ETV Bharat / state

মালদায় মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি

মালদা জেলার 17 জন মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে ৷ এই দাবিতে মালদা জেলার CPI(M)-এর বিভিন্ন সংগঠনের তরফে জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয় ৷

Demand for compensation for dead migrant  families in Malda
Demand for compensation for dead migrant families in Malda
author img

By

Published : Jun 29, 2020, 7:33 PM IST

মালদা, 19 জুন : লকডাউন চলাকালীন জেলায় মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে৷ এই দাবিতে সরব মালদা জেলার CPI(M))-এর বিভিন্ন সংগঠন৷

জানা গিয়েছে, লকডাউন চলাকালীন মালদা জেলার বিভিন্ন জায়গায় 17 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে৷ মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলেন CPI(M)-এর বিভিন্ন সংগঠন৷ আজ সংগঠনগুলোর পক্ষ থেকে মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের লোকজনকে একত্রিত করে জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়৷ পরে সমস্ত সংগঠনের তরফে এই দাবিতে জেলাশাসককে একটি ডেপুটেশনও দেওয়া হয়৷

এই প্রসঙ্গে CITU -এর জেলা সম্পাদক দেবজ্যোতি সিন্‌হা বলেন, “কেন্দ্রীয় সরকার অপরিকল্পিত লকডাউন করেছে৷ কেন্দ্র ও রাজ্য সরকারের অসহযোগিতার কারণে লকডাউনের মধ্যে গোটা দেশে কয়েকশো পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন৷ এদের মধ্যে মালদা জেলার বিভিন্ন ব্লকের 17 জন শ্রমিকও রয়েছেন৷ আমরা এই শ্রমিকদের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছি৷ আজ মৃত শ্রমিকদের পরিবারের লোকজনও সেই দাবিতে জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেছেন৷ আমরা এই পরিবারগুলোর পাশে আছি৷ পুরুলিয়ার সাত শ্রমিকও লকডাউনের মধ্যে মারা গিয়েছেন৷ তাঁদের পরিবারকে ইতিমধ্যেই আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার৷ পুরুলিয়ার মৃত শ্রমিকদের পরিবার যদি ক্ষতিপূরণ পেতে পারে, তবে মালদার শ্রমিকদের পরিবার তা পাবে না কেন? আজ যতক্ষণ না জেলাশাসক এব্যাপারে সঠিক কোনও দিশা দিচ্ছেন, ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলতে থাকবে৷"

যদিও ডেপুটেশন শেষে দেবজ্যোতিবাবু বলেন, "জেলাশাসক এই দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন৷ তিনি বিষয়টি রাজ্য সরকারের নজরে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন৷ তাঁদের আশা, রাজ্য সরকার জেলার মৃত 17 জন শ্রমিকের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেবে৷"

মালদা, 19 জুন : লকডাউন চলাকালীন জেলায় মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে৷ এই দাবিতে সরব মালদা জেলার CPI(M))-এর বিভিন্ন সংগঠন৷

জানা গিয়েছে, লকডাউন চলাকালীন মালদা জেলার বিভিন্ন জায়গায় 17 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে৷ মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলেন CPI(M)-এর বিভিন্ন সংগঠন৷ আজ সংগঠনগুলোর পক্ষ থেকে মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের লোকজনকে একত্রিত করে জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়৷ পরে সমস্ত সংগঠনের তরফে এই দাবিতে জেলাশাসককে একটি ডেপুটেশনও দেওয়া হয়৷

এই প্রসঙ্গে CITU -এর জেলা সম্পাদক দেবজ্যোতি সিন্‌হা বলেন, “কেন্দ্রীয় সরকার অপরিকল্পিত লকডাউন করেছে৷ কেন্দ্র ও রাজ্য সরকারের অসহযোগিতার কারণে লকডাউনের মধ্যে গোটা দেশে কয়েকশো পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন৷ এদের মধ্যে মালদা জেলার বিভিন্ন ব্লকের 17 জন শ্রমিকও রয়েছেন৷ আমরা এই শ্রমিকদের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছি৷ আজ মৃত শ্রমিকদের পরিবারের লোকজনও সেই দাবিতে জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেছেন৷ আমরা এই পরিবারগুলোর পাশে আছি৷ পুরুলিয়ার সাত শ্রমিকও লকডাউনের মধ্যে মারা গিয়েছেন৷ তাঁদের পরিবারকে ইতিমধ্যেই আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার৷ পুরুলিয়ার মৃত শ্রমিকদের পরিবার যদি ক্ষতিপূরণ পেতে পারে, তবে মালদার শ্রমিকদের পরিবার তা পাবে না কেন? আজ যতক্ষণ না জেলাশাসক এব্যাপারে সঠিক কোনও দিশা দিচ্ছেন, ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলতে থাকবে৷"

যদিও ডেপুটেশন শেষে দেবজ্যোতিবাবু বলেন, "জেলাশাসক এই দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন৷ তিনি বিষয়টি রাজ্য সরকারের নজরে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন৷ তাঁদের আশা, রাজ্য সরকার জেলার মৃত 17 জন শ্রমিকের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেবে৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.