ETV Bharat / state

দলেই আছি, মিথ্যে খবর প্রচার করা হচ্ছে : মৌসম - Mausam Noor

আমি দলেই আছি। আমার বিরুদ্ধে মিথ্যে খবর প্রচার করা হচ্ছে। সাংবাদিক সম্মেলন করে জানালেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর।

Mausam Noor
মৌসম নুর
author img

By

Published : Dec 5, 2020, 6:04 PM IST

মালদা, 5 ডিসেম্বর : দলেই রয়েছেন তিনি । তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে । তারই ফলে কিছু সংবাদ মাধ্যম ও সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে ভুল খবর প্রচার করা হচ্ছে । তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনও যোগাযোগ নেই । রীতিমতো সাংবাদিক সম্মেলন করে আজ একথা জানিয়েছেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর । তিনি আরও বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছি । নেত্রীও আমার উপর যথেষ্ট আস্থা রেখেছেন ।"

গতকাল বেশ কিছু সংবাদমাধ্যমে প্রচারিত হয়, শুভেন্দুর পর এবার দল ছাড়তে চলেছেন মালদা জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর । তিনি নাকি নিজের ইস্তফাপত্র দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছেন । এরপরেই প্রবল গুঞ্জন শুরু হয় জেলার রাজনৈতিক মহলে । তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যেও জল্পনা শুরু হয় । যদিও গতকাল রাতেই মৌসম ইটিভি ভারতকে জানিয়েছিলেন, এমন কোনও ঘটনা ঘটেনি । তিনি তৃণমূলেই আছেন । গতকাল রাতেও তিনি নেত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন । কিন্তু এনিয়ে জল্পনা বাড়তেই থাকে । শেষ পর্যন্ত আজ সাংবাদিক সম্মেলন ডাকেন তিনি ।

দলেই আছি, মিথ্যে খবর প্রচার করা হচ্ছে : মৌসম নুর

সাংবাদিক বৈঠকে মৌসম নুর বলেন, "কিছু সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় একটি খবর দেখানো হচ্ছে, আমি নাকি দলের পদ থেকে ইস্তফা দিয়েছি বা ইস্তফা দিতে চেয়েছি । এটা পুরোপুরি মিথ্যে খবর । আমাকে খাটো করার জন্য । নেতৃত্বের কাছে ভুল বার্তা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এই খবর প্রচার করা হচ্ছে । মালদার দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্ত করার জন্যও এই মিথ্যে খবর প্রচার করা হতে পারে । কিছুদিন আগে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের শীর্ষ নেতৃত্ব কলকাতায় মালদা জেলা নিয়ে একটি বৈঠক ডাকেন । সেখানে জেলার বেশ কয়েকজন নেতা-নেত্রীকে ডেকে পাঠানো হয়েছিল । জ্বর থাকায় আমি সেই বৈঠকে যেতে পারিনি । তা নিয়েও আমার বিরুদ্ধে মিথ্যে খবর প্রচার করা হয়েছিল । আমি নাকি দলের কাজে সন্তুষ্ট নই । কিন্তু এমন কোনও বিষয় নেই । মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মালদা জেলার দায়িত্ব দিয়েছেন । আমি তাঁর নেতৃত্বেই কাজ করছি । মালদা জেলার কোর কমিটির সদস্যরাও আমাকে সবসময় সহযোগিতা করছেন । এবারের ভোটে আমরা এখানে 12টি আসনই দখল করব । আমার মনে হয় বাইরের কোনও শক্তি আমার বিরুদ্ধে চক্রান্ত করছে । এটা বিজেপির ছকও হতে পারে । আর শুভেন্দু অধিকারী এক সময় এই জেলার অবজ়ারভার ছিলেন । সেই সময় আমি নবান্নে তৃণমূলে যোগ দিয়েছিলাম । নেত্রীর উপস্থিতিতে আমি এই দলে যোগ দিয়েছি । ফলে শুভেন্দুবাবু এখন কী করবেন তা নিয়ে আমার জানা নেই । এনিয়ে আমি কিছু বলতেও চাই না । তাঁর সঙ্গে আমার যোগাযোগ নেই । আমি নেত্রীর কথাতেই দল পরিচালনা করছি ।"

আরও পড়ুন : জল মাপা শুরু অনুগামীদের, 'চুপ' থাকার পরামর্শ শুভেন্দুর

মালদা, 5 ডিসেম্বর : দলেই রয়েছেন তিনি । তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে । তারই ফলে কিছু সংবাদ মাধ্যম ও সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে ভুল খবর প্রচার করা হচ্ছে । তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনও যোগাযোগ নেই । রীতিমতো সাংবাদিক সম্মেলন করে আজ একথা জানিয়েছেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর । তিনি আরও বলেন, " মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছি । নেত্রীও আমার উপর যথেষ্ট আস্থা রেখেছেন ।"

গতকাল বেশ কিছু সংবাদমাধ্যমে প্রচারিত হয়, শুভেন্দুর পর এবার দল ছাড়তে চলেছেন মালদা জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর । তিনি নাকি নিজের ইস্তফাপত্র দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছেন । এরপরেই প্রবল গুঞ্জন শুরু হয় জেলার রাজনৈতিক মহলে । তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যেও জল্পনা শুরু হয় । যদিও গতকাল রাতেই মৌসম ইটিভি ভারতকে জানিয়েছিলেন, এমন কোনও ঘটনা ঘটেনি । তিনি তৃণমূলেই আছেন । গতকাল রাতেও তিনি নেত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন । কিন্তু এনিয়ে জল্পনা বাড়তেই থাকে । শেষ পর্যন্ত আজ সাংবাদিক সম্মেলন ডাকেন তিনি ।

দলেই আছি, মিথ্যে খবর প্রচার করা হচ্ছে : মৌসম নুর

সাংবাদিক বৈঠকে মৌসম নুর বলেন, "কিছু সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় একটি খবর দেখানো হচ্ছে, আমি নাকি দলের পদ থেকে ইস্তফা দিয়েছি বা ইস্তফা দিতে চেয়েছি । এটা পুরোপুরি মিথ্যে খবর । আমাকে খাটো করার জন্য । নেতৃত্বের কাছে ভুল বার্তা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এই খবর প্রচার করা হচ্ছে । মালদার দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্ত করার জন্যও এই মিথ্যে খবর প্রচার করা হতে পারে । কিছুদিন আগে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের শীর্ষ নেতৃত্ব কলকাতায় মালদা জেলা নিয়ে একটি বৈঠক ডাকেন । সেখানে জেলার বেশ কয়েকজন নেতা-নেত্রীকে ডেকে পাঠানো হয়েছিল । জ্বর থাকায় আমি সেই বৈঠকে যেতে পারিনি । তা নিয়েও আমার বিরুদ্ধে মিথ্যে খবর প্রচার করা হয়েছিল । আমি নাকি দলের কাজে সন্তুষ্ট নই । কিন্তু এমন কোনও বিষয় নেই । মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মালদা জেলার দায়িত্ব দিয়েছেন । আমি তাঁর নেতৃত্বেই কাজ করছি । মালদা জেলার কোর কমিটির সদস্যরাও আমাকে সবসময় সহযোগিতা করছেন । এবারের ভোটে আমরা এখানে 12টি আসনই দখল করব । আমার মনে হয় বাইরের কোনও শক্তি আমার বিরুদ্ধে চক্রান্ত করছে । এটা বিজেপির ছকও হতে পারে । আর শুভেন্দু অধিকারী এক সময় এই জেলার অবজ়ারভার ছিলেন । সেই সময় আমি নবান্নে তৃণমূলে যোগ দিয়েছিলাম । নেত্রীর উপস্থিতিতে আমি এই দলে যোগ দিয়েছি । ফলে শুভেন্দুবাবু এখন কী করবেন তা নিয়ে আমার জানা নেই । এনিয়ে আমি কিছু বলতেও চাই না । তাঁর সঙ্গে আমার যোগাযোগ নেই । আমি নেত্রীর কথাতেই দল পরিচালনা করছি ।"

আরও পড়ুন : জল মাপা শুরু অনুগামীদের, 'চুপ' থাকার পরামর্শ শুভেন্দুর

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.