ETV Bharat / state

Two Tortured Women Got Bail: মালদার পাকুয়াহাটে দুই নির্যাতিতার জামিন মঞ্জুর আদালতে - court grant bail petition

পাকুয়াহাটের দুই নির্যাতিতাকে জামিনের নির্দেশ বিচারকের ৷ মিথ্য়া মামলা দিচ্ছে পুলিশ, এই অভিযোগে পালটা হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি বিজেপির ৷ পুলিশের বিরুদ্ধে মামলা করতে চাইছে নির্যাতিতারাও ৷

Etv Bharat
দুই নির্যাতিতা মহিলাকেই জামিন দিল আদালত
author img

By

Published : Jul 24, 2023, 9:50 PM IST

মালদা, 24 জুলাই: শেষ পর্যন্ত জামিনে মুক্তি পেলেন বামনগোলার পাকুয়াহাটের নির্যাতিতা দুই মহিলা ৷ সোমবার মালদা জেলা আদালতের মুখ্য দায়রা বিচারক মৃণালকান্তি মণ্ডল ব্যক্তিগত এক হাজার টাকার বন্ডে দুই মহিলাকেই জামিন দিয়েছেন ৷ তবে এই মামলায় বাকি অভিযুক্তদের বিষয়ে বিচারক কোনও নির্দেশ এদিন দেননি ৷ এনিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি সরকারি আইনজীবী মেহতাব আলম ৷ তবে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করা হবে বলে জানিয়েছেন নির্যাতিতার আইনজীবী ৷

আদালতে পুলিশ কেন দুই মহিলাকে 164 ধারায় বিচারকের সামনে গোপন জবানবন্দি দেওয়ার জন্য হাজির করল না, তা নিয়েই প্রশ্ন উঠেছে এদিন ৷ গত 18 জুলাই পাকুয়াহাটে চোর সন্দেহে প্রথমে বিবস্ত্র করে গণধোলাই, পরে পুলিশের চরম অমানবিকতার শিকার হয়েছিলেন মানিকচক থানা এলাকার দুই মহিলা ৷ বামনগোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তীর নির্দেশে ওই দুই মহিলাকে নালাগোলা ফাঁড়ি ভাঙচুরের মামলায় যুক্ত করে আদালতে চালান করে দেওয়া হয় ৷ বিচারকের নির্দেশে জেল হেফাজত হয় তাঁদের ৷ প্রশ্ন ওঠে, চুরি করার অভিযোগেই যদি ওই দুই মহিলাকে প্রকাশ্যে জনরোষের শিকার হতে হয়, তবে তাঁদের বিরুদ্ধে চুরির মামলা রুজু না করে ফাঁড়ি ভাঙচুরের মামলা রুজু করা হল কেন?

অন্যদিকে, তার একদিন নালাগোলা ফাঁড়িতে অবস্থান বিক্ষোভ করেছিল বিজেপি ৷ তবে কি পুলিশ এই দুই মহিলাকে বিজেপি কর্মী প্রমাণ করতেই সক্রিয় ছিল? গত 17 জুলাই নালাগোলা ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি ৷ ওইদিন উত্তেজিত গ্রামবাসীরা ফাঁড়ির বাইরের টিনের বেড়া ভেঙে দেয় বলে অভিযোগ ৷ ওই ঘটনাতেই পুলিশ ফাঁড়ি ভাঙচুরের মামলা রুজু করে ৷ দুই মামলাতেই পুলিশ এলাকার সাংসদ খগেন মুর্মু, বিধায়ক জয়েল মুর্মু-সহ 20 জনের নামে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে ৷ এর সঙ্গে নাম না-জানা আরও 50-60 জনকে মামলায় জুড়ে দেওয়া হয় বলে খবর ৷ জানা যাচ্ছে, এর মধ্যেই নির্যাতিতা দুই মহিলার নাম পরে জুড়ে দেয় পুলিশ ৷

গোটা ঘটনায় সাংসদ খগেন মুর্মু বলেন, "আমি শুনেছি বামনগোলা থানার পুলিশ আমার সঙ্গে হবিবপুরের বিধায়ক জয়েল মুর্মুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ৷ বুড়ন মুর্মুর খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সেদিন কন্যাদিঘি গ্রামের মানুষজনের সঙ্গে আমরাও নালাগোলা ফাঁড়িতে গিয়েছিলাম৷ আইসি নিজে সেখানে উপস্থিত ছিলেন ৷ তাঁর সঙ্গে আমাদের কথা হয় ৷ তৃণমূলের নির্দেশে পুলিশ ফাঁড়ি ভাঙচুরের মিথ্যে মামলা রুজু করেছে ৷ এভাবে বিজেপিকে আটকানো যাবে না ৷" বিধায়ক জয়েল মুর্মু বলেন, "পঞ্চায়েত ভোটে আমাদের কর্মী বুড়ন মুর্মুকে তাঁর ছেলে, তৃণমূল নেতা বিপ্লব মুর্মু ও শাসকদলের গুণ্ডারা বুড়নকে খুন করে ৷ ওই ঘটনায় প্রত্যেক অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে আমরা নালাগোলা ফাঁড়িতে বিক্ষোভ দেখাই ৷ সেদিন ফাঁড়ি ভাঙচুর করা হয়নি ৷ আইসি আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা রুজু করেছেন ৷ এনিয়ে আমরা আরও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি ৷"

আরও পড়ুন: জেল থেকে বেরিয়ে সোজা মুখ্যমন্ত্রীর কাছে যেতে চান পার্থ

নির্যাতিতা দুই মহিলার জামিনের নির্দেশের পর তাঁদের আইনজীবী অমিতাভ মৈত্র বলেন, "ফাঁড়ি ভাঙচুরের মিথ্যে মামলায় পুলিশ দু'জনকে আদালতে পেশ করে ৷ পুলিশের অভিযোগই মিথ্যা ৷ আমরা এনিয়ে ইতিমধ্যে মানবাধিকার ও মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেছি ৷ কলকাতা হাইকোর্টেও বামনগোলা থানার পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে ৷"

মালদা, 24 জুলাই: শেষ পর্যন্ত জামিনে মুক্তি পেলেন বামনগোলার পাকুয়াহাটের নির্যাতিতা দুই মহিলা ৷ সোমবার মালদা জেলা আদালতের মুখ্য দায়রা বিচারক মৃণালকান্তি মণ্ডল ব্যক্তিগত এক হাজার টাকার বন্ডে দুই মহিলাকেই জামিন দিয়েছেন ৷ তবে এই মামলায় বাকি অভিযুক্তদের বিষয়ে বিচারক কোনও নির্দেশ এদিন দেননি ৷ এনিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি সরকারি আইনজীবী মেহতাব আলম ৷ তবে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করা হবে বলে জানিয়েছেন নির্যাতিতার আইনজীবী ৷

আদালতে পুলিশ কেন দুই মহিলাকে 164 ধারায় বিচারকের সামনে গোপন জবানবন্দি দেওয়ার জন্য হাজির করল না, তা নিয়েই প্রশ্ন উঠেছে এদিন ৷ গত 18 জুলাই পাকুয়াহাটে চোর সন্দেহে প্রথমে বিবস্ত্র করে গণধোলাই, পরে পুলিশের চরম অমানবিকতার শিকার হয়েছিলেন মানিকচক থানা এলাকার দুই মহিলা ৷ বামনগোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তীর নির্দেশে ওই দুই মহিলাকে নালাগোলা ফাঁড়ি ভাঙচুরের মামলায় যুক্ত করে আদালতে চালান করে দেওয়া হয় ৷ বিচারকের নির্দেশে জেল হেফাজত হয় তাঁদের ৷ প্রশ্ন ওঠে, চুরি করার অভিযোগেই যদি ওই দুই মহিলাকে প্রকাশ্যে জনরোষের শিকার হতে হয়, তবে তাঁদের বিরুদ্ধে চুরির মামলা রুজু না করে ফাঁড়ি ভাঙচুরের মামলা রুজু করা হল কেন?

অন্যদিকে, তার একদিন নালাগোলা ফাঁড়িতে অবস্থান বিক্ষোভ করেছিল বিজেপি ৷ তবে কি পুলিশ এই দুই মহিলাকে বিজেপি কর্মী প্রমাণ করতেই সক্রিয় ছিল? গত 17 জুলাই নালাগোলা ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি ৷ ওইদিন উত্তেজিত গ্রামবাসীরা ফাঁড়ির বাইরের টিনের বেড়া ভেঙে দেয় বলে অভিযোগ ৷ ওই ঘটনাতেই পুলিশ ফাঁড়ি ভাঙচুরের মামলা রুজু করে ৷ দুই মামলাতেই পুলিশ এলাকার সাংসদ খগেন মুর্মু, বিধায়ক জয়েল মুর্মু-সহ 20 জনের নামে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে ৷ এর সঙ্গে নাম না-জানা আরও 50-60 জনকে মামলায় জুড়ে দেওয়া হয় বলে খবর ৷ জানা যাচ্ছে, এর মধ্যেই নির্যাতিতা দুই মহিলার নাম পরে জুড়ে দেয় পুলিশ ৷

গোটা ঘটনায় সাংসদ খগেন মুর্মু বলেন, "আমি শুনেছি বামনগোলা থানার পুলিশ আমার সঙ্গে হবিবপুরের বিধায়ক জয়েল মুর্মুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ৷ বুড়ন মুর্মুর খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সেদিন কন্যাদিঘি গ্রামের মানুষজনের সঙ্গে আমরাও নালাগোলা ফাঁড়িতে গিয়েছিলাম৷ আইসি নিজে সেখানে উপস্থিত ছিলেন ৷ তাঁর সঙ্গে আমাদের কথা হয় ৷ তৃণমূলের নির্দেশে পুলিশ ফাঁড়ি ভাঙচুরের মিথ্যে মামলা রুজু করেছে ৷ এভাবে বিজেপিকে আটকানো যাবে না ৷" বিধায়ক জয়েল মুর্মু বলেন, "পঞ্চায়েত ভোটে আমাদের কর্মী বুড়ন মুর্মুকে তাঁর ছেলে, তৃণমূল নেতা বিপ্লব মুর্মু ও শাসকদলের গুণ্ডারা বুড়নকে খুন করে ৷ ওই ঘটনায় প্রত্যেক অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে আমরা নালাগোলা ফাঁড়িতে বিক্ষোভ দেখাই ৷ সেদিন ফাঁড়ি ভাঙচুর করা হয়নি ৷ আইসি আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা রুজু করেছেন ৷ এনিয়ে আমরা আরও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি ৷"

আরও পড়ুন: জেল থেকে বেরিয়ে সোজা মুখ্যমন্ত্রীর কাছে যেতে চান পার্থ

নির্যাতিতা দুই মহিলার জামিনের নির্দেশের পর তাঁদের আইনজীবী অমিতাভ মৈত্র বলেন, "ফাঁড়ি ভাঙচুরের মিথ্যে মামলায় পুলিশ দু'জনকে আদালতে পেশ করে ৷ পুলিশের অভিযোগই মিথ্যা ৷ আমরা এনিয়ে ইতিমধ্যে মানবাধিকার ও মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেছি ৷ কলকাতা হাইকোর্টেও বামনগোলা থানার পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.