ETV Bharat / state

মালদায় সরকারি হাসপাতালই যেন করোনা সংক্রমণের চারণভূমি

আজ মৌলপুর গ্রামীণ হাসপাতালে দেখা গিয়েছে কয়েকশো মানুষের ভিড় ৷ অনেকেই নিজেদের লালারস পরীক্ষা করাতে এসেছেন ৷ অনেকে ভ্যাকসিন নিতে ৷ কিন্তু সেখানে করোনা সুুরক্ষাবিধির কোনও বালাই নেই ৷

hospitals in malda becomes ground of spreading corona infection
সরকারি হাসপাতালই যেন করোনা সংক্রমণের চারণভূমি
author img

By

Published : Apr 30, 2021, 5:33 PM IST

Updated : Apr 30, 2021, 10:24 PM IST

মালদা, 30 এপ্রিল : ভোটপর্ব শেষ হয়েছে ৷ কিন্তু করোনা সংক্রমণের ঝড় কমেনি ৷ বরং উত্তরোত্তর বেড়েই চলেছে ৷ একইসঙ্গে মানুষজনও ভিড় করতে শুরু করেছেন মালদা মেডিকেলসহ বিভিন্ন গ্রামীণ হাসপাতালে ৷ কেউ করোনা পরীক্ষার জন্য নিজেদের লালা দিতে এসেছেন, কেউ বা করোনার ভ্যাকসিন নিতে ৷ তবে হাসপাতালে আজ যে ছবি ধরা পড়েছে, তাতে করোনা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা কতটা কাজ করছে, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ বিশেষ করে আজ পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালের ছবিটা বড়ই বিপজ্জনক ৷ যদিও এনিয়ে ওই হাসপাতালের কোনও কর্তা কিংবা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ ভোটের পরদিন কর্তারা নাকি কেউ হাসপাতালেই আসেননি ৷

আজ মৌলপুর গ্রামীণ হাসপাতালে দেখা গিয়েছে কয়েকশো মানুষের ভিড় ৷ অনেকেই নিজেদের লালারস পরীক্ষা করাতে এসেছেন ৷ অনেকে ভ্যাকসিন নিতে ৷ অল্প সংখ্যায় ভ্যাকসিন এখনও রয়েছে এই হাসপাতালে ৷ কিন্তু সেখানে শারীরিক দূরত্ববিধির কোনও বালাই নেই ৷ এমনকি মুখে মাস্কও নেই অনেকের ৷ গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন সবাই ৷ তার মধ্যেই হাসপাতাল চত্বরে লালারস সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা ৷ প্রচণ্ড গরমে গায়ে পিপিই কিট ৷ ওষ্ঠাগত তাঁরাও ৷

হাসপাতালে নিজের লালারস পরীক্ষা করাতে এসেছিলেন উত্তম মণ্ডল ৷ এলাকারই বাসিন্দা ৷ তিনি বলেন, "এখানে করোনা পরীক্ষা করার জায়গায় কোনও শারীরিক দূরত্ববিধি মানা হচ্ছে না ৷ কোনও আধিকারিককে দেখা যাচ্ছে না ৷ ভিড় নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা করা হয়নি ৷ মানুষও সচেতন নয় ৷ এভাবে চললে সংক্রমণ আরও বেড়ে যাবে ৷"

আরও পড়ুন : করোনা ভ্যাকসিন নিয়ে কালোবাজারির অভিযোগ দত্তপুকুরে

স্থানীয় আরেক বাসিন্দা মাইকেল ঘোষ বলেন, "এখানে যতজন লালারস পরীক্ষা করাতে এসেছেন, তাঁদের মধ্যে অন্তত 80 শতাংশ পজ়িটিভ ৷ প্রতিদিনই এই হারে এখানে করোনা পজ়িটিভ পাওয়া যাচ্ছে ৷ কিন্তু এখানে এসেও মানুষের মধ্যে কোনও সচেতনতা দেখা যাচ্ছে না ৷ প্রত্যেকে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন ৷ ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনেরও কোনও ভূমিকা নেই ৷ এখানে বয়স্করা ভ্যাকসিনের জন্য ঘোরাঘুরি করছেন ৷ তাঁদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি ৷ এখনই সবাই সচেতন না হলে এর পরিণতি ভয়াবহ হবে ৷"

মালদা, 30 এপ্রিল : ভোটপর্ব শেষ হয়েছে ৷ কিন্তু করোনা সংক্রমণের ঝড় কমেনি ৷ বরং উত্তরোত্তর বেড়েই চলেছে ৷ একইসঙ্গে মানুষজনও ভিড় করতে শুরু করেছেন মালদা মেডিকেলসহ বিভিন্ন গ্রামীণ হাসপাতালে ৷ কেউ করোনা পরীক্ষার জন্য নিজেদের লালা দিতে এসেছেন, কেউ বা করোনার ভ্যাকসিন নিতে ৷ তবে হাসপাতালে আজ যে ছবি ধরা পড়েছে, তাতে করোনা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা কতটা কাজ করছে, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ বিশেষ করে আজ পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালের ছবিটা বড়ই বিপজ্জনক ৷ যদিও এনিয়ে ওই হাসপাতালের কোনও কর্তা কিংবা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ ভোটের পরদিন কর্তারা নাকি কেউ হাসপাতালেই আসেননি ৷

আজ মৌলপুর গ্রামীণ হাসপাতালে দেখা গিয়েছে কয়েকশো মানুষের ভিড় ৷ অনেকেই নিজেদের লালারস পরীক্ষা করাতে এসেছেন ৷ অনেকে ভ্যাকসিন নিতে ৷ অল্প সংখ্যায় ভ্যাকসিন এখনও রয়েছে এই হাসপাতালে ৷ কিন্তু সেখানে শারীরিক দূরত্ববিধির কোনও বালাই নেই ৷ এমনকি মুখে মাস্কও নেই অনেকের ৷ গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন সবাই ৷ তার মধ্যেই হাসপাতাল চত্বরে লালারস সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা ৷ প্রচণ্ড গরমে গায়ে পিপিই কিট ৷ ওষ্ঠাগত তাঁরাও ৷

হাসপাতালে নিজের লালারস পরীক্ষা করাতে এসেছিলেন উত্তম মণ্ডল ৷ এলাকারই বাসিন্দা ৷ তিনি বলেন, "এখানে করোনা পরীক্ষা করার জায়গায় কোনও শারীরিক দূরত্ববিধি মানা হচ্ছে না ৷ কোনও আধিকারিককে দেখা যাচ্ছে না ৷ ভিড় নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা করা হয়নি ৷ মানুষও সচেতন নয় ৷ এভাবে চললে সংক্রমণ আরও বেড়ে যাবে ৷"

আরও পড়ুন : করোনা ভ্যাকসিন নিয়ে কালোবাজারির অভিযোগ দত্তপুকুরে

স্থানীয় আরেক বাসিন্দা মাইকেল ঘোষ বলেন, "এখানে যতজন লালারস পরীক্ষা করাতে এসেছেন, তাঁদের মধ্যে অন্তত 80 শতাংশ পজ়িটিভ ৷ প্রতিদিনই এই হারে এখানে করোনা পজ়িটিভ পাওয়া যাচ্ছে ৷ কিন্তু এখানে এসেও মানুষের মধ্যে কোনও সচেতনতা দেখা যাচ্ছে না ৷ প্রত্যেকে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন ৷ ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনেরও কোনও ভূমিকা নেই ৷ এখানে বয়স্করা ভ্যাকসিনের জন্য ঘোরাঘুরি করছেন ৷ তাঁদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি ৷ এখনই সবাই সচেতন না হলে এর পরিণতি ভয়াবহ হবে ৷"

Last Updated : Apr 30, 2021, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.