ETV Bharat / state

সীমান্তে গোরু পাচারের চেষ্টা, BSF-র গুলিতে মৃত 1 - CATTLE POACHER

গোরু পাচার করতে গিয়ে BSF-র গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর । মৃত পাচারকারীর বয়স আনুমানিক বাইশ বছর । কালিয়াচকের সবদলপুর গ্রামের ঘটনা ।

মৃত গোরু পাচারকারী
author img

By

Published : Jul 8, 2019, 12:16 PM IST

মালদা, 8 জুলাই: গোরু পাচার করতে গিয়ে BSF-র গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর । মালদার কালিয়াচকের সবদলপুর গ্রামের ঘটনা ।

BSF-সূত্রে খবর, আজ ভোরে কালিয়াচক 3 নম্বর ব্লকের সবদলপুর গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে কয়েকজন যুবককে গোরুপাচার করতে দেখেন জওয়ানরা । তখনই পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয় । মৃত্যু হয় এক পাচারকারীর । বছর বাইশের ওই পাচারকারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : রাতভর গুলির লড়াই, সীমান্ত দিয়ে JMB-র আগ্নেয়াস্ত্র পাচারের ছক বানচাল

উল্লেখ্য, গত পরশু (6 জুলাই) সবদলপুর সংলগ্ন শোভাপুর এলাকায় বাংলাদেশি দুষ্কৃতীরা এপারে বিপুল পরিমাণ অস্ত্রপাচারের চেষ্টা করছিল । কিন্তু বাংলাদেশি সীমান্ত রক্ষীবাহিনীর তৎপরতায় দুষ্কৃতীদের ছক বানচাল হয় । জানা গেছে, ওই দুষ্কৃতীরা বাংলাদেশি জঙ্গি সংগঠন JMB-র সক্রিয় সদস্য । এরপর থেকে এলাকায় কড়া নজরদারি জারি রেখেছে BSF। এরমধ্যেই আজ ওই এলাকা দিয়ে কয়েকজন পাচারকারী গোরু পাচারের চেষ্টা করলে জওয়ানরা গুলি চালান ।

মালদা, 8 জুলাই: গোরু পাচার করতে গিয়ে BSF-র গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর । মালদার কালিয়াচকের সবদলপুর গ্রামের ঘটনা ।

BSF-সূত্রে খবর, আজ ভোরে কালিয়াচক 3 নম্বর ব্লকের সবদলপুর গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে কয়েকজন যুবককে গোরুপাচার করতে দেখেন জওয়ানরা । তখনই পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয় । মৃত্যু হয় এক পাচারকারীর । বছর বাইশের ওই পাচারকারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : রাতভর গুলির লড়াই, সীমান্ত দিয়ে JMB-র আগ্নেয়াস্ত্র পাচারের ছক বানচাল

উল্লেখ্য, গত পরশু (6 জুলাই) সবদলপুর সংলগ্ন শোভাপুর এলাকায় বাংলাদেশি দুষ্কৃতীরা এপারে বিপুল পরিমাণ অস্ত্রপাচারের চেষ্টা করছিল । কিন্তু বাংলাদেশি সীমান্ত রক্ষীবাহিনীর তৎপরতায় দুষ্কৃতীদের ছক বানচাল হয় । জানা গেছে, ওই দুষ্কৃতীরা বাংলাদেশি জঙ্গি সংগঠন JMB-র সক্রিয় সদস্য । এরপর থেকে এলাকায় কড়া নজরদারি জারি রেখেছে BSF। এরমধ্যেই আজ ওই এলাকা দিয়ে কয়েকজন পাচারকারী গোরু পাচারের চেষ্টা করলে জওয়ানরা গুলি চালান ।

Intro:মালদা, ৮ জুলাইঃ গোরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর৷ আজ ভোরে কালিয়াচক ৩ নম্বর ব্লকের সবদলপুর গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের কর্তব্যরত জওয়ানরা ওই পাচারকারীকে গুলি করে৷ Body:বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আজ ভোরে কালিয়াচক ৩ নম্বর ব্লকের সবদলপুর গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে কয়েকজন যুবককে গোরুপাচার করতে দেখে বিএসএফের কর্তব্যরত জওয়ানরা৷ পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় জওয়ানেরা৷ সেই গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর৷ মৃত পাচারকারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে৷ আনুমানিক ২২ বছরের ওই পাচারকারীর মৃতদেহ কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে পড়ে রয়েছে৷ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷Conclusion:উল্লেখ্য, গত পরশু রাতেই শবদলপুর সংলগ্ন শোভাপুর এলাকায় বাংলাদেশি দুষ্কৃতীরা এদেশে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র পাচার করার চেষ্টা করেছিল বলে খবর পাওয়া গিয়েছিল৷ যদিও বাংলাদেশি সীমান্ত রক্ষীবাহিনীর তৎপরতায় সেই ছক সফল করতে পারেনি তারা৷ আরও জানা গিয়েছিল ওই দুষ্কৃতীরা বাংলাদেশি জঙ্গি সংগঠন, জামিয়তে মুজাহিদিন বাংলাদেশের সক্রিয় সদস্য৷ তারপরই ফের প্রায় একই এলাকা দিয়ে গোরু পাচারের চেষ্টা কপালে ভাঁজ ফেলেছে বিএসএফ-এর৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.