মালদা, 29 সেপ্টেম্বর : শিশুদের অপুষ্টিতে প্রথমসারিতে রাজ্যের মালদা জেলা ৷ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই জেলার 31 শতাংশের বেশি শিশু অপুষ্টিতে ভোগে ৷ আর তা কেল গ্রামাঞ্চল নয়, মালদা শহরেও সংখ্যাটা অনেক বেশি ৷ সেই সঙ্গে মালদার বহু অন্তঃসত্ত্বা মহিলাও অপুষ্টির শিকার বলে সরকারি ওই পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে ৷ আর তাই কেন্দ্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে আজ চাঁচলে একটি ক্যাম্পের আয়োজন করা হয় ৷ যেখানে শিশু এবং মহিলাদের অপুষ্টির কারণ এবং তার থেকে মুক্তির বিষয়ে নানান পরামর্শ দেওয়া হয় ৷
স্বাধীনতার 74 বছর পরেও অন্তঃসত্ত্বা এবং শিশুদের মধ্যে অপুষ্টি ভারতের সবচেয়ে বড় ব্যর্থতা ৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকারের প্রকাশি পরিসংখ্যান অনুযায়ী শিশু এবং অন্তঃসত্ত্বাদের মধ্যে অপুষ্টির পরিসংখ্যানে মালদা জেলা প্রথমসারিতে রয়েছে ৷ এ নিয়ে মহিলাদের সচেতন করতে এবার একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে কেন্দ্রের তরফে ৷ ভারত সরকারের ফিল্ড আউটরিচ ব্যুরো এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয় ৷ যেখানে স্বাধীনতার 75 তম বর্ষ উপলক্ষ্যে ‘আজাদি কি মহোৎসব’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে ৷ সেখানে মূলত পুষ্টিকর খাদ্য এবং সেই সংক্রান্ত অন্যান্য আরও বিষয়ে মহিলাদের অবগত করা হয় ৷
আরও পড়ুন : House Collapse : আহিরীটোলায় বাড়ি ভেঙে পড়ার দায় ইঁদুরের, বলছেন ওয়ার্ড কো-অর্ডিনেটর
সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মালদা জেলার আধিকারিক কল্যাণ লাহা এবং চাঁচল 1 নং ব্লকের সিডিপিও অলোককুমার মণ্ডল ৷ সেখানে অন্তঃসত্ত্বা মহিলাদের কী ধরনের খাবার দেওয়া উচিত ? তার ফলে কী হবে ? মায়েরা কী ধরনের খাবার পেলে শিশুরা পুষ্টি পাবে সে নিয়ে বিশদে জানানো হয় ৷
আরও পড়ুন : Bhabanipur Bye-Election : দুর্যোগের দিনে ভবানীপুরে নির্বিঘ্নে ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন
কল্যাণ মণ্ডল জানিয়েছেন, ‘‘জেলা ফিল্ড আউটরিচ ব্যুরোর তরফে গোটা সেপ্টেম্বর মাস ধরে পুষ্টি অভিযান চলছে ৷ সারা মাস ধরে বিভিন্ন জায়গায় অন্তঃসত্ত্বা ও শিশুদের পুষ্টি নিয়ে মানুষের সঙ্গে আলোচনা করা হচ্ছে ৷ অন্তঃসত্ত্বা এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মায়েরা কীভাবে সঠিক পুষ্টি পাবেন ? তা সবাইকে জানানো হচ্ছে ৷ যারা সঠিক পুষ্টি পাচ্ছে না, তারা কীভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে লাভবান হতে পারে, আমরা সেই বিষয়গুলিই জানাচ্ছি ৷ অপুষ্টিজনিত কারণে গোটা দেশে প্রতিদিন অনেক শিশুর মৃত্যু হচ্ছে ৷ শিশু মৃত্যু ঠেকাতেই সরকারের এই উদ্যোগ ৷’’
আরও পড়ুন : Child Fever : ফের 2 শিশুর মৃত্যু, উত্তরবঙ্গ মেডিক্যালে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে 9