মালদা, 20 অগস্ট : মালদায় বাড়িতে ঢুকে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে ৷ অভিযুক্ত প্রাক্তন প্রেমিকা ও তার আত্মীয়রা ৷ মৃত ব্যক্তির নাম ভূপাল প্রামাণিক ৷ বয়স 48 ৷
ভূপালবাবুর স্ত্রীর অভিযোগ, বাড়ি ঢুকে যখন হামলা চালানো হয় তখন প্রতিবেশীদের সাহায্য চেয়েও পাননি ৷ পুলিশও দেরিতে এসেছে ৷ তাই বাঁচানো যায়নি তাঁর স্বামীকে ৷
তিনি বলেন, "বছর দুয়েক আগে এক যুবতি বাঁশের কাজ শিখতে আমাদের বাড়িতে আসে ৷ তার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক গড়ে ওঠে৷ সেই সম্পর্কের জেরে সে আমার স্বামীকে নিয়ে চলে যায় ৷ বেশ কিছুদিন বাইরে থাকার পর সে অভিযোগ করে, আমার স্বামী নাকি তাকে ধর্ষণ করেছে ৷ স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় ৷ ''
11 মাস মাস জেলও খেটেছিলেন ভূপালবাবু ৷ গত বছরের 10 সেপ্টেম্বর তাঁর জেল হয় ৷ গত 16 অগাস্ট তিনি জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন ৷ তারপরই তাঁর উপর হামলা চালানো হয় ৷
ভূপালবাবুর স্ত্রীর আরও অভিযোগ, ওই যুবতি তাঁদের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেছিলেন ৷ টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হয়েছিল ৷ অভিযোগ, এরপরই গতকাল সন্ধ্যায় ওই যুবতি,10-12 জনকে নিয়ে তাঁদের বাড়িতে চড়াও হয় ৷ প্রথমে গালিগালাজ শুরু করে ৷ পরে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে ৷
অভিযোগ, বার বার চিৎকার করে প্রতিবেশীদের ডাকা হলেও কেউ আসেনি ৷ থানাতেও ফোন করা হলেও লাভ হয়নি ৷ তিনি আরও বলেন, '' থানার বড়বাবুকেও অনেকবার ফোন করেছি ৷ পুলিশ সময়মতো এলে আমার স্বামীকে এভাবে খুন হতে হত না ৷ চোখের সামনেই ছটফট করতে করতে মরে গেল ৷''