ETV Bharat / state

জমা জলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা, 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ - malda news

ইংরেজবাজার পৌরসভার বেহাল নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন । একাধিকবার পৌর প্রশাসনকে জানিয়েও কোনও ফল মেলেনি । আজ জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা ।

malda
malda
author img

By

Published : Sep 29, 2020, 3:59 PM IST

মালদা, 29 সেপ্টেম্বর : তিনমাস ধরে জলবন্দী ইংরেজবাজারের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । একাধিকবার পৌর প্রশাসনকে জানিয়েও কোনও ফল মেলেনি । প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আজ 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা । প্রায় ঘণ্টা তিনেকের অবরোধের পর ঘটনাস্থানে আসেন SDO সুরেশচন্দ্র রানো এবং প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি । দু'জনের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা ।

ইংরেজবাজার পৌরসভার বেহাল নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন । সামান্য বৃষ্টিতেই শহরের কৃষ্ণপল্লি, মালঞ্চপল্লি, প্রান্তপল্লি, রামকৃষ্ণপল্লি সহ বিভিন্ন এলাকায় জল জমে যায় । বর্ষার মরশুমে ঘর থেকে বের হওয়া দায় হয়ে ওঠে স্থানীয়দের । এ'বছরের বর্ষা শুরুতেই মালঞ্চপল্লি এলাকায় জল জমে যায় । এলাকায় বাসিন্দা প্রায় 500 পরিবার । তাঁদের নোংরা জল ঠেলেই যাওয়া আসা করছিলেন । একাধিকবার তাঁরা পৌর প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন । কিন্তু ফল মেলেনি ।

গত কয়েকদিনের বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় । রাস্তা দিয়ে যানবাহন চলাচলের বদলে চলতে শুরু করে ছোটো নৌকা । অবশেষে প্রশাসনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন্দারা । আজ তাঁরা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । মহিলারা রাস্তায় বসে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন । অবরোধের খবর পেয়ে ঘটনাস্থানে যায় ইংরেজবাজার থানার পুলিশ । তবে পুলিশের আশ্বাসে অবরোধ তুলতে রাজি হননি অবরোধকারীরা । প্রায় ঘণ্টা তিনেক পরে ঘটনাস্থানে আসেন SDO (সদর) সুরেশচন্দ্র রানো ও প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি । দুজনের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা ।

malda
জলমগ্ন রাস্তায় চলছে নৌকা

স্থানীয় বাসিন্দা মনীষা সাহা বলেন, “ছয় মাস ধরে এলাকা জলমগ্ন । আমরা বারবার কাউন্সিলর, চেয়ারম্যান ও প্রশাসনকে জানিয়েছি । কিন্তু কোনও সুরাহা হয়নি । ছয় মাস ধরে এলাকায় জল জমে রয়েছে । গত কয়েকদিনের বৃষ্টিতে সেই জল এখন মানুষের বাড়িতে উঠেছে । কোরোনা আবহে সরকার বারবার বলছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন । সেখানে আমরা নোংরা জলে দাঁড়িয়ে হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করব? আমরা অসহায় হয়ে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি ।” একই বক্তব্য অন্য এক বাসিন্দা সন্তোষ কুণ্ডুর ।

কী বলছেন স্থানীয় বাসিন্দারা ?

ঘটনা প্রসঙ্গে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসক নীহাররঞ্জন ঘোষ বলেন, “ওই এলাকায় জল নামার রাস্তা নেই । যেখানে জল জমেছে সেটা বিল । বিলের পাশে মানুষ বাড়ি তৈরি করায় বিলের জল বাড়লে সেই জল বাড়িতে চলে যাচ্ছে । যতক্ষণ পর্যন্ত বিলের জল না কমবে ততক্ষণ ওই এলাকা থেকে জল নামানোর কোনও রাস্তা নেই । তবে আজ যেভাবে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে তা ঠিক নয় । ইতিমধ্যে আমি প্রচুর টাকা উন্নয়নের জন্য বরাদ্দ করেছি । জলের জন্য সেই কাজ আটকে আছে । ”

মালদা, 29 সেপ্টেম্বর : তিনমাস ধরে জলবন্দী ইংরেজবাজারের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । একাধিকবার পৌর প্রশাসনকে জানিয়েও কোনও ফল মেলেনি । প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আজ 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা । প্রায় ঘণ্টা তিনেকের অবরোধের পর ঘটনাস্থানে আসেন SDO সুরেশচন্দ্র রানো এবং প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি । দু'জনের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা ।

ইংরেজবাজার পৌরসভার বেহাল নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন । সামান্য বৃষ্টিতেই শহরের কৃষ্ণপল্লি, মালঞ্চপল্লি, প্রান্তপল্লি, রামকৃষ্ণপল্লি সহ বিভিন্ন এলাকায় জল জমে যায় । বর্ষার মরশুমে ঘর থেকে বের হওয়া দায় হয়ে ওঠে স্থানীয়দের । এ'বছরের বর্ষা শুরুতেই মালঞ্চপল্লি এলাকায় জল জমে যায় । এলাকায় বাসিন্দা প্রায় 500 পরিবার । তাঁদের নোংরা জল ঠেলেই যাওয়া আসা করছিলেন । একাধিকবার তাঁরা পৌর প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন । কিন্তু ফল মেলেনি ।

গত কয়েকদিনের বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় । রাস্তা দিয়ে যানবাহন চলাচলের বদলে চলতে শুরু করে ছোটো নৌকা । অবশেষে প্রশাসনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন্দারা । আজ তাঁরা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । মহিলারা রাস্তায় বসে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন । অবরোধের খবর পেয়ে ঘটনাস্থানে যায় ইংরেজবাজার থানার পুলিশ । তবে পুলিশের আশ্বাসে অবরোধ তুলতে রাজি হননি অবরোধকারীরা । প্রায় ঘণ্টা তিনেক পরে ঘটনাস্থানে আসেন SDO (সদর) সুরেশচন্দ্র রানো ও প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি । দুজনের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা ।

malda
জলমগ্ন রাস্তায় চলছে নৌকা

স্থানীয় বাসিন্দা মনীষা সাহা বলেন, “ছয় মাস ধরে এলাকা জলমগ্ন । আমরা বারবার কাউন্সিলর, চেয়ারম্যান ও প্রশাসনকে জানিয়েছি । কিন্তু কোনও সুরাহা হয়নি । ছয় মাস ধরে এলাকায় জল জমে রয়েছে । গত কয়েকদিনের বৃষ্টিতে সেই জল এখন মানুষের বাড়িতে উঠেছে । কোরোনা আবহে সরকার বারবার বলছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন । সেখানে আমরা নোংরা জলে দাঁড়িয়ে হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করব? আমরা অসহায় হয়ে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি ।” একই বক্তব্য অন্য এক বাসিন্দা সন্তোষ কুণ্ডুর ।

কী বলছেন স্থানীয় বাসিন্দারা ?

ঘটনা প্রসঙ্গে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসক নীহাররঞ্জন ঘোষ বলেন, “ওই এলাকায় জল নামার রাস্তা নেই । যেখানে জল জমেছে সেটা বিল । বিলের পাশে মানুষ বাড়ি তৈরি করায় বিলের জল বাড়লে সেই জল বাড়িতে চলে যাচ্ছে । যতক্ষণ পর্যন্ত বিলের জল না কমবে ততক্ষণ ওই এলাকা থেকে জল নামানোর কোনও রাস্তা নেই । তবে আজ যেভাবে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে তা ঠিক নয় । ইতিমধ্যে আমি প্রচুর টাকা উন্নয়নের জন্য বরাদ্দ করেছি । জলের জন্য সেই কাজ আটকে আছে । ”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.