ETV Bharat / state

IT Raids in Malda: অভিষেক-মমতার সফরের আগেই মালদায় তৃণমূল নেতার বাড়িতে আয়কর তল্লাশি - IT Raids in Malda

অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় পৌঁছনোর আগেই গৌড়বঙ্গে পা দিল আয়কর দফতর ৷ হানা দিল তৃণমূল নেতার বাড়ি ও অফিসে ৷ এখনও তল্লাশি চলছে ৷

IT Raids at TMC Leader House
মালদায় তৃণমূল নেতার বাড়িতে আয়কর হানা
author img

By

Published : May 3, 2023, 12:53 PM IST

Updated : May 3, 2023, 1:10 PM IST

মালদায় তৃণমূল নেতার বাড়িতে আয়কর তল্লাশি

মালদা, 3 মে: ত্রহ্যস্পর্শ ৷ আর ঘণ্টাখানেকের মধ্যেই মালদায় ঢুকছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রাতে মালদা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গৌড়বঙ্গে তাঁদের সফরের ঠিক আগেই জেলায় পা পড়ল আয়কর দফতরের ৷ কিছুক্ষণ আগেই আয়কর দফতরের একটি দল জেলার তৃণমূল নেতা হেমন্ত শর্মার বাড়িতে ঢুকেছে ৷ এই মুহূর্তে দফতরের আধিকারিকরা হেমন্তর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ৷ শুধু তাঁর বাড়িতে নয়, আরও দু'জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দফতরেরর আধিকারিকরা ৷ বুলবুলচণ্ডিতে হেমন্ত শর্মার রাইস মিলে এবং মালদা শহরে আসবাবের দোকান ও সঙ্গে থাকা অফিসে তল্লাশি চালানো হচ্ছে ৷

হেমন্ত শর্মা জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক ৷ দলের জেলা কো-অর্ডিনেটর পদেও দীর্ঘদিন বহাল ছিলেন তিনি ৷ একসময় উত্তর মালদার সাংসদ তথা জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম নুরের আপ্ত সহায়কের দায়িত্ব সামলেছেন ৷ এখনও মৌসমের ছায়াসঙ্গী তিনি ৷ তবে বর্তমানে তিন শাসকদলের কোনও পদাধিকারী নন ৷ পেশায় ব্যবসায়ী হেমন্তর ইংরেজবাজারের সুস্থানি মোড়ে বিশাল গোডাউন রয়েছে ৷ আন্তর্জাতিক রফতানিকারক হিসাবেও নাম রয়েছে তাঁর ৷ পৈতৃক বাড়ি হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডিতে ৷ তবে কয়েক বছর আগেই তিনি সেখানকার পাট চুকিয়ে মালদা শহরে চলে আসেন হেমন্ত শর্মা ৷ শহরের সর্বমঙ্গলা পল্লিতে প্রাসাদোপম বাড়ি রয়েছে তাঁর ৷

এদিন সকালে আয়কর দফতরের একটি দল হেমন্ত শর্মার বুলবুলচণ্ডির বাড়িতে হানা দেয় ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, হেমন্তর ভাই জিতেন শর্মার খোঁজেই আয়কর আধিকারিকরা বুলবুলচণ্ডি গিয়েছিলেন ৷ তবে ওই বাড়িতে তাঁরা জিতেনকে পাননি ৷ একই সময় আয়কর দফতরের আরও একটি দল পাঁচটি গাড়ি নিয়ে হানা দেয় হেমন্তর বাড়িতে ৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই দফতরের আধিকারিকরা হেমন্তর বাড়িতে ঢুকে পড়েন ৷ খবর পেয়ে খানিক আগে ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷ তল্লাশি চলাকালীন আয়কর দফতরের এক আধিকারিক ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন ৷ তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, "এখন আমাদের অনেক কাজ রয়েছে ৷"

আরও পড়ুন: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইডির হানা, বাড়ি-অফিসে জারি তল্লাশি

মালদায় তৃণমূল নেতার বাড়িতে আয়কর তল্লাশি

মালদা, 3 মে: ত্রহ্যস্পর্শ ৷ আর ঘণ্টাখানেকের মধ্যেই মালদায় ঢুকছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রাতে মালদা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গৌড়বঙ্গে তাঁদের সফরের ঠিক আগেই জেলায় পা পড়ল আয়কর দফতরের ৷ কিছুক্ষণ আগেই আয়কর দফতরের একটি দল জেলার তৃণমূল নেতা হেমন্ত শর্মার বাড়িতে ঢুকেছে ৷ এই মুহূর্তে দফতরের আধিকারিকরা হেমন্তর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ৷ শুধু তাঁর বাড়িতে নয়, আরও দু'জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দফতরেরর আধিকারিকরা ৷ বুলবুলচণ্ডিতে হেমন্ত শর্মার রাইস মিলে এবং মালদা শহরে আসবাবের দোকান ও সঙ্গে থাকা অফিসে তল্লাশি চালানো হচ্ছে ৷

হেমন্ত শর্মা জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক ৷ দলের জেলা কো-অর্ডিনেটর পদেও দীর্ঘদিন বহাল ছিলেন তিনি ৷ একসময় উত্তর মালদার সাংসদ তথা জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম নুরের আপ্ত সহায়কের দায়িত্ব সামলেছেন ৷ এখনও মৌসমের ছায়াসঙ্গী তিনি ৷ তবে বর্তমানে তিন শাসকদলের কোনও পদাধিকারী নন ৷ পেশায় ব্যবসায়ী হেমন্তর ইংরেজবাজারের সুস্থানি মোড়ে বিশাল গোডাউন রয়েছে ৷ আন্তর্জাতিক রফতানিকারক হিসাবেও নাম রয়েছে তাঁর ৷ পৈতৃক বাড়ি হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডিতে ৷ তবে কয়েক বছর আগেই তিনি সেখানকার পাট চুকিয়ে মালদা শহরে চলে আসেন হেমন্ত শর্মা ৷ শহরের সর্বমঙ্গলা পল্লিতে প্রাসাদোপম বাড়ি রয়েছে তাঁর ৷

এদিন সকালে আয়কর দফতরের একটি দল হেমন্ত শর্মার বুলবুলচণ্ডির বাড়িতে হানা দেয় ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, হেমন্তর ভাই জিতেন শর্মার খোঁজেই আয়কর আধিকারিকরা বুলবুলচণ্ডি গিয়েছিলেন ৷ তবে ওই বাড়িতে তাঁরা জিতেনকে পাননি ৷ একই সময় আয়কর দফতরের আরও একটি দল পাঁচটি গাড়ি নিয়ে হানা দেয় হেমন্তর বাড়িতে ৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই দফতরের আধিকারিকরা হেমন্তর বাড়িতে ঢুকে পড়েন ৷ খবর পেয়ে খানিক আগে ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷ তল্লাশি চলাকালীন আয়কর দফতরের এক আধিকারিক ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন ৷ তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, "এখন আমাদের অনেক কাজ রয়েছে ৷"

আরও পড়ুন: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইডির হানা, বাড়ি-অফিসে জারি তল্লাশি

Last Updated : May 3, 2023, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.