মালদা, 5 মে: যান্ত্রিক গোলযোগের কারণে কাটিহার-মালদা টাউন প্যাসেঞ্জারের একটি বগির নিচে আগুন ধরে যায় ৷ ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা । কোনোমতে ট্রেনটি এসে পৌঁছায় সামসি স্টেশনে ৷ সেখানেই নেভানো হয়েছে বগির আগুন । শুক্রবার এই ঘটনার জেরে ভালুকা স্টেশনে দাঁড়িয়ে পড়ে বন্দেভারত এক্সপ্রেস ৷
জানা গিয়েছে, 55702 কাটিহার-মালদা টাউন প্যাসেঞ্জার এক্সপ্রেস মালদা টাউন যাচ্ছিল ৷ এক যাত্রীর বয়ান অনুযায়ী, পথে হঠাৎ যান্ত্রিক গোলযোগের কারণে মালদা স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের একটি বগিতে আগুন ধরে যায় ৷ ধোঁয়া দেখেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ কোনওমতে ট্রেন সামসি স্টেশনে নিয়ে আসা হয় ৷ ভয় পেয়ে যাত্রীদের ট্রেন থেকে নামার হিড়িক পড়ে যায় ৷ এই ঘটনা সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন এক যাত্রী ৷
তিনি জানিয়েছেন, সন্ধে 6টা 15 মিনিটে এই ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছনোর কথা থাকলেও এখনও সেই ট্রেন মালদায় এসে পৌঁছায়নি ৷ রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনার জেরে ভালুকা স্টেশনে আটকে পড়ে বন্দেভারত এক্সপ্রেস ৷ প্রায় আধ ঘণ্টা পর মালদা টাউন স্টেশনে এসে পৌঁছায় রাজ্যে সবচেয়ে প্রিমিয়াম ট্রেন ৷
আরও পড়ুন: নিউ তিনসুকিয়া-বেঙ্গালুরুগামী ট্রেনে আগুন, নিরাপদেই যাত্রীরা
সোশাল মিডিয়ায় ওই ব্যক্তি জানান, তিনি কাটিহার-মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেনে মালদায় আসছিলেন ৷ পথে ওই ট্রেনের একটি বগির নিচে আগুন ধরে যায় ৷ কোনওমতে তাঁদের সামসি স্টেশনে নিয়ে আসা হয়েছে ৷ সমস্ত যাত্রীদের ওই স্টেশনে নামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ৷ এখন তাঁরা কীভাবে মালদায় পৌঁছাবেন তাঁদের জানা নেই ৷
ঘটনা প্রসঙ্গে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় এনএফ রেলওয়ে ডিভিশনের তরফে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হয়েছে ৷ কাটিহার-মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন সন্ধে 6টা 15 মিনিটে মালদায় আসার কথা থাকলেও এখনও সেই ট্রেন এসে পৌঁছায়নি ৷ ওই রেলওয়ে ডিভিশনের তরফে ট্রেন কখন আসবে তা নিয়ে কোনও তথ্য এখনও আসেনি ৷ ঘটনার জেরে মালদা টাউন স্টেশনে বন্দেভারত এক্সপ্রেস খানিক দেরিতে এসে পৌঁছয় ৷