ETV Bharat / state

Malda Durga Puja: সরকারি অনুদান পেয়ে চাঁদার একাংশ ফেরত, নজির মালদার মহিলা পুজো উদ্যোক্তাদের

পুজোর জন্য দেড় হাজার টাকা করে চাঁদা তোলার পরও 300 টাকা করে ফেরত দিচ্ছে পুজো কমিটি (Malda durga puja organizers returning subscription) ৷ সরকারি অনুদান পেয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত মালদা চার্চপল্লির মহিলা পুজো উদ্যোক্তাদের (Malda Churchpally Durga Puja) ৷

Malda Durga Puja
ETV Bharat
author img

By

Published : Sep 23, 2022, 8:37 PM IST

মালদা, 23 সেপ্টেম্বর: বাস্তবিকই উলটপুরাণ ! যখন রাজ্যের পুজো কমিটিগুলি আরও বেশি টাকার পিছনে দৌঁড়ে বেড়াচ্ছে, আরও বেশি চাঁদার জন্য জুলুমবাজির অভিযোগ উঠছে, তখন চাঁদার অতিরিক্ত টাকা মানুষকে ফিরিয়ে দিচ্ছেন মালদা শহরের একটি কমিটির সদস্যরা ৷ যাঁরা চাঁদার টাকা ফেরত পাচ্ছেন, প্রথমে হতবাক হয়ে পড়েন তাঁরাও ৷ সম্বিত ফিরতেই তাঁরা এর জন্য পুজো কমিটির সদস্যদের অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছেন ৷ বলছেন, এই পুজোর উদ্যোক্তাদের দেখে অন্যান্য কমিটিগুলিরও কিছু শেখা উচিত (Malda Durga Puja) ৷

মালদা শহরের চার্চপল্লির মহিলারা 16 বছর ধরে দুর্গাপুজো করে আসছেন (Malda Churchpally Durga Puja) ৷ এই পুজো চার্চপল্লি সর্বজনীন দুর্গাপুজো নামেই পরিচিত ৷ ওই পল্লির 52টি পরিবারের মহিলারা পুজোর আয়োজক ৷ চাঁদা তোলা থেকে শুরু করে দশমীতে বিসর্জন, সব করেন তাঁরাই ৷ এবার পুজোর (Durga Puja 2022) অনেক আগেই তাঁরা মিটিং করেছিলেন ৷ আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে বাড়ি পিছু দেড় হাজার টাকা চাঁদা ধার্য করেছিলেন ৷ সেই অনুযায়ী অনেক বাড়ি থেকে চাঁদাও তোলা হয়েছিল ৷ এরই মধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাঁরা পুজোর জন্য 60 হাজার টাকা পান ৷ হিসেব করে দেখা যায়, এর ফলে পুজো শেষ করেও বেশ কিছু টাকা তাঁদের বেঁচে যাবে ৷ তাই যাঁরা এখনও পর্যন্ত চাঁদা দিয়েছেন, তাঁদের প্রত্যেককে কিছু টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ চাঁদা ফেরতের প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে (Malda durga puja organizers returning subscription) ৷

আরও পড়ুন: পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন মমতার ! তীব্র আক্রমণ বিজেপির

এই প্রসঙ্গে পুজো কমিটির কোষাধ্যক্ষ বাসবী দাস বলেন, “এবার আমরা বাড়িপিছু দেড় হাজার টাকা চাঁদা ধরেছিলাম ৷ চাঁদা তোলা শুরুও হয়ে গিয়েছিল ৷ তারই মধ্যে পুজোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের 60 হাজার টাকা অনুদান পাব বলে জানতে পারি ৷ আমরা হিসাব করে দেখি, পুজো শেষ করেও বেশ কিছু টাকা হাতে থাকবে ৷ তাই আমরা চাঁদার কিছু টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিই ৷ আমরা খুব স্বচ্ছলতার সঙ্গে পুজো করতে পারি না ৷ পাড়ার সমস্ত মহিলারাই এই পুজো করেন ৷ আমরা হয়তো অতিরিক্ত টাকায় কোনও অনুষ্ঠান করতে পারতাম ৷ কিন্তু করোনার পর মানুষ এখন আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ অনুষ্ঠান তাঁদের হয়তো সাময়িক আনন্দ দিত ৷ কিন্তু এই টাকাটা ফেরত পেলে তাঁদের পরিবারের উপকার হবে ৷”

সরকারি অনুদান পেয়ে চাঁদার একাংশ ফেরাচ্ছেন মালদা চার্চপল্লির মহিলা পুজো উদ্যোক্তারা

পুজো উদ্যোক্তাদের এই উদ্যোগ প্রসঙ্গে চার্চপল্লির বাসিন্দা মনোজ দাসের বক্তব্য,“করোনা পরবর্তী সময়ে আমরা সবাই আর্থিক সমস্যায় রয়েছি ৷ সেই সময় এই পুজো কমিটির সদস্যরা অতিরিক্ত চাঁদার টাকা ফেরত দিচ্ছেন ৷ প্রতিটি পুজো কমিটি যদি এভাবে ভাবত, তবে মানুষের মঙ্গল হত ৷ সবার কাছেই পুজো আনন্দের হয়ে উঠত ৷ পুজোর সময় কিংবা পরে মহিলা পরিচালিত এই পুজো কমিটির যদি আর্থিক কোনও সমস্যা দেখা দেয়, তবে আমরা পাড়ার সবাই তাঁদের সঙ্গে থাকব ৷”

মালদা, 23 সেপ্টেম্বর: বাস্তবিকই উলটপুরাণ ! যখন রাজ্যের পুজো কমিটিগুলি আরও বেশি টাকার পিছনে দৌঁড়ে বেড়াচ্ছে, আরও বেশি চাঁদার জন্য জুলুমবাজির অভিযোগ উঠছে, তখন চাঁদার অতিরিক্ত টাকা মানুষকে ফিরিয়ে দিচ্ছেন মালদা শহরের একটি কমিটির সদস্যরা ৷ যাঁরা চাঁদার টাকা ফেরত পাচ্ছেন, প্রথমে হতবাক হয়ে পড়েন তাঁরাও ৷ সম্বিত ফিরতেই তাঁরা এর জন্য পুজো কমিটির সদস্যদের অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছেন ৷ বলছেন, এই পুজোর উদ্যোক্তাদের দেখে অন্যান্য কমিটিগুলিরও কিছু শেখা উচিত (Malda Durga Puja) ৷

মালদা শহরের চার্চপল্লির মহিলারা 16 বছর ধরে দুর্গাপুজো করে আসছেন (Malda Churchpally Durga Puja) ৷ এই পুজো চার্চপল্লি সর্বজনীন দুর্গাপুজো নামেই পরিচিত ৷ ওই পল্লির 52টি পরিবারের মহিলারা পুজোর আয়োজক ৷ চাঁদা তোলা থেকে শুরু করে দশমীতে বিসর্জন, সব করেন তাঁরাই ৷ এবার পুজোর (Durga Puja 2022) অনেক আগেই তাঁরা মিটিং করেছিলেন ৷ আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে বাড়ি পিছু দেড় হাজার টাকা চাঁদা ধার্য করেছিলেন ৷ সেই অনুযায়ী অনেক বাড়ি থেকে চাঁদাও তোলা হয়েছিল ৷ এরই মধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাঁরা পুজোর জন্য 60 হাজার টাকা পান ৷ হিসেব করে দেখা যায়, এর ফলে পুজো শেষ করেও বেশ কিছু টাকা তাঁদের বেঁচে যাবে ৷ তাই যাঁরা এখনও পর্যন্ত চাঁদা দিয়েছেন, তাঁদের প্রত্যেককে কিছু টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ চাঁদা ফেরতের প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে (Malda durga puja organizers returning subscription) ৷

আরও পড়ুন: পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন মমতার ! তীব্র আক্রমণ বিজেপির

এই প্রসঙ্গে পুজো কমিটির কোষাধ্যক্ষ বাসবী দাস বলেন, “এবার আমরা বাড়িপিছু দেড় হাজার টাকা চাঁদা ধরেছিলাম ৷ চাঁদা তোলা শুরুও হয়ে গিয়েছিল ৷ তারই মধ্যে পুজোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের 60 হাজার টাকা অনুদান পাব বলে জানতে পারি ৷ আমরা হিসাব করে দেখি, পুজো শেষ করেও বেশ কিছু টাকা হাতে থাকবে ৷ তাই আমরা চাঁদার কিছু টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিই ৷ আমরা খুব স্বচ্ছলতার সঙ্গে পুজো করতে পারি না ৷ পাড়ার সমস্ত মহিলারাই এই পুজো করেন ৷ আমরা হয়তো অতিরিক্ত টাকায় কোনও অনুষ্ঠান করতে পারতাম ৷ কিন্তু করোনার পর মানুষ এখন আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ অনুষ্ঠান তাঁদের হয়তো সাময়িক আনন্দ দিত ৷ কিন্তু এই টাকাটা ফেরত পেলে তাঁদের পরিবারের উপকার হবে ৷”

সরকারি অনুদান পেয়ে চাঁদার একাংশ ফেরাচ্ছেন মালদা চার্চপল্লির মহিলা পুজো উদ্যোক্তারা

পুজো উদ্যোক্তাদের এই উদ্যোগ প্রসঙ্গে চার্চপল্লির বাসিন্দা মনোজ দাসের বক্তব্য,“করোনা পরবর্তী সময়ে আমরা সবাই আর্থিক সমস্যায় রয়েছি ৷ সেই সময় এই পুজো কমিটির সদস্যরা অতিরিক্ত চাঁদার টাকা ফেরত দিচ্ছেন ৷ প্রতিটি পুজো কমিটি যদি এভাবে ভাবত, তবে মানুষের মঙ্গল হত ৷ সবার কাছেই পুজো আনন্দের হয়ে উঠত ৷ পুজোর সময় কিংবা পরে মহিলা পরিচালিত এই পুজো কমিটির যদি আর্থিক কোনও সমস্যা দেখা দেয়, তবে আমরা পাড়ার সবাই তাঁদের সঙ্গে থাকব ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.