ETV Bharat / state

Madan Mitra আমি সৌভাগ্যবান, সিবিআই মামলায় 23 মাস জেল খেটেছি, মন্তব্য মদনের - মদন মিত্র

সিবিআই এখন একটা স্ট্যাটাস সিম্বল । সিবিআইয়ের মামলা না থাকলে সে কোনও নেতাই নয় । আমি সৌভাগ্যবান যে ওদের মামলায় 23 মাস জেল খেটেছি । মালদায় এসে বুধবার এমনই মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র (Madan Mitra Comment on CBI) ৷

Madan Mitra
সিবিআই নিয়ে মন্তব্য মদনের
author img

By

Published : Aug 24, 2022, 5:40 PM IST

মালদা, 24 অগস্ট: "সিবিআই এখন একটা স্ট্যাটাস সিম্বল । সিবিআই মামলা না থাকলে সে কোনও নেতাই নয় । আমি সৌভাগ্যবান, সিবিআইয়ের মামলায় 23 মাস জেল খেটেছি ।" আজ মালদায় এসে এমনই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra Comment on CBI) ।

এদিন একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে মালদায় আসেন মদন মিত্র । দুপুরে মালদা সার্কিট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি । এবার দুর্গাপুজোয় 43 হাজার ক্লাবকে 60 হাজার করে টাকা অনুদান দেওয়ার বিষয়ে বিরোধীদের সমস্ত কটাক্ষ উড়িয়ে তিনি বলেন,"নোবেল এখানে যখন তখন চলে আসে । কিন্তু এখানে কখনও হেরিটেজ কার্নিভ্যাল আসেনি । সেটা ব্রাজিল, প্যারিস, লাস ভেগাসের মতো জায়গায় হত । সেটা এখানে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই ক্লাবগুলোকে টাকা দিয়ে তিনি বেশ করেছেন । "

সিবিআই নিয়ে মন্তব্য মদনের

আরও পড়ুন: দিলীপ ঘোষের মনে কষ্ট, ওষুধ বলতে চান মদন

অনুব্রতর বিরুদ্ধে ওঠা বিচারককে হুমকি দেওয়ার ঘটনাতেও আজ প্রতিক্রিয়া দেন মদন । তাঁর বক্তব্য,"অনুব্রত বিচারককে হুমকি দিয়েছেন! এমন কথা শার্লক হোমস, ফেলুদা বা ব্যোমকেশের মতো প্রোডাকশনেও আমি দেখিনি । বরং দেখলাম, অনুব্রত বিচারককে বলছেন, সমস্ত বিষয় যেন সিবিআইকে দিয়ে তদন্ত করানো হয় । এর মধ্যে বেআইনি কিছু খুঁজে পাচ্ছি না । আমাদের নেত্রী প্রমাণ করেছেন, তিনি সবসময় দলের কর্মীদের পাশে রয়েছেন । দুর্নীতি প্রমাণিত হলে সবাইকে সাজা পেতে হবে । তবে অনুব্রতর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অভিযোগকারীদেরই প্রমাণ করতে হবে । আইন সেটাই বলে ।"

এদিন মদনও ইঙ্গিত দেন, দল পার্থ চট্টোপাধ্যায়ের পাশে আর নেই । তিনি বলেন,"পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে দল প্রথমেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে । তাঁকে দলের মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । মন্ত্রী পদও চলে গিয়েছে । কিন্তু অনুব্রতর বিষয়ে এখনও দল কোনও সিদ্ধান্ত নেয়নি । বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে । অন্যায় যে করে, আর অন্যায় যে সয়, দু'জনেই সমান দোষী । আমরা অন্যায়কে কখনও সমর্থন করছি না । এখন তৃণমূলের কঠিন সময় চলছে । পার্থ-অনুব্রত জেলে । তবু কাল ভোট হোক । আমরা 213টির জায়গায় 275 আসনে জিতব ।"

আরও পড়ুন: অনুব্রতর চড়াম চড়াম মদনের গলাতেও

আজ আরও একবার বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের প্রতি সমবেদনা জানান তৃণমূল বিধায়ক । তিনি কি দিলীপ ঘোষকে তৃণমূলে আহ্বান জানাচ্ছেন? এনিয়ে প্রশ্ন রয়েছে । তিনি বলেন, "ক'দিন আগে পর্যন্ত আমি দিলীপ ঘোষের বিরুদ্ধে বলতাম । কারণ, তিনি অনেক খারাপ কথা বলেছেন । কিন্তু পরে শুনলাম, দলের নির্দেশেই তিনি সেসব মন্তব্য করতেন । কিন্তু সেই দল তাঁকে ছিবড়ে করে দিয়েছে । এখন তাঁর যে ওষুধ দরকার তা আমার জানা আছে । তিনি আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাঁর কানে সেই ওষুধ দিয়ে দেব । আসলে তিনি অভিমন্যু হয়ে গিয়েছেন । ব্যুহে ঢোকার রাস্তা জানলেও বেরিয়ে আসার রাস্তা তাঁর জানা নেই । তা আমার জানা আছে ।"

মালদা, 24 অগস্ট: "সিবিআই এখন একটা স্ট্যাটাস সিম্বল । সিবিআই মামলা না থাকলে সে কোনও নেতাই নয় । আমি সৌভাগ্যবান, সিবিআইয়ের মামলায় 23 মাস জেল খেটেছি ।" আজ মালদায় এসে এমনই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra Comment on CBI) ।

এদিন একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে মালদায় আসেন মদন মিত্র । দুপুরে মালদা সার্কিট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি । এবার দুর্গাপুজোয় 43 হাজার ক্লাবকে 60 হাজার করে টাকা অনুদান দেওয়ার বিষয়ে বিরোধীদের সমস্ত কটাক্ষ উড়িয়ে তিনি বলেন,"নোবেল এখানে যখন তখন চলে আসে । কিন্তু এখানে কখনও হেরিটেজ কার্নিভ্যাল আসেনি । সেটা ব্রাজিল, প্যারিস, লাস ভেগাসের মতো জায়গায় হত । সেটা এখানে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই ক্লাবগুলোকে টাকা দিয়ে তিনি বেশ করেছেন । "

সিবিআই নিয়ে মন্তব্য মদনের

আরও পড়ুন: দিলীপ ঘোষের মনে কষ্ট, ওষুধ বলতে চান মদন

অনুব্রতর বিরুদ্ধে ওঠা বিচারককে হুমকি দেওয়ার ঘটনাতেও আজ প্রতিক্রিয়া দেন মদন । তাঁর বক্তব্য,"অনুব্রত বিচারককে হুমকি দিয়েছেন! এমন কথা শার্লক হোমস, ফেলুদা বা ব্যোমকেশের মতো প্রোডাকশনেও আমি দেখিনি । বরং দেখলাম, অনুব্রত বিচারককে বলছেন, সমস্ত বিষয় যেন সিবিআইকে দিয়ে তদন্ত করানো হয় । এর মধ্যে বেআইনি কিছু খুঁজে পাচ্ছি না । আমাদের নেত্রী প্রমাণ করেছেন, তিনি সবসময় দলের কর্মীদের পাশে রয়েছেন । দুর্নীতি প্রমাণিত হলে সবাইকে সাজা পেতে হবে । তবে অনুব্রতর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অভিযোগকারীদেরই প্রমাণ করতে হবে । আইন সেটাই বলে ।"

এদিন মদনও ইঙ্গিত দেন, দল পার্থ চট্টোপাধ্যায়ের পাশে আর নেই । তিনি বলেন,"পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে দল প্রথমেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে । তাঁকে দলের মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । মন্ত্রী পদও চলে গিয়েছে । কিন্তু অনুব্রতর বিষয়ে এখনও দল কোনও সিদ্ধান্ত নেয়নি । বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে । অন্যায় যে করে, আর অন্যায় যে সয়, দু'জনেই সমান দোষী । আমরা অন্যায়কে কখনও সমর্থন করছি না । এখন তৃণমূলের কঠিন সময় চলছে । পার্থ-অনুব্রত জেলে । তবু কাল ভোট হোক । আমরা 213টির জায়গায় 275 আসনে জিতব ।"

আরও পড়ুন: অনুব্রতর চড়াম চড়াম মদনের গলাতেও

আজ আরও একবার বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের প্রতি সমবেদনা জানান তৃণমূল বিধায়ক । তিনি কি দিলীপ ঘোষকে তৃণমূলে আহ্বান জানাচ্ছেন? এনিয়ে প্রশ্ন রয়েছে । তিনি বলেন, "ক'দিন আগে পর্যন্ত আমি দিলীপ ঘোষের বিরুদ্ধে বলতাম । কারণ, তিনি অনেক খারাপ কথা বলেছেন । কিন্তু পরে শুনলাম, দলের নির্দেশেই তিনি সেসব মন্তব্য করতেন । কিন্তু সেই দল তাঁকে ছিবড়ে করে দিয়েছে । এখন তাঁর যে ওষুধ দরকার তা আমার জানা আছে । তিনি আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাঁর কানে সেই ওষুধ দিয়ে দেব । আসলে তিনি অভিমন্যু হয়ে গিয়েছেন । ব্যুহে ঢোকার রাস্তা জানলেও বেরিয়ে আসার রাস্তা তাঁর জানা নেই । তা আমার জানা আছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.