ETV Bharat / state

Panchayat Election Results 2023: গণনাকেন্দ্রের সামনে ভিড় সরাতে লাঠিচার্জ পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

author img

By

Published : Jul 11, 2023, 4:25 PM IST

ইংরেবাজার ব্লকে গণনাকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা ৷ পরিস্থিতি সামাল দিতে ও ভিড় সরানোর জন্য লাঠিচার্জ করল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷ ভিড় সরার কিছুক্ষণ পর শুরু হয় গণনা ৷ মালদা জেলা স্কুলে ইংরেজবাজার ব্লকের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট গণনা হচ্ছে ৷

Panchayat Election Results 2023 ETV BHARAT
Panchayat Election Results 2023
ইংরেবাজার ব্লকে গণনাকেন্দ্রে রাজনৈতিক দলের কর্মীদের ভিড়ে বিশৃঙ্খলা

মালদা, 11 জুলাই: ইংরেজবাজার ব্লকের ভোটগণনা কেন্দ্রের বাইরে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ৷ গণনা কেন্দ্রের বাইরে জমায়েত করা লোকজনকে সরাতে লাঠিচার্জ করা হয় বলে খবর ৷ গণনা কেন্দ্র থেকে 100 মিটার দূরে সরিয়ে দেওয়া হয় ওই ভিড়কে ৷ জানা গিয়েছে, শাসকদল-সহ বিরোধী দলগুলির কর্মী সমর্থকরা ইংরেজবাজার ব্লকের গণনা কেন্দ্র মালদা জেলা স্কুলের সামনে ভিড় করেছিলেন ৷ যার জেরে গণনা শুরু করার জন্য আধিকারিক এবং কাউন্টিং এজেন্টরা ভিতরে প্রবেশ করতে পারছিলেন না ৷

নির্ধারিত সময়ে ভোটগণনা শুরু করা যায়নি মালদার ইংরেজবাজার ব্লকের গণনা কেন্দ্রে ৷ অভিযোগ কাউন্টিং এজেন্ট-সহ আধিকারিকরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন ৷ এরই মধ্যে গণনাকেন্দ্রের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ভিড় করতে থাকেন ৷ এর ফলে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় গণনাকেন্দ্রের বাইরে ৷ ফলে সঠিক সময়ে গণনা শুরু করা যায়নি ৷ তবে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এর পর মাঠে নামে ৷ তারা লাঠিচার্জ করে গণনাকেন্দ্রের প্রবেশদ্বারের সামনে জমায়েত করা ভিড়কে সরিয়ে দেয় ৷ এর পর ধীরে ধীরে সব দলের কাউন্টিং এজেন্টরা ভিতরে ঢুকতে শুরু করে ৷

উল্লেখ্য, ইংরেজবাজার ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোটগণনা হচ্ছে মালদা জেলা স্কুলে ৷ যেখান নির্বাচনের আগে থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ৷ ওই গণনা কেন্দ্রের নিরাপত্তায় 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে ৷ পাশাপাশি, সেখানে রাজ্য পুলিশের বাহিনীকে রাখা হয়েছে ৷

আরও পড়ুন: ভোট গণনা শুরু হতেই বোমাবাজি, উত্তপ্ত ডায়মন্ডহারবার

কমিশন জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী 1 দিনের মধ্যে গণনা শেষ করতে হবে ৷ আর তা সম্ভব না হলে, কোনও বিরতি ছাড়াই গণনা চালিয়ে যেতে হবে ৷ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে দুই রাউন্ড করে গণনা হবে ৷

ইংরেবাজার ব্লকে গণনাকেন্দ্রে রাজনৈতিক দলের কর্মীদের ভিড়ে বিশৃঙ্খলা

মালদা, 11 জুলাই: ইংরেজবাজার ব্লকের ভোটগণনা কেন্দ্রের বাইরে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ৷ গণনা কেন্দ্রের বাইরে জমায়েত করা লোকজনকে সরাতে লাঠিচার্জ করা হয় বলে খবর ৷ গণনা কেন্দ্র থেকে 100 মিটার দূরে সরিয়ে দেওয়া হয় ওই ভিড়কে ৷ জানা গিয়েছে, শাসকদল-সহ বিরোধী দলগুলির কর্মী সমর্থকরা ইংরেজবাজার ব্লকের গণনা কেন্দ্র মালদা জেলা স্কুলের সামনে ভিড় করেছিলেন ৷ যার জেরে গণনা শুরু করার জন্য আধিকারিক এবং কাউন্টিং এজেন্টরা ভিতরে প্রবেশ করতে পারছিলেন না ৷

নির্ধারিত সময়ে ভোটগণনা শুরু করা যায়নি মালদার ইংরেজবাজার ব্লকের গণনা কেন্দ্রে ৷ অভিযোগ কাউন্টিং এজেন্ট-সহ আধিকারিকরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন ৷ এরই মধ্যে গণনাকেন্দ্রের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ভিড় করতে থাকেন ৷ এর ফলে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় গণনাকেন্দ্রের বাইরে ৷ ফলে সঠিক সময়ে গণনা শুরু করা যায়নি ৷ তবে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এর পর মাঠে নামে ৷ তারা লাঠিচার্জ করে গণনাকেন্দ্রের প্রবেশদ্বারের সামনে জমায়েত করা ভিড়কে সরিয়ে দেয় ৷ এর পর ধীরে ধীরে সব দলের কাউন্টিং এজেন্টরা ভিতরে ঢুকতে শুরু করে ৷

উল্লেখ্য, ইংরেজবাজার ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোটগণনা হচ্ছে মালদা জেলা স্কুলে ৷ যেখান নির্বাচনের আগে থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ৷ ওই গণনা কেন্দ্রের নিরাপত্তায় 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে ৷ পাশাপাশি, সেখানে রাজ্য পুলিশের বাহিনীকে রাখা হয়েছে ৷

আরও পড়ুন: ভোট গণনা শুরু হতেই বোমাবাজি, উত্তপ্ত ডায়মন্ডহারবার

কমিশন জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী 1 দিনের মধ্যে গণনা শেষ করতে হবে ৷ আর তা সম্ভব না হলে, কোনও বিরতি ছাড়াই গণনা চালিয়ে যেতে হবে ৷ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে দুই রাউন্ড করে গণনা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.