মালদা, 16 অক্টোবর : দেশে কোরোনার হদিস মিলতেই এগিয়ে এসেছিল যৌনকর্মীরা । সংক্রমণ রুখতে যৌনকর্মীরা বন্ধ করেছিল যৌনপল্লি । পরে দেশজুড়ে লকডাউন জারি করা হয় । সারা দেশে আনলক পর্ব শুরু হলেও এখনও বন্ধ মালদা শহরের যৌনপল্লি । এই পরিস্থিতিতে বিশ্ব খাদ্য দিবস উদযাপনে মালদা শহরের যৌনকর্মীদের পাশে দাঁড়াল মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ।
আজ দুপুরে মালদা শহরের বালুচরের গোলাপট্টি এলাকায় যান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক অর্পিতা ঘোষ-সহ অন্যান্য আধিকারিকরা । কোরোনা আবহে কী কী করণীয় তা নিয়ে যৌনকর্মীদের উদ্দেশে বার্তা দেন তাঁরা । পরে ওই এলাকার প্রায় 200 যৌনকর্মীর হাতে দু'কেজি করে ডাল ও এক কেজি করে সোয়াবিনের প্যাকেট তুলে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফ থেকে । পাশাপাশি যৌনকর্মীদের হাতে দশ কেজি চালের একটি কুপন তুলে দেওয়া হয় । সেই কুপন দেখিয়ে নির্দিষ্ট রেশন ডিলারের থেকে চাল সংগ্রহ করতে পারবেন যৌনকর্মীরা ।
এক যৌনকর্মী বলেন, “কোরোনার কারণে বন্ধ হয়ে যায় যৌনপল্লি । মাস ছয়েক পরে দেশে আনলক পর্ব শুরু হলেও আমাদের কাজ বন্ধ । আর্থিক অবস্থা খুবই খারাপ । এই পরিস্থিতিতে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আমাদের পাশে দাঁড়িয়েছে । আজ কর্তৃপক্ষ আমাদের হাতে চাল, ডাল, সোয়াবিন তুলে দিয়েছে । আর্থিক দুরাবস্থায় এই খাদ্য আমাদের কাছে অমৃতের মতো ।”
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক অর্পিতা ঘোষ বলেন, "হাইকোর্টের নির্দেশে আমরা বিশ্ব খাদ্য দিবস উদযাপন করছি । আজ মালদা শহরের বালুচরের গোলাপট্টি এলাকায় প্রায় 200 জন যৌনকর্মীদের হাতে দশ কেজি করে চালের কুপন, দু'কেজি করে ডাল ও এক কেজি করে সোয়াবিন আমরা তুলে দিয়েছি । কোরোনা আবহে যৌনকর্মীদের দুরাবস্থার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরবর্তীতে যৌনকর্মীদের আরও সাহায্যের প্রয়োজনে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এগিয়ে আসবে ।"