মালদা, ১৯ অগাস্ট : ডেঙ্গি উপসর্গের কথা জানতে পেরে স্বাস্থ্যকর্মীদের নিয়ে উপদ্রুত এলাকা পরিদর্শন করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ । চেয়ারম্যানের দাবি, এলাকায় এখনও ডেঙ্গির প্রকোপ দেখা যায়নি । শুধুমাত্র এলাকাবাসীকে সচেতন করতেই তাঁরা এলাকা পরিদর্শন করেন ৷
গত কয়েকদিনে পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সারদা কলোনির বেশ কিছু বাসিন্দা জ্বরে আক্রান্ত হয়েছেন । এক সঙ্গে অনেকে জ্বরে আক্রান্ত হওয়ায় এলাকায় ডেঙ্গির আতঙ্ক ছড়িয়েছে ৷ খবর পেয়ে আজ স্বাস্থ্যকর্মীদের নিয়ে সারদা কলোনি পরিদর্শন করেন কার্তিক ঘোষ ৷ জ্বরে আক্রান্তদের সঙ্গেও দেখা করেন কার্তিকবাবু ।
পরিদর্শন শেষে কার্তিকবাবু বলেন, “পৌরসভার কর্মীদের নিয়ে আজ 11 নম্বর ওয়ার্ডে পরিদর্শনে এসেছিলাম । সাধারণ মানুষের কাছে আমরা ডেঙ্গি প্রতিরোধে কী করণীয় সেই বার্তা নিয়ে হাজির হয়েছি । বর্ষার সময় বিভিন্ন পতঙ্গবাহিত রোগ দেখা দেয় । সেই সব রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতেই আমরা আজ এই সারদা কলোনি পরিদর্শন করলাম ।”
কার্তিকবাবু বলেন, “যাঁদের জ্বর হয়েছে, তাঁদের মধ্যে কেউ ডেঙ্গিতে আক্রান্ত কি না তা এখনই বলা যাচ্ছে না ৷ আমরা জ্বরে আক্রান্তদের রক্ত পরীক্ষা করানোর ব্যবস্থা করছি ৷”