ETV Bharat / state

TMC Leader Murdered in Malda: উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ, তৃণমূলের প্রাক্তন উপপ্রধানকে পিটিয়ে খুনের অভিযোগ

author img

By

Published : Jan 4, 2023, 5:27 PM IST

Updated : Jan 4, 2023, 6:22 PM IST

তৃণমূলের প্রাক্তন উপপ্রধানকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মালদার কালিয়াচকে (Former TMC Panchayat Functionary Killed for Protesting Loud Music) ৷ অভিযোগ পিকনিকে আসা একটি দল উচ্চস্বরে ডিজে বাজানোয়, তার প্রতিবাদ করেছিলেন ৷ তাঁর জেরেই মাথায় বাঁশ দিয়ে মেরে তৃণমূল নেতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷

TMC Leader Murdered in Malda ETV BHARAT
TMC Leader Murdered in Malda

তৃণমূলের প্রাক্তন উপপ্রধানকে পিটিয়ে খুনের অভিযোগ মালদায়

মালদা, 4 জানুয়ারি: পিকনিক থেকে ফেরার সময় উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় এক তৃণমূল নেতাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে মালদার কালিয়াচকে (Former TMC Panchayat Functionary Killed for Protesting Loud Music) ৷ তিনি আবার যে সে নেতা নন, গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ৷ তাঁর নাম আফজল মোমিন ৷ বয়স 64 বছর ৷ বাড়ি কমলপুর গ্রামের মণ্ডলপাড়ায় ৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক 2 নম্বর ব্লকের রথবাড়ি এলাকায় ৷ জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে একজনকে আটক করেছে মোথাবাড়ি থানার পুলিশ ৷ এনিয়ে গত সাতদিনে কালিয়াচক এলাকায় দু’টি খুনের ঘটনা ঘটল ৷ যাকে কেন্দ্র করে পঞ্চায়েত নির্বাচনের মুখে আতঙ্ক ছড়াচ্ছে এলাকায় ৷

নিহত তৃণমূল নেতা আফজল মোমিন কালিয়াচক 2 নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ছিলেন ৷ এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা বলেই পরিচিত ছিলেন ৷ জানা যাচ্ছে, গতকাল তাঁদের বাড়ির কাছেই পিকনিকের আসর বসিয়েছিল কিছু যুবক ৷ সন্ধের সময় তাঁরা পিকনিকের আসর শেষ করে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় উচ্চস্বরে ডিজে বাজাচ্ছিল তাঁরা ৷ সেই সময় আফজল মোমিন তাদের ডিজের আওয়াজ কম করতে বলেন ৷ এ নিয়ে শুরু হয় তর্কাতর্কি ৷ প্রাথমিকভাবে ঝামেলা মিটেও যায় ৷ পরে ওই যুবকের দল ফের গ্রামে গিয়ে আফজল মোমিনের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ বাঁশ দিয়ে তাঁর মাথায় আঘাত করে ৷ ঘটনাস্থলেই মারা যান তিনি ৷

আফজল মোমিনের ভাই মুজিবর রহমান বলেন, ‘‘15-20 জন যুবক গতকাল সন্ধেয় পিকনিক থেকে বাড়ি ফিরছিল ৷ তাঁরা তীব্র আওয়াজে ডিজে বাজাচ্ছিল ৷ সেই সময় গ্রামের মসজিদে নমাজ চলছিল ৷ গ্রামের কয়েকজন ছেলে তাঁদের কাছে ডিজের আওয়াজ কমিয়ে দেওয়ার আবেদন জানায় ৷ কারণ, ডিজের আওয়াজে নমাজ পড়তে সমস্যা হচ্ছিল ৷ কিন্তু, ওরা আওয়াজ না কমিয়ে আরও বাড়িয়ে দেয় ৷ এনিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয় ৷ তখন আমার দাদা সেখানে এসে দু’পক্ষকে বুঝিয়ে শান্ত করে ৷’’

TMC Leader Murdered in Malda ETV BHARAT
মৃত তৃণমূলের প্রাক্তন উপপ্রধান

মুজিবর রহমানের অভিযোগে বলেন, ‘‘পিকনিকের লোকজন সেখান থেকে চলে যায় ৷ দাদার কথায় আমরাও ঘরে চলে যাই ৷ কিছুক্ষণ পর পিকনিকের লোকজন ফের সেখানে ফিরে আসেন ৷ আমার দাদা ফের তাঁদের থামতে অনুরোধ করেন ৷ তাঁদের বলা হয়, আলোচনা করে ঝামেলা মিটিয়ে দেওয়া হবে ৷ কিন্তু, পিকনিক করতে আসা ছেলেরা দাদার কথা শোনেনি ৷ বাঁশ দিয়ে তাঁর মাথায় বাড়ি মারে ৷ আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় দাদা ৷ ঘটনাস্থলেই দাদা মারা যায় ৷ এনিয়ে আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি ৷ পুলিশ একজনকে গ্রেফতারও করেছে ৷”

আরও পড়ুন: সাংসদকে কালো পতাকা, তৃণমূল-বিজেপি খণ্ডযুদ্ধে উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর

মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আপাতত একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৷ পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ আফজল মোমিনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

তৃণমূলের প্রাক্তন উপপ্রধানকে পিটিয়ে খুনের অভিযোগ মালদায়

মালদা, 4 জানুয়ারি: পিকনিক থেকে ফেরার সময় উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় এক তৃণমূল নেতাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে মালদার কালিয়াচকে (Former TMC Panchayat Functionary Killed for Protesting Loud Music) ৷ তিনি আবার যে সে নেতা নন, গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ৷ তাঁর নাম আফজল মোমিন ৷ বয়স 64 বছর ৷ বাড়ি কমলপুর গ্রামের মণ্ডলপাড়ায় ৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক 2 নম্বর ব্লকের রথবাড়ি এলাকায় ৷ জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে একজনকে আটক করেছে মোথাবাড়ি থানার পুলিশ ৷ এনিয়ে গত সাতদিনে কালিয়াচক এলাকায় দু’টি খুনের ঘটনা ঘটল ৷ যাকে কেন্দ্র করে পঞ্চায়েত নির্বাচনের মুখে আতঙ্ক ছড়াচ্ছে এলাকায় ৷

নিহত তৃণমূল নেতা আফজল মোমিন কালিয়াচক 2 নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ছিলেন ৷ এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা বলেই পরিচিত ছিলেন ৷ জানা যাচ্ছে, গতকাল তাঁদের বাড়ির কাছেই পিকনিকের আসর বসিয়েছিল কিছু যুবক ৷ সন্ধের সময় তাঁরা পিকনিকের আসর শেষ করে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় উচ্চস্বরে ডিজে বাজাচ্ছিল তাঁরা ৷ সেই সময় আফজল মোমিন তাদের ডিজের আওয়াজ কম করতে বলেন ৷ এ নিয়ে শুরু হয় তর্কাতর্কি ৷ প্রাথমিকভাবে ঝামেলা মিটেও যায় ৷ পরে ওই যুবকের দল ফের গ্রামে গিয়ে আফজল মোমিনের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ বাঁশ দিয়ে তাঁর মাথায় আঘাত করে ৷ ঘটনাস্থলেই মারা যান তিনি ৷

আফজল মোমিনের ভাই মুজিবর রহমান বলেন, ‘‘15-20 জন যুবক গতকাল সন্ধেয় পিকনিক থেকে বাড়ি ফিরছিল ৷ তাঁরা তীব্র আওয়াজে ডিজে বাজাচ্ছিল ৷ সেই সময় গ্রামের মসজিদে নমাজ চলছিল ৷ গ্রামের কয়েকজন ছেলে তাঁদের কাছে ডিজের আওয়াজ কমিয়ে দেওয়ার আবেদন জানায় ৷ কারণ, ডিজের আওয়াজে নমাজ পড়তে সমস্যা হচ্ছিল ৷ কিন্তু, ওরা আওয়াজ না কমিয়ে আরও বাড়িয়ে দেয় ৷ এনিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয় ৷ তখন আমার দাদা সেখানে এসে দু’পক্ষকে বুঝিয়ে শান্ত করে ৷’’

TMC Leader Murdered in Malda ETV BHARAT
মৃত তৃণমূলের প্রাক্তন উপপ্রধান

মুজিবর রহমানের অভিযোগে বলেন, ‘‘পিকনিকের লোকজন সেখান থেকে চলে যায় ৷ দাদার কথায় আমরাও ঘরে চলে যাই ৷ কিছুক্ষণ পর পিকনিকের লোকজন ফের সেখানে ফিরে আসেন ৷ আমার দাদা ফের তাঁদের থামতে অনুরোধ করেন ৷ তাঁদের বলা হয়, আলোচনা করে ঝামেলা মিটিয়ে দেওয়া হবে ৷ কিন্তু, পিকনিক করতে আসা ছেলেরা দাদার কথা শোনেনি ৷ বাঁশ দিয়ে তাঁর মাথায় বাড়ি মারে ৷ আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় দাদা ৷ ঘটনাস্থলেই দাদা মারা যায় ৷ এনিয়ে আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি ৷ পুলিশ একজনকে গ্রেফতারও করেছে ৷”

আরও পড়ুন: সাংসদকে কালো পতাকা, তৃণমূল-বিজেপি খণ্ডযুদ্ধে উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর

মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আপাতত একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৷ পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ আফজল মোমিনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

Last Updated : Jan 4, 2023, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.