ETV Bharat / state

মালদায় জলাশয় থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ

মালদায় জলাশয় থেকে উদ্ধার আদিবাসী যুবকের দেহ । গতকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি ।

author img

By

Published : Aug 4, 2020, 5:35 PM IST

malda
নিজস্ব চিত্র

মালদা, 4 অগাস্ট : স্থানীয় জলাশয় থেকে উদ্ধার হল আদিবাসী যুবকের দেহ । গতকাল থেকে নিখোঁজ ছিলেন গোবিন বাস্কে । পুরোনো মালদার কুড়িয়াপাড়া এলাকার বাসিন্দারা মালদা থানায় খবর দিয়েছেন ।

ভাবুক গ্রাম পঞ্চায়েতের চিড়াকুঠি গ্রামের বাসিন্দা ছিলেন গোবিন ৷ গতকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন । তারপর থেকেই তাঁর খোঁজ পাওয়া যায়নি । আজ বেলা সাড়ে 12টা নাগাদ স্থানীয়রা গ্রামের রাস্তার ধারে একটি পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন ৷ ওই পুকুরের পাশেই পড়েছিল তাঁর সাইকেল ও ব্যাগ ৷ প্রথমে তাঁকে কেউ শনাক্ত করতে পারেননি ৷ খবর ছড়িয়ে পড়তেই বিকেল তিনটে নাগাদ আসেন গোবিনের বাবা সুরেশ বাস্কে ও দাদা বিশু বাস্কে ৷ তাঁরা গোবিনের দেহ শনাক্ত করেন ৷ এরপরই খবর দেওয়া হয় মালদা থানায় ৷

গোবিনের বাবা ও দাদা জানান, গতকাল বেলা সাড়ে 12টা নাগাদ ধরমপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন গোবিন ৷ পরে তাঁরা জানতে পারেন, তিনি সোনাঝুড়ি গ্রামে ফুটবল খেলা দেখতে গিয়েছেন ৷ রাতে আর বাড়ি ফেরেননি তিনি ৷ তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল ৷ বেশ কয়েকমাস ধরে তিনি মৃগী রোগে ভুগছিলেন ৷ অবশেষে আজ খবর পান, দুপুরে কুড়িয়াপাড়া গ্রামে পুকুরে তাঁর মৃতদেহ ভাসছে ৷ মৃতদেহের সঙ্গে গোবিনের চেহারার মিল রয়েছে ৷ সেই খবর পেয়েই তাঁরা ঘটনাস্থানে ছুটে আসেন ৷

বিশু বলেন, “বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ভাইয়ের কোনও সন্ধান পাচ্ছিলাম না ৷ প্রায় আড়াই বছর ধরে ও মৃগীরোগে ভুগছিল ৷ আজ দুপুরে খবর পাই কুড়িয়াপাড়া গ্রামে পুকুরে একটি মৃতদেহ ভাসছে ৷ তাঁর সঙ্গে ভাইয়ের চেহারার মিল রয়েছে ৷ খবর পেয়েই আমরা এখানে ছুটে আসি ৷ ভাইয়ের দেহ শনাক্ত করি ৷ আমরা মালদা থানায় খবর দিয়েছি ৷ তবে পুলিশ এখনও ঘটনাস্থানে আসেনি ৷”

মালদা, 4 অগাস্ট : স্থানীয় জলাশয় থেকে উদ্ধার হল আদিবাসী যুবকের দেহ । গতকাল থেকে নিখোঁজ ছিলেন গোবিন বাস্কে । পুরোনো মালদার কুড়িয়াপাড়া এলাকার বাসিন্দারা মালদা থানায় খবর দিয়েছেন ।

ভাবুক গ্রাম পঞ্চায়েতের চিড়াকুঠি গ্রামের বাসিন্দা ছিলেন গোবিন ৷ গতকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন । তারপর থেকেই তাঁর খোঁজ পাওয়া যায়নি । আজ বেলা সাড়ে 12টা নাগাদ স্থানীয়রা গ্রামের রাস্তার ধারে একটি পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন ৷ ওই পুকুরের পাশেই পড়েছিল তাঁর সাইকেল ও ব্যাগ ৷ প্রথমে তাঁকে কেউ শনাক্ত করতে পারেননি ৷ খবর ছড়িয়ে পড়তেই বিকেল তিনটে নাগাদ আসেন গোবিনের বাবা সুরেশ বাস্কে ও দাদা বিশু বাস্কে ৷ তাঁরা গোবিনের দেহ শনাক্ত করেন ৷ এরপরই খবর দেওয়া হয় মালদা থানায় ৷

গোবিনের বাবা ও দাদা জানান, গতকাল বেলা সাড়ে 12টা নাগাদ ধরমপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন গোবিন ৷ পরে তাঁরা জানতে পারেন, তিনি সোনাঝুড়ি গ্রামে ফুটবল খেলা দেখতে গিয়েছেন ৷ রাতে আর বাড়ি ফেরেননি তিনি ৷ তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল ৷ বেশ কয়েকমাস ধরে তিনি মৃগী রোগে ভুগছিলেন ৷ অবশেষে আজ খবর পান, দুপুরে কুড়িয়াপাড়া গ্রামে পুকুরে তাঁর মৃতদেহ ভাসছে ৷ মৃতদেহের সঙ্গে গোবিনের চেহারার মিল রয়েছে ৷ সেই খবর পেয়েই তাঁরা ঘটনাস্থানে ছুটে আসেন ৷

বিশু বলেন, “বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ভাইয়ের কোনও সন্ধান পাচ্ছিলাম না ৷ প্রায় আড়াই বছর ধরে ও মৃগীরোগে ভুগছিল ৷ আজ দুপুরে খবর পাই কুড়িয়াপাড়া গ্রামে পুকুরে একটি মৃতদেহ ভাসছে ৷ তাঁর সঙ্গে ভাইয়ের চেহারার মিল রয়েছে ৷ খবর পেয়েই আমরা এখানে ছুটে আসি ৷ ভাইয়ের দেহ শনাক্ত করি ৷ আমরা মালদা থানায় খবর দিয়েছি ৷ তবে পুলিশ এখনও ঘটনাস্থানে আসেনি ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.