মালদা, 8 ডিসেম্বর : রাজ্যের ছেলেমেয়েরাই রাজ্যের চাকরিগুলো পাক (Natives of the state should get the jobs in the state) ৷ স্থানীয় ভাষা জানা থাকলে কাজ করতে অনেক সুবিধা হবে ৷ মালদার সভাতে মুখ্যমন্ত্রীর গলাতেও এবার শোনা গেল আঞ্চলিকতাবাদের সুর । আগেও বিভিন্ন সময় জানিয়েছিলেন, এরাজ্যে সরকারি চাকরি করতে হলে বাংলা ভাষা জানতেই হবে । আজ প্রশাসনিক বৈঠকেই সেকথা স্পষ্ট করে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।
আগেই জানিয়েছিলেন, রাজ্যে সামাজিক সংস্কারের কাজ প্রায় শেষ করে ফেলেছেন তিনি । এবার তাঁর লক্ষ্য রাজ্যের বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা । সেই বিষয়েই মালদার প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, “আমি সব রাজ্যের জন্য বলছি । রাজ্যের সার্ভিস কমিশনে সেই রাজ্যের ছেলে-মেয়েরাই যেন চাকরিটা পায় । বাংলায় এরাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাবে । তাঁদের ভাষা রাজবংশী, কামতাপুরি কিংবা হিন্দি হতেই পারে। কিন্তু তাঁদের বাংলা ভাষাটা জানতে হবে । বাংলা তাঁর ঠিকানা হতে হবে । বিহারে সেখানকার ছেলে-মেয়েরা চাকরি পাবে । উত্তরপ্রদেশে সেখানকার ছেলেমেয়েরা । নইলে তাঁরা চাকরি পাবে কোথায় ? সব রাজ্যেই সেখানকার ছেলে-মেয়েরা যাতে কাজ পায় সেদিকে নজর রাখতে হবে।”
আরও পড়ুন : Mamata on chopper crash : কপ্টার দুর্ঘটনার কবলে রাওয়াত, মাঝপথেই প্রশাসনিক বৈঠক থামিয়ে দিলেন মমতা
মুখ্যমন্ত্রী আরও বলেন, “হয়তো অন্য রাজ্য থেকে কেউ খুব ভাল রেজাল্ট করেছে । তার ভিত্তিতে এখানে এসে সে চাকরি পেয়ে গেল । কিন্তু নম্বর কম থাকায় এখানকার ছেলে-মেয়েরা সেই চাকরিটা পেল না । কিন্তু যে সরকারি চাকরি পেল, সে রাজ্যের প্রধান ভাষাটা জানে না । ফলে কোনও মানুষ যখন বিডিও, এসডিও বা অন্য আধিকারিকদের কাছে বাংলায় কথা বলছে, তাঁরা বাংলাটা বুঝতেই পারছে না । না পারছে বাংলা চিঠি পড়তে, না পারছে তার উত্তর দিতে । তাই চাকরি পেতে হলে স্থানীয় ভাষা জানতেই হবে । নইলে মানুষের সমস্যার সমাধান করা যাবে না । এটা দেখার জন্য আমি সচিবকে নির্দেশ দিচ্ছি ।”