ETV Bharat / state

লকডাউনে বয়স্কদের সুবিধার্থে ই-রিকশা চলবে ইংরেজবাজারে - ই রিক্সা

লকডাউনে প্রৌঢ়দের সুবিধার্থে পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে তিনটি করে ই-রিকশা চলাচলের অনুমতি মালদা প্রশাসনের ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 13, 2020, 10:03 AM IST

মালদা, 13 এপ্রিল: লকডাউনে বন্ধ যাত্রীবাহী পরিবহন । আর পরিবহন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন প্রৌঢ়রা । এই পরিস্থিতিতে তাঁদের নিত্য প্রয়োজনীয় বাজার, ওষুধ আনার সুবিধার জন্য ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হল । লকডাউন চলাকালীন প্রতিটি ওয়ার্ড থেকে তিনটি করে ই-রিকশা চলবে ।

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি রয়েছে লকডাউন । বন্ধ করা হয়েছে সমস্ত যাত্রীপরিবহন । এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন বয়স্করা । নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা থাকলেও তা বহন করে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না । তাই এই সমস্যার কথা চিন্তা করে মালদা শহরের কিছু ই-রিকশাকে জরুরি পরিষেবা দেওয়ার জন্য গতকাল অনুমতি দেওয়া হয় । আজ থেকে সেই ই-রিকশাগুলি ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জরুরি পরিষেবা দিতে পারবে।

ইংরেজবাজ পৌরসভার ভাইস চোয়ারম্যান দুলাল সরকার জানিয়েছেন, সাধারণ মানুষের বাজার করতে সমস্যা হচ্ছে । যানবাহন বন্ধ থাকায় অনেকেই বয়সের ভারে বাড়ি থেকে বেরোতে পারছেন না । ওষুধ আনতে পারছেন না । এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ইংরেজবাজারের প্রতিটি ওয়ার্ড থেকে তিনটি করে ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হল । এই 90 টি গাড়িতে অনুমতিপত্র লাগানো থাকবে । পাশাপাশি চালকদের পরিচয়পত্র দেওয়া হয়েছে ।

মালদা, 13 এপ্রিল: লকডাউনে বন্ধ যাত্রীবাহী পরিবহন । আর পরিবহন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন প্রৌঢ়রা । এই পরিস্থিতিতে তাঁদের নিত্য প্রয়োজনীয় বাজার, ওষুধ আনার সুবিধার জন্য ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হল । লকডাউন চলাকালীন প্রতিটি ওয়ার্ড থেকে তিনটি করে ই-রিকশা চলবে ।

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি রয়েছে লকডাউন । বন্ধ করা হয়েছে সমস্ত যাত্রীপরিবহন । এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন বয়স্করা । নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা থাকলেও তা বহন করে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না । তাই এই সমস্যার কথা চিন্তা করে মালদা শহরের কিছু ই-রিকশাকে জরুরি পরিষেবা দেওয়ার জন্য গতকাল অনুমতি দেওয়া হয় । আজ থেকে সেই ই-রিকশাগুলি ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জরুরি পরিষেবা দিতে পারবে।

ইংরেজবাজ পৌরসভার ভাইস চোয়ারম্যান দুলাল সরকার জানিয়েছেন, সাধারণ মানুষের বাজার করতে সমস্যা হচ্ছে । যানবাহন বন্ধ থাকায় অনেকেই বয়সের ভারে বাড়ি থেকে বেরোতে পারছেন না । ওষুধ আনতে পারছেন না । এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ইংরেজবাজারের প্রতিটি ওয়ার্ড থেকে তিনটি করে ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হল । এই 90 টি গাড়িতে অনুমতিপত্র লাগানো থাকবে । পাশাপাশি চালকদের পরিচয়পত্র দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.