মালদা, 7 অগস্ট: ভিনরাজ্যে সেলাইয়ের কাজ করে টাকা জমাচ্ছিলেন স্বামী ৷ ভেবেছিলেন, একটি টোটো কিনবেন ৷ তারপর টোটো চালিয়েই উপার্জনের ব্যবস্থা হবে ৷ ভিটে-মাটি, পরিবার ছেড়ে আর বাইরে যেতে হবে না ৷ তাঁর সেই আশায় জল ঢেলে দিলেন স্ত্রী ! স্বামীর জমানো দেড় লক্ষ টাকা এবং সোনার গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন তিনি (Wife Flees with Money and Gold) ! অন্তত এমনটাই দাবি করেছেন মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা সোহরব আলি ৷
এই যুবকের অভিযোগ, বাড়িতে তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান স্ত্রী রুবি বিবি ৷ তারপর সেই পুরুষের সঙ্গেই ঘর ছাড়েন তিনি (Malda Wife Flee) ৷ সঙ্গে নিয়ে যান স্বামীর মেহনতের সম্পদ ৷ হারানো টাকা, সোনা ফেরত পেতে এবং আইনত বিচ্ছেদের প্রক্রিয়া সারতে একবার অন্তত স্ত্রীর মুখোমুখি হতে চান সোহরব ৷ কিন্তু, গত তিনমাস ধরে বিস্তর খোঁজাখুঁজি করেও রুবির দেখা পাননি তিনি ৷ এই বিষয়ে আগেও থানায় অভিযোগ জানিয়েছিলেন ওই যুবক ৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি ৷ তাই আবারও হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হলেন সোহরব ও তাঁর পরিবারের সদস্যরা ৷
আরও পড়ুন: Died by Suicide: জা'য়ের সঙ্গে স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ! আত্মঘাতী গৃহবধূ
হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের ইসাদপুর গ্রামের বাসিন্দা সোহরাব আলি ৷ দিল্লিতে একটি সেলাই কারখানায় কাজ করেন তিনি ৷ নিজের এবং সংসারের খরচ সামলে প্রতি মাসে একটু একটু করে টাকা জমাতেন ৷ সেই টাকা পাঠাতেন বাড়িতে ৷ অভিযোগ, জমানো সেই দেড় লক্ষ টাকা নিয়েই চম্পট দিয়েছেন রুবি ৷ সঙ্গে নিয়ে গিয়েছেন, সমস্ত সোনার গয়না ৷ সোহরব নিজেই জানিয়েছেন, 2011 সালের রুবির সঙ্গে তাঁর বিয়ে হয় ৷ তাঁদের দুই সন্তান রয়েছে ৷ বছর খানেক আগে প্রথমবার স্ত্রীর পরকীয়ার কথা জানতে পারেন সোহরব ৷ পরবর্তীতে রুবি দাবি করেন, তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন ৷ কিন্তু, বাস্তবে যে তেমনটা ঘটেনি, তা এখন বুঝতে পারছেন বলে দাবি করেন সোহরব ৷ তাঁর সাফ কথা, স্ত্রীর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না তিনি ৷ শুধু পুলিশ তাঁর চুরি যাওয়া টাকা উদ্ধার করে দিক ৷
অন্যদিকে, রুবির মা রাহেলা বিবি জানিয়েছেন, তিনমাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে মেয়েকে শেষবার দেখেছিলেন ৷ মেয়ের পরকীয়ার কথাও স্বীকার করেছেন তিনি ৷ তবে, সোহরবের মতো তাঁরও ধারণা ছিল, সেসব এখন অতীত ৷ কিন্তু, আদতে যে রুবি কখনই তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি, তা বুঝতে পারেননি বলেই দাবি করেছেন রাহেলা ৷ পুলিশের কাছে তাঁর আবেদন, যেখান থেকে হোক, মেয়েকে ঘরে ফিরিয়ে আনুক তারা ৷