ETV Bharat / state

লকডাউন নিয়ে সচেতনতার লক্ষ্যে পথে মালদার পুলিশ সুপার - Malda police took to the streets to make people aware of the lockdown

লকডাউন সম্পর্কে মানুষকে সচেতন করতে এবার পথে নেমে প্রচার করলেন মালদা জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়া৷ তাঁর সঙ্গে ছিলেন অন্য পুলিশ আধিকারিকরাও ৷ মাইকিং করে এই সম্পর্কে সচেতন করেন তিনি৷

sp_on_road
পথে নেমে প্রচার মালদা জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়ার
author img

By

Published : Mar 23, 2020, 11:22 PM IST

মালদা, 23 মার্চ : রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী অন্য জেলার মতো মালদা জেলাতেও বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে গিয়েছে লকডাউন ৷ চলবে আগামী 27 শে মার্চ রাত 12টা পর্যন্ত৷ জেলার কোথাও কোনও ধরণের যান চলাচল করবে না৷ তবে, এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের৷ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া মালদায় সব দোকানপাট বন্ধ হতে শুরু করেছে৷ ফাঁকা হতে শুরু করেছে রাস্তা ঘাট৷ জরুরি কাজে কাউকে বাড়ির বাইরে বেরোতে হলেও কোথাও পাঁচজনের বেশি জমায়েত করা চলবে না৷ তেমন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ৷

দেখুন ভিডিয়ো...

তবে, এর মধ্যেও কোনও কোনও জায়গায় মানুষের ভীড় লক্ষ্য করা যাচ্ছে৷ লকডাউন সম্পর্কে সচেতন করতে পথে নেমে প্রচার করছেন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া৷ সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরাও৷ মাইকিং করে লক ডাউন সম্পর্কে মানুষকে সচেতন করছেন তাঁরা৷ ইটিভি ভারতকে পুলিশ সুপার বলেন, “সরকারি নির্দেশিকা অনুযায়ী লকডাউন চলাকালীন একমাত্র খাদ্যসামগ্রী, কাঁচা আনাজ, ওষুধ প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধ রাখতে হবে৷ এই জেলার মানুষের কাছে আমরা এখনও পর্যন্ত স্বতঃস্ফুর্ত সাড়া পেয়েছি৷ আজ সকাল থেকেই আমরা এনিয়ে মাইকিং করে এনিয়ে মানুষকে সচেতন করার কাজ চালিয়ে গিয়েছি৷ বিকেল পাঁচটার পর কিছু দোকান খোলা ছিল৷ সেগুলিকেও বন্ধ করে দেওয়া হয়েছে৷ এই লড়াই শুধু পুলিশ প্রশাসনের নয়, এই লড়াই সব মানুষের৷ তাই সবাই মিলেই এই লড়াই লড়তে হবে৷ আমরা কারোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চাই না৷ তবে প্রয়োজন পড়লে আমরা সেই ব্যবস্থা নিতে বাধ্য হব৷”

মালদা, 23 মার্চ : রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী অন্য জেলার মতো মালদা জেলাতেও বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে গিয়েছে লকডাউন ৷ চলবে আগামী 27 শে মার্চ রাত 12টা পর্যন্ত৷ জেলার কোথাও কোনও ধরণের যান চলাচল করবে না৷ তবে, এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের৷ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া মালদায় সব দোকানপাট বন্ধ হতে শুরু করেছে৷ ফাঁকা হতে শুরু করেছে রাস্তা ঘাট৷ জরুরি কাজে কাউকে বাড়ির বাইরে বেরোতে হলেও কোথাও পাঁচজনের বেশি জমায়েত করা চলবে না৷ তেমন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ৷

দেখুন ভিডিয়ো...

তবে, এর মধ্যেও কোনও কোনও জায়গায় মানুষের ভীড় লক্ষ্য করা যাচ্ছে৷ লকডাউন সম্পর্কে সচেতন করতে পথে নেমে প্রচার করছেন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া৷ সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরাও৷ মাইকিং করে লক ডাউন সম্পর্কে মানুষকে সচেতন করছেন তাঁরা৷ ইটিভি ভারতকে পুলিশ সুপার বলেন, “সরকারি নির্দেশিকা অনুযায়ী লকডাউন চলাকালীন একমাত্র খাদ্যসামগ্রী, কাঁচা আনাজ, ওষুধ প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধ রাখতে হবে৷ এই জেলার মানুষের কাছে আমরা এখনও পর্যন্ত স্বতঃস্ফুর্ত সাড়া পেয়েছি৷ আজ সকাল থেকেই আমরা এনিয়ে মাইকিং করে এনিয়ে মানুষকে সচেতন করার কাজ চালিয়ে গিয়েছি৷ বিকেল পাঁচটার পর কিছু দোকান খোলা ছিল৷ সেগুলিকেও বন্ধ করে দেওয়া হয়েছে৷ এই লড়াই শুধু পুলিশ প্রশাসনের নয়, এই লড়াই সব মানুষের৷ তাই সবাই মিলেই এই লড়াই লড়তে হবে৷ আমরা কারোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চাই না৷ তবে প্রয়োজন পড়লে আমরা সেই ব্যবস্থা নিতে বাধ্য হব৷”

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.