মালদা , 8 মে : ফেরা মালদায় কোরোনা সংক্রমণ ৷ জেলায় এবার একসঙ্গে চার জনের দেহে কোরোনা সংক্রমণ ধরা পড়ল ৷ আজ রাতে তাঁদের লালারস পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এখনও পর্যন্ত জেলায় মোট সাতজন কোরোনায় সংক্রমিত হয়েছে ৷ আক্রান্তদের পুরাতন মালদার কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ৷
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে , দু’দিন আগে রাজস্থানের আজ়মেড় থেকে 225 জন পরিযায়ী শ্রমিক জেলায় ফিরে আসে ৷ তাঁদের মধ্যে কয়েকজন তীর্থযাত্রীও ছিল ৷ মালদা পৌঁছানোর সঙ্গে সঙ্গে লালারস সংগ্রহ করা হয় ৷ সূত্রের খবর, সেই নমুনাতেই চারজনের দেহে কোরোনা সংক্রমণের হদিস পাওয়া গেছে ৷ আক্রান্তরা সবাই হরিশচন্দ্রপুরের 1 নম্বর ব্লকের বাসিন্দা ৷ প্রত্যেকে পরিযায়ী শ্রমিক ৷ তাঁদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন মহিলা ৷ তাঁদের পুরাতন মালদার কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হবে ৷
উল্লেখ্য, জেলায় প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছিল মানিকচক ব্লকের নারিদিয়ারা গ্রামে ৷ দ্বিতীয় আক্রান্তের সন্ধান মেলে রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল গ্রামে ৷ কয়েকদিন আগে তৃতীয় আক্রান্তের সন্ধান পাওয়া যায় নারিদিয়ারা গ্রামেই ৷ এর আগে প্রশাসনের পক্ষ থেকে মানিকচক এবং রতুয়া 1 ও 2 নম্বর ব্লকের তিনটি এলাকা কনটেইনমেন্ট জ়োন হিসাবে ঘোষণা করা হয়েছিল ৷ এবার হরিশ্চন্দ্রপুরে একসঙ্গে চারজনের দেহে কোরোনা ভাইরাসের উপস্থিতি মেলায় কপালে ভাঁজ পড়েছে জেলা প্রশাসনের ৷
এদিকে এখনও পর্যন্ত মালদা মেডিকেলে মোট 2347 জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ তার মধ্যে 2340 জনের রিপোর্ট নেগেটিভ ৷ আরও 75 জনের নমুনা পরীক্ষার জন্য মেডিকেলে এসে পৌঁছেছে ৷