ETV Bharat / state

যৌনকর্মীদের খাদ্য়সামগ্রী দিয়ে সাহায্য মালদায় - malda news

আজ দুপুরে মালদা শহরের বালুচরের গোলাপট্টি এলাকায় যান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক অর্পিতা ঘোষ-সহ অন্যান্য আধিকারিকরা । ওই এলাকার প্রায় 200 জন যৌনকর্মীদের হাতে দশ কেজি করে চালের কুপন, দু'কেজি করে ডাল ও এক কেজি করে সোয়াবিন তুলে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফ থেকে ।

District Legal Services Authority celebrates World Food Day
মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিশ্ব খাদ্য দিবস উদযাপন
author img

By

Published : Oct 16, 2020, 5:37 PM IST

মালদা, 16 অক্টোবর : দেশে কোরোনার হদিস মিলতেই এগিয়ে এসেছিল যৌনকর্মীরা । সংক্রমণ রুখতে যৌনকর্মীরা বন্ধ করেছিল যৌনপল্লি । পরে দেশজুড়ে লকডাউন জারি করা হয় । সারা দেশে আনলক পর্ব শুরু হলেও এখনও বন্ধ মালদা শহরের যৌনপল্লি । এই পরিস্থিতিতে বিশ্ব খাদ্য দিবস উদযাপনে মালদা শহরের যৌনকর্মীদের পাশে দাঁড়াল মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ।

আজ দুপুরে মালদা শহরের বালুচরের গোলাপট্টি এলাকায় যান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক অর্পিতা ঘোষ-সহ অন্যান্য আধিকারিকরা । কোরোনা আবহে কী কী করণীয় তা নিয়ে যৌনকর্মীদের উদ্দেশে বার্তা দেন তাঁরা । পরে ওই এলাকার প্রায় 200 যৌনকর্মীর হাতে দু'কেজি করে ডাল ও এক কেজি করে সোয়াবিনের প্যাকেট তুলে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফ থেকে । পাশাপাশি যৌনকর্মীদের হাতে দশ কেজি চালের একটি কুপন তুলে দেওয়া হয় । সেই কুপন দেখিয়ে নির্দিষ্ট রেশন ডিলারের থেকে চাল সংগ্রহ করতে পারবেন যৌনকর্মীরা ।

এক যৌনকর্মী বলেন, “কোরোনার কারণে বন্ধ হয়ে যায় যৌনপল্লি । মাস ছয়েক পরে দেশে আনলক পর্ব শুরু হলেও আমাদের কাজ বন্ধ । আর্থিক অবস্থা খুবই খারাপ । এই পরিস্থিতিতে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আমাদের পাশে দাঁড়িয়েছে । আজ কর্তৃপক্ষ আমাদের হাতে চাল, ডাল, সোয়াবিন তুলে দিয়েছে । আর্থিক দুরাবস্থায় এই খাদ্য আমাদের কাছে অমৃতের মতো ।”

মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিশ্ব খাদ্য দিবস উদযাপন

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক অর্পিতা ঘোষ বলেন, "হাইকোর্টের নির্দেশে আমরা বিশ্ব খাদ্য দিবস উদযাপন করছি । আজ মালদা শহরের বালুচরের গোলাপট্টি এলাকায় প্রায় 200 জন যৌনকর্মীদের হাতে দশ কেজি করে চালের কুপন, দু'কেজি করে ডাল ও এক কেজি করে সোয়াবিন আমরা তুলে দিয়েছি । কোরোনা আবহে যৌনকর্মীদের দুরাবস্থার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরবর্তীতে যৌনকর্মীদের আরও সাহায্যের প্রয়োজনে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এগিয়ে আসবে ।"

মালদা, 16 অক্টোবর : দেশে কোরোনার হদিস মিলতেই এগিয়ে এসেছিল যৌনকর্মীরা । সংক্রমণ রুখতে যৌনকর্মীরা বন্ধ করেছিল যৌনপল্লি । পরে দেশজুড়ে লকডাউন জারি করা হয় । সারা দেশে আনলক পর্ব শুরু হলেও এখনও বন্ধ মালদা শহরের যৌনপল্লি । এই পরিস্থিতিতে বিশ্ব খাদ্য দিবস উদযাপনে মালদা শহরের যৌনকর্মীদের পাশে দাঁড়াল মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ।

আজ দুপুরে মালদা শহরের বালুচরের গোলাপট্টি এলাকায় যান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক অর্পিতা ঘোষ-সহ অন্যান্য আধিকারিকরা । কোরোনা আবহে কী কী করণীয় তা নিয়ে যৌনকর্মীদের উদ্দেশে বার্তা দেন তাঁরা । পরে ওই এলাকার প্রায় 200 যৌনকর্মীর হাতে দু'কেজি করে ডাল ও এক কেজি করে সোয়াবিনের প্যাকেট তুলে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফ থেকে । পাশাপাশি যৌনকর্মীদের হাতে দশ কেজি চালের একটি কুপন তুলে দেওয়া হয় । সেই কুপন দেখিয়ে নির্দিষ্ট রেশন ডিলারের থেকে চাল সংগ্রহ করতে পারবেন যৌনকর্মীরা ।

এক যৌনকর্মী বলেন, “কোরোনার কারণে বন্ধ হয়ে যায় যৌনপল্লি । মাস ছয়েক পরে দেশে আনলক পর্ব শুরু হলেও আমাদের কাজ বন্ধ । আর্থিক অবস্থা খুবই খারাপ । এই পরিস্থিতিতে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আমাদের পাশে দাঁড়িয়েছে । আজ কর্তৃপক্ষ আমাদের হাতে চাল, ডাল, সোয়াবিন তুলে দিয়েছে । আর্থিক দুরাবস্থায় এই খাদ্য আমাদের কাছে অমৃতের মতো ।”

মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিশ্ব খাদ্য দিবস উদযাপন

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক অর্পিতা ঘোষ বলেন, "হাইকোর্টের নির্দেশে আমরা বিশ্ব খাদ্য দিবস উদযাপন করছি । আজ মালদা শহরের বালুচরের গোলাপট্টি এলাকায় প্রায় 200 জন যৌনকর্মীদের হাতে দশ কেজি করে চালের কুপন, দু'কেজি করে ডাল ও এক কেজি করে সোয়াবিন আমরা তুলে দিয়েছি । কোরোনা আবহে যৌনকর্মীদের দুরাবস্থার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরবর্তীতে যৌনকর্মীদের আরও সাহায্যের প্রয়োজনে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এগিয়ে আসবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.