মালদা, 19 অগস্ট: বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার ৷ প্রতিবাদে মালদা-মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক-2 ব্লকের কাগমারি গীতামোড় এলাকায় ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ৷ মহিলার মৃত্যুতে প্রশাসনিক গাফিলতির অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷ মৃত মহিলার নাম সরোজিনী চৌধুরী (50) ৷ বাড়ি মোথাবাড়ি থানার অন্তর্গত কাগমারি এলাকায় ৷
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে সরোজিনী পুজোর বাজার করতে গিয়েছিলেন ৷ অভিযোগ, বাড়ি ফেরার পথে একটি 14 চাকার লরি দ্রুত গতিতে এসে তাঁকে পিষে দেয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার ৷ ঘটনার পর থেকে লরির চালক পলাতক বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ৷ ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে মালদা-মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মোথাবাড়ি থানার পুলিশ ৷ স্থানীয় বাসিন্দাদের শান্ত করে দেহটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছেন তারা ৷ মৃতের মেয়ে কাঞ্চন চৌধুরী বলেন, "সকাল সাড়ে আটটা নাগাদ বাজার করতে যাচ্ছিলেন মা ৷ সেই সময় গীতামোড় পেট্রল পাম্প এলাকায় একটি লরি মাকে পিষ্ট করে দেয় ৷ মায়ের দেহ এখনও লরির তলায় রয়েছে ৷"
আরও পড়ুন: শহরে ফের পুলকার দুর্ঘটনা! ঠাকুরপুকুরে চার পড়ুয়াকে নিয়ে ডিভাইডারে উঠল গাড়ি
স্থানীয় বাসিন্দা সনাতন চৌধুরী জানান, দুর্গাপুর স্ট্যান্ড থেকে ওই মহিলা পুজোর বাজার করে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় 14 চাকার একটি লরি জোর গতিতে এসে তাঁকে পিষে দেয় ৷ ওই মহিলার দেহ দুভাগে ভাগ হয়ে গিয়েছে ৷ তিনি বলেন," এভাবে দিনের পর দিন বেপরোয়া যান চলাচল চলছে ৷ প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না ৷ নামমাত্র কিছু জায়গায় নো-এনট্রির বোর্ড লাগানো আছে ৷ সেখানেও টাকার বিনিময়ে যান চলাচল চলছে ৷ সকাল 9টা এই ঘটনা ঘটেছে ৷ সেই সময় এত বড় লরি এই এলাকায় চলাচল করার কথা নয় ৷ এর আগেও এ ধরণের ঘটনা ঘটেছে ৷ আমরা ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করেছি ৷"