ETV Bharat / state

মালদায় ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার 4

ধৃতদের নাম সাগর মণ্ডল, সুমন মণ্ডল, ভোলা মণ্ডল ও দীপংকর মণ্ডল ৷ তাদের বয়স 17 থেকে 21 বছরের মধ্যে ৷

Four youths including 1 minor arrested in Malda snatching incident
মালদায় ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার 1 নাবালকসহ চার যুবক
author img

By

Published : Nov 5, 2020, 4:42 PM IST

মালদা, 5 নভেম্বর : চোরাই মোবাইল-সহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ । ধৃতদের মধ্যে রয়েছে এক কিশোর ৷ সে ক্লাস নাইনের ছাত্র ৷ ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

মালদা থানার পুলিশ সূত্রে খবর, 31 অক্টোবর রাতে মালদা শহর থেকে মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন মুচিয়ার বাসিন্দা শুভংকর ঘোষ ৷ চর কাদিরপুর পেট্রল পাম্প থেকে খানিকটা দূরে রাস্তার ধারের জঙ্গল থেকে বেরিয়ে এসে তাঁর পথ আটকায় কয়েকজন যুবক ৷ তারা শুভংকরবাবুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে পালায় ৷ সেই ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের কাদিরপুর এলাকায় এক আমবাগানে হানা দিয়ে চারজনকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ ৷

ধৃতদের নাম সাগর মণ্ডল, সুমন মণ্ডল, ভোলা মণ্ডল ও দীপংকর মণ্ডল ৷ তাদের বয়স 17 থেকে 21 বছরের মধ্যে ৷ সবার বাড়ি চর কাদিরপুর গ্রামে ৷ এদের মধ্যে সাগর মণ্ডল মালদা শহরের বাদলমণি হাইস্কুলে ক্লাস নাইনের পড়ুয়া ৷ এরা সবাই নেশায় আসক্ত ৷ পুলিশের অনুমান, নেশার টাকা জোগাড় করতেই তারা অসামাজিক কার্যকলাপ ঘটায় ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের হেপাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়েছে । তবে ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি । আগ্নেয়াস্ত্রের খোঁজে ও এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তার তদন্ত চালাচ্ছে পুলিশ ৷ এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

মালদা, 5 নভেম্বর : চোরাই মোবাইল-সহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ । ধৃতদের মধ্যে রয়েছে এক কিশোর ৷ সে ক্লাস নাইনের ছাত্র ৷ ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

মালদা থানার পুলিশ সূত্রে খবর, 31 অক্টোবর রাতে মালদা শহর থেকে মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন মুচিয়ার বাসিন্দা শুভংকর ঘোষ ৷ চর কাদিরপুর পেট্রল পাম্প থেকে খানিকটা দূরে রাস্তার ধারের জঙ্গল থেকে বেরিয়ে এসে তাঁর পথ আটকায় কয়েকজন যুবক ৷ তারা শুভংকরবাবুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে পালায় ৷ সেই ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের কাদিরপুর এলাকায় এক আমবাগানে হানা দিয়ে চারজনকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ ৷

ধৃতদের নাম সাগর মণ্ডল, সুমন মণ্ডল, ভোলা মণ্ডল ও দীপংকর মণ্ডল ৷ তাদের বয়স 17 থেকে 21 বছরের মধ্যে ৷ সবার বাড়ি চর কাদিরপুর গ্রামে ৷ এদের মধ্যে সাগর মণ্ডল মালদা শহরের বাদলমণি হাইস্কুলে ক্লাস নাইনের পড়ুয়া ৷ এরা সবাই নেশায় আসক্ত ৷ পুলিশের অনুমান, নেশার টাকা জোগাড় করতেই তারা অসামাজিক কার্যকলাপ ঘটায় ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের হেপাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়েছে । তবে ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি । আগ্নেয়াস্ত্রের খোঁজে ও এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তার তদন্ত চালাচ্ছে পুলিশ ৷ এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.