ETV Bharat / state

Malda Muncipality Election 2022: নির্দল হিসেবে প্রচার শুরু প্রাক্তন সিপিএম কাউন্সিলরের - Malda Muncipality Election 2022

ইংরেজবাজার পৌর নির্বাচনে 24 নম্বর ওয়ার্ডে সিপিএম এবার প্রার্থী করেনি সুতপা দাসকে (Independent Candidate Campaign In Malda)। তাই নির্দল হিসেবেই লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যে প্রচারও শুরু করেছেন তিনি।

 Independent Candidate Campaign In Malda
Independent Candidate Campaign In Malda
author img

By

Published : Jan 31, 2022, 1:06 PM IST

মালদা, 31 জানুয়ারি: শুরুতেই গোঁজের কাঁটা। গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিপিএমের প্রতীকে। জয়ও পেয়েছিলেন। এবার তাঁকে টিকিট দেওয়ার কথা ভাবেনি সিপিএম। তাই নির্দল হিসেবে এবার ইংরেজবাজার পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে লড়াই করতে চলেছেন সুতপা দাস (Independent Candidate Campaign In Malda)। তাঁর প্রচারও শুরু হয়ে গিয়েছে ওয়ার্ডে। এখনও প্রকাশ্যে না দেখা গেলেও সুতপাদেবী জানিয়েছেন, সিপিএমের সঙ্গে এখন তাঁর আর কোনও যোগাযোগ নেই।

ইংরেজবাজার পৌরসভার 24 নম্বর ওয়ার্ড বরাবরই বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তৃণমূল জমানায় গত নির্বাচনেও এই ওয়ার্ডে জয় পেয়েছিলেন সিপিএম প্রার্থী সুতপা। আরও কয়েকটি ওয়ার্ডে জয় পেয়েছিলেন বাম প্রার্থীরা। কিন্তু নির্বাচনের পর দু'জন বাদে অন্যান্য বাম কাউন্সিলররা শাসকদলে যোগ দেন। যে দু'জন খাতায়কলমে দলবদল করেননি তাঁদের একজন 29 নম্বর ওয়ার্ডের দুলালনন্দন চাকি, অন্যজন 24 নম্বর ওয়ার্ডের সুতপা দাস। সিপিএমের প্রতীকে দুলালবাবুকে এবারও 29 নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে বামফ্রন্ট। 24 নম্বর ওয়ার্ডে সেই প্রতীকে প্রার্থী করা হয়েছে কৃষ্ণ ঘোষকে।

সুতপা এখনও পর্যন্ত শাসকদলে যোগ না দিলেও তাঁর সঙ্গে দলের যোগাযোগ গত নির্বাচনের কিছুদিন পর থেকেই পুরোপুরি বিচ্ছিন্ন। রাজনৈতিক মহল বলছে, এর পিছনে রয়েছেন তাঁর ঠিকাদার স্বামী। নিজের ব্যবসার স্বার্থে তিনি পুরোপুরি শাসকদলের দিকে ভিড়ে গিয়েছেন। এই শহরের বেশিরভাগ সরকারি ও বেসরকারি ঠিকাদারি কাজের বরাত মূলত তিনিই পান। শুধু তাই নয়, পৌর এলাকার বিভিন্ন জলাভূমি বোজানোর ঘটনাতেও বারবার তাঁর নাম সামনে উঠে এসেছে। অবশ্য বাম আমলেও তাঁর বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ ছিল।

আরও পড়ুন: রাস্তায় দাঁড়িয়ে ইংরেজবাজার পৌরভোটের প্রার্থী তালিকা প্রকাশ বাম নেতৃত্বের

এমনিতেই এখন নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে বামফ্রন্ট। রাজনীতিতে টিকে থাকতে তারা নতুন প্রজন্মের দিকে ঝুঁকেছে। 24 নম্বর ওয়ার্ডে সুতপাকে যে প্রার্থী করা হবে না, তা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। তাই সেখানে এবার বামেদের নতুন মুখ কৃষ্ণ। যদিও এসবের মধ্যে না থেকে সুতপার সমর্থনে প্রচার শুরু করে দিয়েছেন তাঁর অনুগামীরা। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। তাঁর এক অনুগামী বাপি দে বলেন, "আসন্ন পৌর নির্বাচনে আমাদের প্রার্থী সুতপা দাস কোনও দলের সমর্থনে প্রার্থী হচ্ছেন না। তিনি নির্দল প্রার্থী হিসেবেই 24 নম্বর ওয়ার্ড থেকে ভোটে লড়বেন। আজ থেকে আমরা তাঁর সমর্থনে প্রচার শুরু করলাম। দেওয়াল লিখনের পর আমাদের প্রার্থীর সমর্থনে পথসভাও করা হবে।"

মালদা, 31 জানুয়ারি: শুরুতেই গোঁজের কাঁটা। গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিপিএমের প্রতীকে। জয়ও পেয়েছিলেন। এবার তাঁকে টিকিট দেওয়ার কথা ভাবেনি সিপিএম। তাই নির্দল হিসেবে এবার ইংরেজবাজার পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে লড়াই করতে চলেছেন সুতপা দাস (Independent Candidate Campaign In Malda)। তাঁর প্রচারও শুরু হয়ে গিয়েছে ওয়ার্ডে। এখনও প্রকাশ্যে না দেখা গেলেও সুতপাদেবী জানিয়েছেন, সিপিএমের সঙ্গে এখন তাঁর আর কোনও যোগাযোগ নেই।

ইংরেজবাজার পৌরসভার 24 নম্বর ওয়ার্ড বরাবরই বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তৃণমূল জমানায় গত নির্বাচনেও এই ওয়ার্ডে জয় পেয়েছিলেন সিপিএম প্রার্থী সুতপা। আরও কয়েকটি ওয়ার্ডে জয় পেয়েছিলেন বাম প্রার্থীরা। কিন্তু নির্বাচনের পর দু'জন বাদে অন্যান্য বাম কাউন্সিলররা শাসকদলে যোগ দেন। যে দু'জন খাতায়কলমে দলবদল করেননি তাঁদের একজন 29 নম্বর ওয়ার্ডের দুলালনন্দন চাকি, অন্যজন 24 নম্বর ওয়ার্ডের সুতপা দাস। সিপিএমের প্রতীকে দুলালবাবুকে এবারও 29 নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে বামফ্রন্ট। 24 নম্বর ওয়ার্ডে সেই প্রতীকে প্রার্থী করা হয়েছে কৃষ্ণ ঘোষকে।

সুতপা এখনও পর্যন্ত শাসকদলে যোগ না দিলেও তাঁর সঙ্গে দলের যোগাযোগ গত নির্বাচনের কিছুদিন পর থেকেই পুরোপুরি বিচ্ছিন্ন। রাজনৈতিক মহল বলছে, এর পিছনে রয়েছেন তাঁর ঠিকাদার স্বামী। নিজের ব্যবসার স্বার্থে তিনি পুরোপুরি শাসকদলের দিকে ভিড়ে গিয়েছেন। এই শহরের বেশিরভাগ সরকারি ও বেসরকারি ঠিকাদারি কাজের বরাত মূলত তিনিই পান। শুধু তাই নয়, পৌর এলাকার বিভিন্ন জলাভূমি বোজানোর ঘটনাতেও বারবার তাঁর নাম সামনে উঠে এসেছে। অবশ্য বাম আমলেও তাঁর বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ ছিল।

আরও পড়ুন: রাস্তায় দাঁড়িয়ে ইংরেজবাজার পৌরভোটের প্রার্থী তালিকা প্রকাশ বাম নেতৃত্বের

এমনিতেই এখন নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে বামফ্রন্ট। রাজনীতিতে টিকে থাকতে তারা নতুন প্রজন্মের দিকে ঝুঁকেছে। 24 নম্বর ওয়ার্ডে সুতপাকে যে প্রার্থী করা হবে না, তা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। তাই সেখানে এবার বামেদের নতুন মুখ কৃষ্ণ। যদিও এসবের মধ্যে না থেকে সুতপার সমর্থনে প্রচার শুরু করে দিয়েছেন তাঁর অনুগামীরা। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। তাঁর এক অনুগামী বাপি দে বলেন, "আসন্ন পৌর নির্বাচনে আমাদের প্রার্থী সুতপা দাস কোনও দলের সমর্থনে প্রার্থী হচ্ছেন না। তিনি নির্দল প্রার্থী হিসেবেই 24 নম্বর ওয়ার্ড থেকে ভোটে লড়বেন। আজ থেকে আমরা তাঁর সমর্থনে প্রচার শুরু করলাম। দেওয়াল লিখনের পর আমাদের প্রার্থীর সমর্থনে পথসভাও করা হবে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.