ETV Bharat / state

জেলায় ফেরা শ্রমিকদের শরীরে কোরোনা সংক্রমণ, শুরু বাস টার্মিনাস স্যানিটাইজ়িং - মালদায় বাস টার্মিনাস স্যানিটাইজ়িং

মালদায় কোরোনা আক্রান্তের সংখ্যা 19 । 27 এপ্রিল মালদা শহরে প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান মেলে। ভিন রাজ্যে শ্রমিকের কাজ করা ওই ব্যক্তি মানিকচকের বাসিন্দা ছিলেন। এরপর একে একে রতুয়া, হরিশ্চন্দ্রপুরের শ্রমিকদের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ে।

ছবি
ছবি
author img

By

Published : May 12, 2020, 6:00 PM IST

মালদা, 12 মে : পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতেই জেলায় একের পর কোরোনা সংক্রমণ ধরা পড়ছে । এর জেরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আজ পরিযায়ী শ্রমিকদের বহনকারী বাস স্যানিটাইজ় করার কাজ শুরু হল । আজ দুপুরে মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনাস ও শ্রমিক বহনকারী সরকারি বাসগুলি স্যানিটাইজ় করেন দমকলকর্মীরা।

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর জেরে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়েন জেলার শ্রমিকরা। প্রথমদিকে সরকারিভাবে শ্রমিকদের ঘরে ফেরানোর প্রস্তুতি শুরু না হওয়ায় নিজেদের উদ্যোগে ঘরে ফিরতে শুরু করেন জেলার শ্রমিকরা। এর মাঝেই 27 এপ্রিল মালদা শহরে প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান মেলে। ওই শ্রমিক মানিকচকের বাসিন্দা।

পরে সরকারিভাবে ভিনরাজ্যের শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। রাজস্থানের আজমেড় থেকে বেশ কয়েকজন শ্রমিক জেলায় ফিরে আসেন। কলকাতা থেকে সরকারি বাসে তাঁদের জেলায় নিয়ে আসা হয়। সেদিনই সমস্ত শ্রমিকের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। এরপর একে একে রতুয়া, হরিশ্চন্দ্রপুরের শ্রমিকদের লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়ে। গতকাল রাতের নমুনা পরীক্ষার পর নতুন করে আরও ছ'জন কোরোনা আক্রান্তের খবর পাওয়া গেছে । এই মুহূর্তে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 19 । একের পর এক শ্রমিকের লালারসের নমুনায় কোরোনার সন্ধান মিলতে থাকায় শ্রমিক পরিবহনকারী বাস ও গৌড়কন্যা বাস টার্মিনাস স্যানিটাইজ় করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে । আজ দুপুরে PPE পরিহিত দমকলবাহিনী বাসগুলি স্যানিটাইজ় করার কাজ শুরু করে ।

দিন দিন জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে মানুষজন। আজ সেরকম দৃশ্য দেখা গেল । দমকলকর্মীদের স্যানিটাইজ়েশন প্রক্রিয়া চলাকালীন নিজেকে স্যানিটাইজ় করতে জলস্রোতের সামনে ছুটে আসতে দেখা গেল এক ব্যক্তিকে।

মালদা, 12 মে : পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতেই জেলায় একের পর কোরোনা সংক্রমণ ধরা পড়ছে । এর জেরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আজ পরিযায়ী শ্রমিকদের বহনকারী বাস স্যানিটাইজ় করার কাজ শুরু হল । আজ দুপুরে মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনাস ও শ্রমিক বহনকারী সরকারি বাসগুলি স্যানিটাইজ় করেন দমকলকর্মীরা।

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর জেরে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়েন জেলার শ্রমিকরা। প্রথমদিকে সরকারিভাবে শ্রমিকদের ঘরে ফেরানোর প্রস্তুতি শুরু না হওয়ায় নিজেদের উদ্যোগে ঘরে ফিরতে শুরু করেন জেলার শ্রমিকরা। এর মাঝেই 27 এপ্রিল মালদা শহরে প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান মেলে। ওই শ্রমিক মানিকচকের বাসিন্দা।

পরে সরকারিভাবে ভিনরাজ্যের শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। রাজস্থানের আজমেড় থেকে বেশ কয়েকজন শ্রমিক জেলায় ফিরে আসেন। কলকাতা থেকে সরকারি বাসে তাঁদের জেলায় নিয়ে আসা হয়। সেদিনই সমস্ত শ্রমিকের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। এরপর একে একে রতুয়া, হরিশ্চন্দ্রপুরের শ্রমিকদের লালারসের নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়ে। গতকাল রাতের নমুনা পরীক্ষার পর নতুন করে আরও ছ'জন কোরোনা আক্রান্তের খবর পাওয়া গেছে । এই মুহূর্তে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 19 । একের পর এক শ্রমিকের লালারসের নমুনায় কোরোনার সন্ধান মিলতে থাকায় শ্রমিক পরিবহনকারী বাস ও গৌড়কন্যা বাস টার্মিনাস স্যানিটাইজ় করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে । আজ দুপুরে PPE পরিহিত দমকলবাহিনী বাসগুলি স্যানিটাইজ় করার কাজ শুরু করে ।

দিন দিন জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে মানুষজন। আজ সেরকম দৃশ্য দেখা গেল । দমকলকর্মীদের স্যানিটাইজ়েশন প্রক্রিয়া চলাকালীন নিজেকে স্যানিটাইজ় করতে জলস্রোতের সামনে ছুটে আসতে দেখা গেল এক ব্যক্তিকে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.