ইংরেজবাজার, 20 অগস্ট: বন্ধুর হাতে গুলিবিদ্ধ বন্ধু । গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের নঘরিয়া গ্রামে । গুলিবিদ্ধ যুবক বর্তমানে মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার পরেই গ্রাম ছেড়ে পালিয়েছে মূল অভিযুক্ত । এই ঘটনায় আহতের পরিবারের তরফে পুলিশে কোনও অভিযোগ দায়ের না করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়েছে ইংরেজবাজার থানার পুলিশ ৷ পুলিশ বিষয়টি নজরে রেখেছে (Friend shot friend in English Bazar Malda) ।
গুলিবিদ্ধ যুবকের নাম মণিরুল খান । বয়স 27 বছর । নঘরিয়া গ্রামেরই বাসিন্দা তিনি । পেশায় কৃষক । তিনি নিজেদের জমিই দেখাশোনা করেন । শুক্রবার রাতে তাঁকে গুলি করে ওই গ্রামেরই আরেক যুবক রকি শেখ । রকি ভিনরাজ্যে শ্রমিক সরবরাহের কাজ করে । কর্মসূত্রে বছরের বেশিরভাগ সময় সে হায়দরাবাদে থাকে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মণিরুলের পরিবারের সদস্যদের কয়েকজনই রকি মারফৎ ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে যেতেন । তবে এনিয়ে মণিরুলের সঙ্গে রকির কোনও ঝামেলা ছিল কি না, তা কেউ বলতে পারছেন না ।
আরও পড়ুন: অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর গুলি, পটনায় নিহত সেনা জওয়ান
ঘটনাপ্রসঙ্গে মণিরুলের দাদা মেহেরু খান বলেন, "গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ রকি আমাদের বাড়িতে আসে । গ্রামে থাকলে সে মাঝেমধ্যেই আমাদের বাড়িতে আসে । গতকাল সে প্রথমে আমার দুই দাদাকে জিজ্ঞেস করে, তারা ভিনরাজ্যে কাজে যাবে কি না। দাদারা রাজি হওয়ায় সে তাঁদের কাছ থেকে আধার ও ভোটার কার্ড নেয় । এরপর সে মণিরুলের সঙ্গে বসে কথা বলছিল । হঠাৎ গুলি চালানোর আওয়াজ শুনে চমকে উঠি । দেখি, মণিরুল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে । আর রকি তার মোটরবাইক নিয়ে চলে যাচ্ছে । কিছু বুঝে ওঠার আগেই রকি সেখান থেকে চলে যায় । গুলি ভাইয়ের নাকের পাশে লেগেছে । রকি কেন যে ভাইকে গুলি করল, বুঝতে পারছি না । ভাই সুস্থ হলেই গোটা বিষয়টি জানা যাবে ।"
বেসরকারি হাসপাতালের চিকিৎসক আইনুল হক বললেন, "গতকাল রাত সাড়ে 10টা নাগাদ গুলিবিদ্ধ মণিরুল খান আমাদের হাসপাতালে আসেন । তাঁর নাসারন্ধ্রের হাড় ভেঙে গুলিটি স্কাল্প বোনের কাছে আটকে রয়েছে । আজ অস্ত্রোপচার করে বুলেটটি বের করা হবে । এখনও রোগীর অবস্থা স্থিতিশীল নয় ।"
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এনিয়ে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি । বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে খবর পেয়ে বিষয়টিতে নজর রাখা হয়েছে । অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের রাতেই শিলিগুড়িতে চলল গুলি, জখম 1