AM IST

মালদা, 20 অগস্ট : মালদায় বাড়িতে ঢুকে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে ৷ অভিযুক্ত প্রাক্তন প্রেমিকা ও তার আত্মীয়রা ৷ মৃত ব্যক্তির নাম ভূপাল প্রামাণিক ৷ বয়স 48 ৷

ভূপালবাবুর স্ত্রীর অভিযোগ, বাড়ি ঢুকে যখন হামলা চালানো হয় তখন প্রতিবেশীদের সাহায্য চেয়েও পাননি ৷ পুলিশও দেরিতে এসেছে ৷ তাই বাঁচানো যায়নি তাঁর স্বামীকে ৷

তিনি বলেন, "বছর দুয়েক আগে এক যুবতি বাঁশের কাজ শিখতে আমাদের বাড়িতে আসে ৷ তার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক গড়ে ওঠে৷ সেই সম্পর্কের জেরে সে আমার স্বামীকে নিয়ে চলে যায় ৷ বেশ কিছুদিন বাইরে থাকার পর সে অভিযোগ করে, আমার স্বামী নাকি তাকে ধর্ষণ করেছে ৷ স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় ৷ ''

11 মাস মাস জেলও খেটেছিলেন ভূপালবাবু ৷

11 মাস মাস জেলও খেটেছিলেন ভূপালবাবু ৷ গত বছরের 10 সেপ্টেম্বর তাঁর জেল হয় ৷ গত 16 অগাস্ট তিনি জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন ৷ তারপরই তাঁর উপর হামলা চালানো হয় ৷

ভূপালবাবুর স্ত্রীর আরও অভিযোগ, ওই যুবতি তাঁদের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেছিলেন ৷ টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হয়েছিল ৷ অভিযোগ, এরপরই গতকাল সন্ধ্যায় ওই যুবতি,10-12 জনকে নিয়ে তাঁদের বাড়িতে চড়াও হয় ৷ প্রথমে গালিগালাজ শুরু করে ৷ পরে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে ৷

অভিযোগ, বার বার চিৎকার করে প্রতিবেশীদের ডাকা হলেও কেউ আসেনি ৷ থানাতেও ফোন করা হলেও লাভ হয়নি ৷ তিনি আরও বলেন, '' থানার বড়বাবুকেও অনেকবার ফোন করেছি ৷ পুলিশ সময়মতো এলে আমার স্বামীকে এভাবে খুন হতে হত না ৷ চোখের সামনেই ছটফট করতে করতে মরে গেল ৷''

মালদা, 20 অগস্ট : মালদায় বাড়িতে ঢুকে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে ৷ অভিযুক্ত প্রাক্তন প্রেমিকা ও তার আত্মীয়রা ৷ মৃত ব্যক্তির নাম ভূপাল প্রামাণিক ৷ বয়স 48 ৷

ভূপালবাবুর স্ত্রীর অভিযোগ, বাড়ি ঢুকে যখন হামলা চালানো হয় তখন প্রতিবেশীদের সাহায্য চেয়েও পাননি ৷ পুলিশও দেরিতে এসেছে ৷ তাই বাঁচানো যায়নি তাঁর স্বামীকে ৷

তিনি বলেন, "বছর দুয়েক আগে এক যুবতি বাঁশের কাজ শিখতে আমাদের বাড়িতে আসে ৷ তার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক গড়ে ওঠে৷ সেই সম্পর্কের জেরে সে আমার স্বামীকে নিয়ে চলে যায় ৷ বেশ কিছুদিন বাইরে থাকার পর সে অভিযোগ করে, আমার স্বামী নাকি তাকে ধর্ষণ করেছে ৷ স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় ৷ ''

11 মাস মাস জেলও খেটেছিলেন ভূপালবাবু ৷

11 মাস মাস জেলও খেটেছিলেন ভূপালবাবু ৷ গত বছরের 10 সেপ্টেম্বর তাঁর জেল হয় ৷ গত 16 অগাস্ট তিনি জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন ৷ তারপরই তাঁর উপর হামলা চালানো হয় ৷

ভূপালবাবুর স্ত্রীর আরও অভিযোগ, ওই যুবতি তাঁদের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেছিলেন ৷ টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হয়েছিল ৷ অভিযোগ, এরপরই গতকাল সন্ধ্যায় ওই যুবতি,10-12 জনকে নিয়ে তাঁদের বাড়িতে চড়াও হয় ৷ প্রথমে গালিগালাজ শুরু করে ৷ পরে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে ৷

অভিযোগ, বার বার চিৎকার করে প্রতিবেশীদের ডাকা হলেও কেউ আসেনি ৷ থানাতেও ফোন করা হলেও লাভ হয়নি ৷ তিনি আরও বলেন, '' থানার বড়বাবুকেও অনেকবার ফোন করেছি ৷ পুলিশ সময়মতো এলে আমার স্বামীকে এভাবে খুন হতে হত না ৷ চোখের সামনেই ছটফট করতে করতে মরে গেল ৷''

Intro:মালদা, ২০ অগাস্টঃ বিয়ে বহির্ভূত সম্পর্কের জেরে তিন মাস সংশোধনাগারে কাটিয়ে বাড়ি ফিরতেই পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে৷ গতকাল রাতে নৃশংস ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শর্বরী এলাকায়৷ মৃতের স্ত্রীর অভিযোগ, স্বামীকে বাঁচাতে তিনি দীর্ঘ সময় ধরে চিৎকার করে প্রতিবেশীদের সাহায্য চান৷ কিন্তু সবাই গোটা ঘটনা তারিয়ে তারিয়ে উপভোগ করলেও কেউ তাঁর স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেনি৷ এমনকি থানায় ফোন করলেও বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্ব থেকে পুলিশ আসেনি৷ বেশি রাতে ঘটনার তদন্তে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার)৷ এই ঘটনায় আপাতত একজনকে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ৷ খোঁজ চলছে অন্য অভিযুক্তদের৷Body:মৃত ব্যক্তির নাম ভূপাল প্রামাণিক৷ বয়স ৪৮ বছর৷ পেশায় বাঁশের হস্তশিল্পী ছিলেন ভূপালবাবু৷ তাঁর স্ত্রী তপতী প্রামাণিক গতকাল রাতে বলেন, "বছর দুয়েক আগে এলাকারই বাসিন্দা সীমা দাস নামে একটি মেয়ে বাঁশের কাজ শিখতে আমাদের বাড়িতে আসে৷ তার সঙ্গে আমার স্বামীর একটি সম্পর্কও গড়ে ওঠে৷ সেই সম্পর্কের জেরে সে আমার স্বামীকে নিয়ে চলে যায়৷ বেশ কিছুদিন বাইরে থাকার পর সে অভিযোগ করে, আমার স্বামী নাকি তাকে ধর্ষণ করেছে৷ সে আমার স্বামীর নামে থানায় অভিযোগ জানায়৷ এদিকে আমাদের কাছে সে ও তার পরিবারের লোকজন ১০ লক্ষ টাকা দাবি করে৷ তার অভিযোগের ভিত্তিতে পুলিশ আমার স্বামীকে গ্রেফতার করে৷ গত বছরের ১০ সেপ্টেম্বর তার জেল হয়৷ গত ১৬ অগাস্ট সে জেল থেকে ছাড়া পায়৷ গতকালই স্বামী বাড়ি ফিরে আসে৷ এরই মধ্যে সীমারা হুমকি দেয়, ১০ লক্ষ টাকা না দিলে তারা আমার স্বামীকে খুন করে ফেলবে৷ এরপরই আজ সন্ধেয় সীমা, তার বাবা মিলন দাস সহ ১০-১২ জন আমাদের বাড়িতে চড়াও হয়৷ প্রথমে তারা বাইরে থেকে অশ্রাব্য গালিগালাজ শুরু করে৷ ভয়ে আমি সদর দরজায় তালা দিয়ে স্বামীকে নিয়ে রান্নাঘরে চলে যাই৷ একসময় তারা দরজা ভেঙে ফেলে৷ এরই মধ্যে আমি চিৎকার করে সবাইকে ডাকতে থাকি৷ পুলিশে ফোন করি৷ কিন্তু পুলিশ কিংবা পাড়ার লোকজন স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেনি৷ আমি থানার বড়োবাবুকেও অনেকবার ফোন করেছি৷ পুলিশ সময়মতো আসলে আমার স্বামী এভাবে খুন হত না৷ আমার চোখের সামনেই ছটফট করতে করতে মরে গেল আমার স্বামী৷ আমার ছেলে কলকাতায় পড়াশোনা করে৷ আমি এখন অনাথ হয়ে গেলাম৷ কী করব, জানি না৷"Conclusion:আজ মালদা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আপাতত মিলন দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে৷ তবে পুলিশের বিরুদ্ধে তপতীদেবীর অভিযোগ নিয়ে কোনও পুলিশকর্তা মুখ খুলতে চাননি৷ এদিকে এই ঘটনায় এলাকাবাসীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে৷ তবে কি মনুষ্যত্ব এখন এই পর্যায়েই নেমে এসেছে? চোখের সামনে একজনকে খুন হতে দেখলেও কি কেউ তাকে বাঁচাতে এগিয়ে যাবে না? সমাজ তাহলে কোন পথে এগোচ্ছে?
Last Updated : Aug 20, 2019, 11:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.