মালদা, 14 জুলাই: বৃষ্টিতে ভাসছে দেশের বিভিন্ন প্রান্ত ৷ লাল সতর্কতাও জারি হয়েছে বিভিন্ন রাজ্যে ৷ তারমধ্যেই ঠিক উলটো ছবি মালদায় ৷ জুলাইয়ের মাঝামাঝি হতে চলল । অথচ বৃষ্টির দেখা নেই । এখনও পর্যন্ত বৃষ্টিপাতের ঘাটতি প্রায় 76-78 শতাংশ । জলের অভাবে শুকিয়ে যাচ্ছে মাঠের পাট (Malda Jute Cultivation is dealing with draught like situation)। পাট পচানোর জায়গাও পাওয়া যাচ্ছে না । ফলে বিপদে পড়েছেন পাটচাষিরা । পরিস্থিতি যে অনুকূল নয়, তা মেনে নিচ্ছে জেলা কৃষি দফতরও ।
এবার মালদা জেলায় প্রায় 33 হাজার হেক্টর জমিতে পাটচাষ হয়েছে । মূলত হরিশ্চন্দ্রপুর, চাঁচল ও রতুয়ার দু'টি করে ব্লক, কালিয়াচকের তিনটি ব্লক-সহ মানিকচক ও ইংরেজবাজার ব্লকেই বেশি পাটচাষ হয় । ইতিমধ্যে আগাম লাগানো পাটগাছ পরিপক্ক হয়ে গিয়েছে । অনেক জমিতে আবার গাছ খানিকটা ছোট রয়েছে । কিন্তু অনাবৃষ্টির প্রভাব পড়েছে প্রায় জমিতেই ।
আরও পড়ুন: রুক্ষ জমিতে উচ্ছে চাষ করে আর্থিক লাভ কাঁকসায়
পরিস্থিতি যে ভালো নয়, তা মেনে নিয়েছেন জেলা কৃষি দফতরের ডেপুটি ডিরেক্টর (প্রশাসন) সৌমেন্দ্রনাথ দাস । তিনি বলেন, "এই জেলায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা থাকে । 12 জুলাই পর্যন্ত সাধারণত 379.6 মিমি বৃষ্টি হয় । এবার তা হয়েছে মাত্র 88.5 মিমি । বৃষ্টিপাতের ঘাটতি 76 শতাংশ । এবার মার্চ মাস থেকেই পাট লাগানো হয়েছে । আগাম লাগানো পাটে খুব একটা সমস্যা না হলেও দেরিতে লাগানো পাটগাছ বৃষ্টির অভাবে ঝলসে যাচ্ছে । চাষিদের বলছি, যেখানে যেমন জলের উৎস রয়েছে, তা কাজে লাগিয়ে জমিতে হালকা সেচ দিতে হবে । বৃষ্টি না হওয়ায় পাট পচানোর জায়গায় জল নেই । কিছু কৃষক নদীতে অবশ্য পাট পচাচ্ছেন । আপেক্ষিক আর্দ্রতা কম থাকায় বৃষ্টি হচ্ছে না । আমাদের আশা, কয়েকদিনের মধ্যেই জেলায় বর্ষা শুরু হবে ।"