মালদা, 5 সেপ্টেম্বর : সিভিক ভলান্টিয়ারের সামনেই চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের অভিযোগ উঠল পুরাতন মালদায়। খবর পেয়ে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মঙ্গলবাড়ি আউট পোস্টের পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে সরিফ শেখ নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ধরেন স্থানীয় বাসিন্দারা। চোর সন্দেহে ওই ব্যক্তিকে ল্যাম্পপোস্টে বেঁধে চলতে থাকে গণপ্রহার। সিভিক ভলান্টিয়ারের সামনেই বাঁশ-লাঠি দিয়ে মারধর করা হয় ওই ব্যক্তিকে।
আরও পড়ুন : TMC leader Killed : চাঁচলে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, গোষ্ঠীদ্বন্দ্ব নাকি পরকীয়া ?
খবর পেয়ে মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। সেই ঘটনার তদন্তে নেমে এদিন নিতাই রবিদাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "এখনই বিষয়টি জানতে পারলাম। আক্রান্ত ব্যক্তির চিকিৎসার বিষয়টি দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় আমরা কঠোর ব্যবস্থা নেব। আইন হাতে নেওয়ার অধিকার কারোর নেই। মালদাবাসীর কাছে আবেদন আইন কেউ হাতে নেবেন না। কোনও কিছু সন্দেহ হলে পুলিশকে জানান, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"
আরও পড়ুন : Jamuria Agitation : জামুড়িয়ায় দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার, চলল গুলি
তিনি এ প্রসঙ্গে আরও বলেন "এর আগেও মালদায় এ ধরনের ঘটনা সামনে এসেছে। প্রতিটি ঘটনায় পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। অনেককে গ্রেফতারও করা হয়েছে। আমরা মানুষকে আইন হাতে তুলে না নেওয়ার বার্তা দিচ্ছি।"