ETV Bharat / state

COVID-19 : মালদা মেডিকেলে চালু বিশেষ ফ্লু কর্নার - coronavirus condition overview

আজ মালদা মেডিকেলেও ফ্লু কর্নার চালু করা হল ৷ প্রথম দিন থেকেই সেখানে ভিড় জ্বর ও সর্দি-কাশির রোগীদের ৷ কোরোনা মোকাবিলায় কোনও ফাঁক রাখতে চাইছে না রাজ্য সরকার ৷ ইতিমধ্যে রাজ্যের প্রতিটি হাসপাতালে বিশেষ ফ্লু কর্নার চালু করার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷ সেই নির্দেশিকার ভিত্তিতে মালদা জেলার হাসপাতালগুলিতে এই কর্নার চালু করা হয়েছে ৷

মালদা মেডিকেল
মালদা মেডিকেল
author img

By

Published : Mar 20, 2020, 4:38 PM IST

Updated : Mar 20, 2020, 8:18 PM IST

মালদা, 20 মার্চ : রাজ্য সরকারের নির্দেশে জেলার প্রতিটি হাসপাতালে চালু হয়েছে বিশেষ ফ্লু কর্নার ৷ আজ মালদা মেডিকেলেও ফ্লু কর্নার চালু করা হল ৷ প্রথম দিন থেকেই সেখানে ভিড় জ্বর ও সর্দি-কাশির রোগীদের ৷ বিশেষত ভিনরাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের ভিড় সেখানে বেশি ৷ পরিস্থিতি মোকাবিলায় তাঁরা তৈরি রয়েছেন বলেও জানিয়েছেন মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার ৷

কোরোনা মোকাবিলায় কোনও ফাঁক রাখতে চাইছে না রাজ্য সরকার ৷ ইতিমধ্যে রাজ্যের প্রতিটি হাসপাতালে বিশেষ ফ্লু কর্নার চালু করার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷ সেই নির্দেশিকার ভিত্তিতে মালদা জেলার হাসপাতালগুলিতে এই কর্নার চালু করা হয়েছে ৷ আজ থেকে মালদা মেডিকেলেও খোলা হয়েছে ফ্লু কর্নার ৷ খোলার সঙ্গে সঙ্গেই সেখানে ভিড় করছে জ্বর ও সর্দি-কাশিতে ভোগা রোগীরা ৷ রোগীদের প্রত্যেককে লাইনে দাঁড়াতে হচ্ছে ৷ প্রত্যেক রোগীর মধ্যে এক মিটারের দূরত্ব বজায় রাখছেন সেখানে থাকা ইংরেজবাজার থানার পুলিশকর্মীরা ৷ ওয়ার্ডের ভিতরে ঢোকার সময় স্যানিটাইজ়ার দিয়ে প্রত্যেকের হাত পরিষ্কার করানো হচ্ছে ৷ এমন কী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও সেই বিধি মানতে হচ্ছে ৷ ভিতরে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা চিকিৎসাকক্ষ খোলা হয়েছে ৷ সমস্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মাস্ক-সহ যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ মেডিকেলের তরফে জানানো হয়েছে, কোরোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমস্ত বিধি মেনেই এই কর্নারে কাজ চলছে ৷

সম্প্রতি কেরালা থেকে শ্রমিকের কাজ করে বাড়ি ফিরেছেন উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের জোহরপুর গ্রামের সারিফুল ইসলাম ৷ বাড়ি ফেরার পর থেকেই জ্বরে ভুগছেন তিনি ৷ আজ চলে এসেছেন মালদা মেডিকেলে ৷ তিনি বলেন, "কেরালায় কাজ করতে গিয়েছিলাম ৷ সেখানে অনেকজনই হাসপাতালে ভরতি হয়েছে ৷ তারা সবাই সেখানকার স্থানীয় ৷ বাড়ি ফেরার পর আমার হালকা জ্বর হয়েছে ৷ আজ মালদা মেডিকেলে এসেছি ৷ এখানে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে ৷ ওষুধপত্রও দেওয়া হচ্ছে ৷ বাড়ির লোকের সুরক্ষার জন্যই আমি এখানে চলে এসেছি ৷"

মালদা মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার অমিত দাঁ বলেন, "এখানে আগেই আমরা 50টি বেডের কোয়ারেন্টাইন আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছি ৷ সেখানে 35জন পুরুষ ও 15জন মহিলার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ চিকিৎসার সমস্ত উপকরণ সেখানে রয়েছে ৷ আজ থেকে ফ্লু কর্নারও চালু করা হয়েছে ৷ জ্বর ও সর্দি-কাশিতে ভোগা রোগীদের সেখানে চিকিৎসা করা হচ্ছে ৷ যারা বাইরে থেকে এসব উপসর্গ নিয়ে জেলায় ফিরেছে কিংবা ঘরে ফিরে এসব উপসর্গে ভুগছে, তাদের সেখানে চিকিৎসার জন্য যেতে বলা হচ্ছে ৷ সেখানে চিকিৎসক-সহ সবার জন্য সমস্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ আজ থেকেই সেখানে রোগীরা যাচ্ছে ৷"

মালদা মেডিকেলে চালু বিশেষ ফ্লু কর্নার

তিনি আরও বলেন, "মালদা জেলার প্রচুর শ্রমিক ভিনরাজ্যে কাজে যায় ৷ তারাও সেখানে আসতে শুরু করেছে ৷ তবে কোরোনা মোকাবিলায় মানুষকে সচেতন হতে হবে ৷ ভয় না পেয়ে হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করাতে হবে ৷ মালদা মেডিকেলের কোয়ারেন্টাইন ওয়ার্ডে এখনও পর্যন্ত দু-তিনজন এসেছিলেন ৷ চিকিৎসকরা তাঁদের পরীক্ষা করেছেন ৷ চেকলিস্ট দেখে তাঁদের এখন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ তাঁদের ঠিকানা ও ফোন নম্বর আমাদের কাছে রয়েছে ৷ প্রত্যেকের উপরেই নজরদারি চলছে ৷"

মালদা, 20 মার্চ : রাজ্য সরকারের নির্দেশে জেলার প্রতিটি হাসপাতালে চালু হয়েছে বিশেষ ফ্লু কর্নার ৷ আজ মালদা মেডিকেলেও ফ্লু কর্নার চালু করা হল ৷ প্রথম দিন থেকেই সেখানে ভিড় জ্বর ও সর্দি-কাশির রোগীদের ৷ বিশেষত ভিনরাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের ভিড় সেখানে বেশি ৷ পরিস্থিতি মোকাবিলায় তাঁরা তৈরি রয়েছেন বলেও জানিয়েছেন মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার ৷

কোরোনা মোকাবিলায় কোনও ফাঁক রাখতে চাইছে না রাজ্য সরকার ৷ ইতিমধ্যে রাজ্যের প্রতিটি হাসপাতালে বিশেষ ফ্লু কর্নার চালু করার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷ সেই নির্দেশিকার ভিত্তিতে মালদা জেলার হাসপাতালগুলিতে এই কর্নার চালু করা হয়েছে ৷ আজ থেকে মালদা মেডিকেলেও খোলা হয়েছে ফ্লু কর্নার ৷ খোলার সঙ্গে সঙ্গেই সেখানে ভিড় করছে জ্বর ও সর্দি-কাশিতে ভোগা রোগীরা ৷ রোগীদের প্রত্যেককে লাইনে দাঁড়াতে হচ্ছে ৷ প্রত্যেক রোগীর মধ্যে এক মিটারের দূরত্ব বজায় রাখছেন সেখানে থাকা ইংরেজবাজার থানার পুলিশকর্মীরা ৷ ওয়ার্ডের ভিতরে ঢোকার সময় স্যানিটাইজ়ার দিয়ে প্রত্যেকের হাত পরিষ্কার করানো হচ্ছে ৷ এমন কী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও সেই বিধি মানতে হচ্ছে ৷ ভিতরে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা চিকিৎসাকক্ষ খোলা হয়েছে ৷ সমস্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মাস্ক-সহ যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ মেডিকেলের তরফে জানানো হয়েছে, কোরোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমস্ত বিধি মেনেই এই কর্নারে কাজ চলছে ৷

সম্প্রতি কেরালা থেকে শ্রমিকের কাজ করে বাড়ি ফিরেছেন উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের জোহরপুর গ্রামের সারিফুল ইসলাম ৷ বাড়ি ফেরার পর থেকেই জ্বরে ভুগছেন তিনি ৷ আজ চলে এসেছেন মালদা মেডিকেলে ৷ তিনি বলেন, "কেরালায় কাজ করতে গিয়েছিলাম ৷ সেখানে অনেকজনই হাসপাতালে ভরতি হয়েছে ৷ তারা সবাই সেখানকার স্থানীয় ৷ বাড়ি ফেরার পর আমার হালকা জ্বর হয়েছে ৷ আজ মালদা মেডিকেলে এসেছি ৷ এখানে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে ৷ ওষুধপত্রও দেওয়া হচ্ছে ৷ বাড়ির লোকের সুরক্ষার জন্যই আমি এখানে চলে এসেছি ৷"

মালদা মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার অমিত দাঁ বলেন, "এখানে আগেই আমরা 50টি বেডের কোয়ারেন্টাইন আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছি ৷ সেখানে 35জন পুরুষ ও 15জন মহিলার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ চিকিৎসার সমস্ত উপকরণ সেখানে রয়েছে ৷ আজ থেকে ফ্লু কর্নারও চালু করা হয়েছে ৷ জ্বর ও সর্দি-কাশিতে ভোগা রোগীদের সেখানে চিকিৎসা করা হচ্ছে ৷ যারা বাইরে থেকে এসব উপসর্গ নিয়ে জেলায় ফিরেছে কিংবা ঘরে ফিরে এসব উপসর্গে ভুগছে, তাদের সেখানে চিকিৎসার জন্য যেতে বলা হচ্ছে ৷ সেখানে চিকিৎসক-সহ সবার জন্য সমস্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ আজ থেকেই সেখানে রোগীরা যাচ্ছে ৷"

মালদা মেডিকেলে চালু বিশেষ ফ্লু কর্নার

তিনি আরও বলেন, "মালদা জেলার প্রচুর শ্রমিক ভিনরাজ্যে কাজে যায় ৷ তারাও সেখানে আসতে শুরু করেছে ৷ তবে কোরোনা মোকাবিলায় মানুষকে সচেতন হতে হবে ৷ ভয় না পেয়ে হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করাতে হবে ৷ মালদা মেডিকেলের কোয়ারেন্টাইন ওয়ার্ডে এখনও পর্যন্ত দু-তিনজন এসেছিলেন ৷ চিকিৎসকরা তাঁদের পরীক্ষা করেছেন ৷ চেকলিস্ট দেখে তাঁদের এখন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ তাঁদের ঠিকানা ও ফোন নম্বর আমাদের কাছে রয়েছে ৷ প্রত্যেকের উপরেই নজরদারি চলছে ৷"

Last Updated : Mar 20, 2020, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.