মালদা, 3 জুলাই : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিরপ্রতিবাদে দেশের বিভিন্ন বিরোধী দল সরব হয়েছেন ৷ এবার গবাদি পশু দিয়ে মোটরবাইকটানিয়ে প্রতিবাদ দেখাল বাম নেতৃত্ব ৷ পাশাপাশি হরিশ্চন্দ্রপুরে প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভদেখান বামফ্রন্টের কর্মী-সমর্থকরা ৷
দিনেরপর দিন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে জেলার সমস্ত রাজনৈতিকদলগুলি ৷ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসম নূর সাংবাদিক বৈঠক করেকেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন ৷ প্রতিবাদ মিছিল করে জেলাশাসকের কাছে যৌথভাবেস্মারকলিপি তুলে দেয় বাম-কংগ্রেস নেতৃত্ব ৷ ফের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিরপ্রতিবাদে সরব হয়েছে বাম নেতৃত্ব ৷ আজ দুপুরে হরিশ্চন্দ্রপুরের দলীয় কার্যালয় থেকেশুরু করে বিক্ষোভ মিছিল শহীদ মোড়ে শেষ হয় ৷ সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান বাম সমর্থকরা৷
CPI(M)-র রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস বলেন, “গত কয়েকদিন ধরে পেট্রল-ডিজ়েলের মূল্য লাগাতার বেড়েইচলেছে ৷ যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে তখন আমাদের দেশে পেট্রোপণ্যের দামবেড়েই চলেছে ৷ দিনের পর দিন পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে আম আদমির মাথায় হাত পড়েছে৷ পেট্রোলের মূল্যবৃদ্ধিতে গবাদি পশু দিয়ে মোটরবাইক টানতে হচ্ছে ৷ ভ্যানে করেমোটরবাইক নিয়ে যাওয়া হচ্ছে ৷ আমরা এই প্রতিবাদের মধ্যে দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণকরতে চাইছি ৷”