ETV Bharat / state

Mamata Banerjee on Government Jobs : বাংলায় চাকরি পাবেন বাঙালিরাই, মালদায় মন্তব্য মমতার - এরাজ্যে সরকারি চাকরি করতে হলে বাংলা ভাষা জানতেই হবে

বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এরাজ্যে সরকারি চাকরি করতে হলে বাংলা ভাষা জানতেই হবে (everyone has to know bengali language if they want a job in Bengal) । বুধবার মালদার প্রশাসনিক বৈঠকে সেকথাই স্পষ্ট করে দিলেন তিনি ৷

Everyone have to know Bengali language
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 8, 2021, 9:59 PM IST

মালদা, 8 ডিসেম্বর : রাজ্যের ছেলেমেয়েরাই রাজ্যের চাকরিগুলো পাক (Natives of the state should get the jobs in the state) ৷ স্থানীয় ভাষা জানা থাকলে কাজ করতে অনেক সুবিধা হবে ৷ মালদার সভাতে মুখ্যমন্ত্রীর গলাতেও এবার শোনা গেল আঞ্চলিকতাবাদের সুর । আগেও বিভিন্ন সময় জানিয়েছিলেন, এরাজ্যে সরকারি চাকরি করতে হলে বাংলা ভাষা জানতেই হবে । আজ প্রশাসনিক বৈঠকেই সেকথা স্পষ্ট করে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।

আগেই জানিয়েছিলেন, রাজ্যে সামাজিক সংস্কারের কাজ প্রায় শেষ করে ফেলেছেন তিনি । এবার তাঁর লক্ষ্য রাজ্যের বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা । সেই বিষয়েই মালদার প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, “আমি সব রাজ্যের জন্য বলছি । রাজ্যের সার্ভিস কমিশনে সেই রাজ্যের ছেলে-মেয়েরাই যেন চাকরিটা পায় । বাংলায় এরাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাবে । তাঁদের ভাষা রাজবংশী, কামতাপুরি কিংবা হিন্দি হতেই পারে। কিন্তু তাঁদের বাংলা ভাষাটা জানতে হবে । বাংলা তাঁর ঠিকানা হতে হবে । বিহারে সেখানকার ছেলে-মেয়েরা চাকরি পাবে । উত্তরপ্রদেশে সেখানকার ছেলেমেয়েরা । নইলে তাঁরা চাকরি পাবে কোথায় ? সব রাজ্যেই সেখানকার ছেলে-মেয়েরা যাতে কাজ পায় সেদিকে নজর রাখতে হবে।”

এরাজ্যে সরকারি চাকরি করতে হলে বাংলা ভাষা জানতেই হবে, মালদায় মন্তব্য মমতার ৷

আরও পড়ুন : Mamata on chopper crash : কপ্টার দুর্ঘটনার কবলে রাওয়াত, মাঝপথেই প্রশাসনিক বৈঠক থামিয়ে দিলেন মমতা

মুখ্যমন্ত্রী আরও বলেন, “হয়তো অন্য রাজ্য থেকে কেউ খুব ভাল রেজাল্ট করেছে । তার ভিত্তিতে এখানে এসে সে চাকরি পেয়ে গেল । কিন্তু নম্বর কম থাকায় এখানকার ছেলে-মেয়েরা সেই চাকরিটা পেল না । কিন্তু যে সরকারি চাকরি পেল, সে রাজ্যের প্রধান ভাষাটা জানে না । ফলে কোনও মানুষ যখন বিডিও, এসডিও বা অন্য আধিকারিকদের কাছে বাংলায় কথা বলছে, তাঁরা বাংলাটা বুঝতেই পারছে না । না পারছে বাংলা চিঠি পড়তে, না পারছে তার উত্তর দিতে । তাই চাকরি পেতে হলে স্থানীয় ভাষা জানতেই হবে । নইলে মানুষের সমস্যার সমাধান করা যাবে না । এটা দেখার জন্য আমি সচিবকে নির্দেশ দিচ্ছি ।”

মালদা, 8 ডিসেম্বর : রাজ্যের ছেলেমেয়েরাই রাজ্যের চাকরিগুলো পাক (Natives of the state should get the jobs in the state) ৷ স্থানীয় ভাষা জানা থাকলে কাজ করতে অনেক সুবিধা হবে ৷ মালদার সভাতে মুখ্যমন্ত্রীর গলাতেও এবার শোনা গেল আঞ্চলিকতাবাদের সুর । আগেও বিভিন্ন সময় জানিয়েছিলেন, এরাজ্যে সরকারি চাকরি করতে হলে বাংলা ভাষা জানতেই হবে । আজ প্রশাসনিক বৈঠকেই সেকথা স্পষ্ট করে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।

আগেই জানিয়েছিলেন, রাজ্যে সামাজিক সংস্কারের কাজ প্রায় শেষ করে ফেলেছেন তিনি । এবার তাঁর লক্ষ্য রাজ্যের বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা । সেই বিষয়েই মালদার প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, “আমি সব রাজ্যের জন্য বলছি । রাজ্যের সার্ভিস কমিশনে সেই রাজ্যের ছেলে-মেয়েরাই যেন চাকরিটা পায় । বাংলায় এরাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাবে । তাঁদের ভাষা রাজবংশী, কামতাপুরি কিংবা হিন্দি হতেই পারে। কিন্তু তাঁদের বাংলা ভাষাটা জানতে হবে । বাংলা তাঁর ঠিকানা হতে হবে । বিহারে সেখানকার ছেলে-মেয়েরা চাকরি পাবে । উত্তরপ্রদেশে সেখানকার ছেলেমেয়েরা । নইলে তাঁরা চাকরি পাবে কোথায় ? সব রাজ্যেই সেখানকার ছেলে-মেয়েরা যাতে কাজ পায় সেদিকে নজর রাখতে হবে।”

এরাজ্যে সরকারি চাকরি করতে হলে বাংলা ভাষা জানতেই হবে, মালদায় মন্তব্য মমতার ৷

আরও পড়ুন : Mamata on chopper crash : কপ্টার দুর্ঘটনার কবলে রাওয়াত, মাঝপথেই প্রশাসনিক বৈঠক থামিয়ে দিলেন মমতা

মুখ্যমন্ত্রী আরও বলেন, “হয়তো অন্য রাজ্য থেকে কেউ খুব ভাল রেজাল্ট করেছে । তার ভিত্তিতে এখানে এসে সে চাকরি পেয়ে গেল । কিন্তু নম্বর কম থাকায় এখানকার ছেলে-মেয়েরা সেই চাকরিটা পেল না । কিন্তু যে সরকারি চাকরি পেল, সে রাজ্যের প্রধান ভাষাটা জানে না । ফলে কোনও মানুষ যখন বিডিও, এসডিও বা অন্য আধিকারিকদের কাছে বাংলায় কথা বলছে, তাঁরা বাংলাটা বুঝতেই পারছে না । না পারছে বাংলা চিঠি পড়তে, না পারছে তার উত্তর দিতে । তাই চাকরি পেতে হলে স্থানীয় ভাষা জানতেই হবে । নইলে মানুষের সমস্যার সমাধান করা যাবে না । এটা দেখার জন্য আমি সচিবকে নির্দেশ দিচ্ছি ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.