ETV Bharat / state

Gold Stolen from Bank Vault: ব্যাংকের ভল্ট থেকে উধাও 35 লক্ষ টাকার সোনা, গ্রেফতার 2 - ব্যাংকের ভল্ট

ব্যাংকের ভল্ট খুলতেই মাথায় হাত ব্যাংক কর্তৃপক্ষের ৷ নেই লক্ষ লক্ষ টাকার সোনা-সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী ৷ এরপরই ব্যাংকের অস্থায়ী কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তাকে ও তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Bank Robbery
ব্যাংক ডাকাতি
author img

By

Published : Apr 15, 2023, 7:37 AM IST

মালদা, 15 এপ্রিল: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভল্টের তালায় আটকে রয়েছে ভাঙা চাবি ও তামার তার ৷ বিষয়টি নজরে আসতেই সন্দেহ হয় ব্যাংক কর্তৃপক্ষের ৷ আর ভল্ট খুলতেই মাথায় বাজ পড়ে ৷ দেখা যায়, উধাও প্রায় 35 লক্ষ টাকার সোনা-সহ বেশ কিছু সামগ্রী ৷ ঘটনাটি ঘটেছে মালদা শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৷ অভিযোগের ভিত্তিতে ওই ব্যাংকের এক অস্থায়ী কর্মী ও তাঁর সহযোগীকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷ ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গিয়েছে, গত 6 এপ্রিল ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক ইঞ্জিনিয়ার লক্ষ করেন ভল্টের তালায় দু'টি তামার তার ঝুলছে ৷ ভল্টে ভাঙা চাবির কিছু অংশও আটকে রয়েছে ৷ এতেই সন্দেহ হয় ওই ইঞ্জিনিয়ারের ৷ সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি ব্যাংক ম্যানেজারকে জানান ৷ তড়িঘড়ি ওই ভল্ট খুলতেই দেখা যায় ভিতরে থাকা বেশ কিছু প্যাকেট উধাও ৷ কিছু সিল করা প্যাকেটও খোলা হয়েছে ৷

এরপরই শেষবার ভল্টের আশেপাশে ব্যাংকের যে অস্থায়ী কর্মীকে লক্ষ্য করা গিয়েছিল, তাঁর বাড়িতে ছুটে যায় ব্যাংক কর্তৃপক্ষ ৷ ওই ব্যক্তিকে ফোন করারও চেষ্টা করা হয়েছিস ৷ কিন্তু ওই ব্যক্তির ফোন সুইচ অফ থাকায় সন্দেহ বাড়ে ৷ পরে অস্থায়ী কর্মীর ফোন চালু হলে তাঁর কাছ থেকে সব ঘটনা জানতে চাওয়া হয় ৷ জেরায় চাপের মুখে ওই ব্যক্তি স্বীকার করে, সে ভল্ট থেকে সোনা নিয়েছে এবং তা অন্য একটি ফাইন্যান্স কোম্পানিকে দিয়েছে ৷

এরপরেই ব্যাংকের তরফে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগের ভিত্তিতে অস্থায়ী ব্যাংক কর্মীকে গ্রেফতার করে পুলিশ ৷ তাকে জেরা করে তার এক সঙ্গী বিশ্বজিৎ রায়কেও বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় ৷ ধৃতরা দু'জনেই মালদা শহরের বাসিন্দা ৷

আরও পড়ুন: মৃতের নামে ব্যাংক ঋণ, দেনা মেটাতে চাপ দিচ্ছে ব্যাংক

মালদা, 15 এপ্রিল: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভল্টের তালায় আটকে রয়েছে ভাঙা চাবি ও তামার তার ৷ বিষয়টি নজরে আসতেই সন্দেহ হয় ব্যাংক কর্তৃপক্ষের ৷ আর ভল্ট খুলতেই মাথায় বাজ পড়ে ৷ দেখা যায়, উধাও প্রায় 35 লক্ষ টাকার সোনা-সহ বেশ কিছু সামগ্রী ৷ ঘটনাটি ঘটেছে মালদা শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৷ অভিযোগের ভিত্তিতে ওই ব্যাংকের এক অস্থায়ী কর্মী ও তাঁর সহযোগীকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷ ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গিয়েছে, গত 6 এপ্রিল ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক ইঞ্জিনিয়ার লক্ষ করেন ভল্টের তালায় দু'টি তামার তার ঝুলছে ৷ ভল্টে ভাঙা চাবির কিছু অংশও আটকে রয়েছে ৷ এতেই সন্দেহ হয় ওই ইঞ্জিনিয়ারের ৷ সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি ব্যাংক ম্যানেজারকে জানান ৷ তড়িঘড়ি ওই ভল্ট খুলতেই দেখা যায় ভিতরে থাকা বেশ কিছু প্যাকেট উধাও ৷ কিছু সিল করা প্যাকেটও খোলা হয়েছে ৷

এরপরই শেষবার ভল্টের আশেপাশে ব্যাংকের যে অস্থায়ী কর্মীকে লক্ষ্য করা গিয়েছিল, তাঁর বাড়িতে ছুটে যায় ব্যাংক কর্তৃপক্ষ ৷ ওই ব্যক্তিকে ফোন করারও চেষ্টা করা হয়েছিস ৷ কিন্তু ওই ব্যক্তির ফোন সুইচ অফ থাকায় সন্দেহ বাড়ে ৷ পরে অস্থায়ী কর্মীর ফোন চালু হলে তাঁর কাছ থেকে সব ঘটনা জানতে চাওয়া হয় ৷ জেরায় চাপের মুখে ওই ব্যক্তি স্বীকার করে, সে ভল্ট থেকে সোনা নিয়েছে এবং তা অন্য একটি ফাইন্যান্স কোম্পানিকে দিয়েছে ৷

এরপরেই ব্যাংকের তরফে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগের ভিত্তিতে অস্থায়ী ব্যাংক কর্মীকে গ্রেফতার করে পুলিশ ৷ তাকে জেরা করে তার এক সঙ্গী বিশ্বজিৎ রায়কেও বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় ৷ ধৃতরা দু'জনেই মালদা শহরের বাসিন্দা ৷

আরও পড়ুন: মৃতের নামে ব্যাংক ঋণ, দেনা মেটাতে চাপ দিচ্ছে ব্যাংক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.